Youtube Channel Subscribe করে টাকা আয় (BD-Site)

আসসালামু আলাইকুম দর্শক। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি ইনকাম সাইট নিয়ে।যেটি মূলত একটি বাংলাদেশী সাইট।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

এ সাইট থেকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।এখানে ইউটিউবে ভিডিও দেখে টাকা ইনকাম করা যায়। কিছু শর্ত আছে এগুলো মেনে কাজ করলে আপনি মাসে 500-600 টাকা ইনকাম করতে পারবেন।

আর সাইটে অনেক অ্যাক্টিভ ইউজার আছে।আর তারা প্রতিনিয়ত এই সাইট থেকে পেমেন্ট পেয়ে আসছে।

তো চলেন বেশি দেরি না করে আজকের আর্টিকেল শুরু করা যাক । পোষ্টি সম্পূর্ণ পড়ার অনুরোধ করছি।

প্রথমে আপনার গুগলের যাবেন।তারপর গুগলে গিয়ে কি লিখবেন।তারপর সার্চ দিবেন।কিছু না বুঝলে নিচের স্ক্রীনশট গুলো ফলো করবেন।

প্রথমে google গিয়ে লেখবেন work up job।তারপর সার্চ বাটনে ক্লিক করুন।

তারপর প্রথমে আসা সাইটটিতে ক্লিক করুন।ঠিক আমার মতো।

তারপর আপনাদের সামনে এমন একটি  ইন্টারফেস খুলে যাবে।

তারপর ওখান থেকে সরাসরি 3ডট লাইনে ক্লিক করুন।তারপর রেজিষ্টারে ক্লিক করুন।ঠিক আমার মতো।

তারপর এমন একটি ইন্টারফেস খুলে যাবে।যেখানে আপনাকে রেজিষ্টার করতে বলা হবে।

তারপর এখানে আপনি আপনার orginal full name,একটি email আর একটি শক্তিসালী password দিবেন।ঠিক আমার মতো করে।না বুঝলে নিচের স্ক্রিনসর্ট দেখুন।

অবশ্যই এখানে country bangladesh বসাবেন।তারপর নিচে একটি ছোট্ট ঘরের মতো দেখতে পাবেন।ওখানে ক্লিক করে।তারপর create a account এ ক্লিক করতে হবে। না বুঝলে নিচে দেখুন।

তারপর আপনার একাউন্ট create হয়ে যাবে।আমার যেহেতু একটা একাউন্ট খোলা আছে তাই আমি শুধু log in করব।

তো আমি এখানে লগইন করে দিলাম।আপনারা অবশ্য লগইন করে দিবেন তারপর এমন একটি ইন্টারফেস শো করবে।

উপরের স্ক্রিনশটে যেমনটা দেখতে পারছেন যে এখানে কিন্তু আমার একাউন্ট টা লগইন হয়ে গেছে।এখান থেকে আপনি আপনার earning and doposit দেখতে পারবেন।হ্যা আপনি ঠিকই শুনছেন এ সাইটে আপনি টাকা ডিপোসিট করতে পারবেন।

তারপরে একটু নিচে আসলে দেখতে পারবেন সাইটটিতে নানা ধরনের কাজ আছে।

এখানে আপনি কিকি উপায়ে টাকা ইনকাম করতে পারবেন:

  1. ফেসবুক পেজ লাইক করে ফলো করে।

  2. youtube চ্যানেল ভিডিও দেখে সাবস্ক্রাইব করে।

  3. apps ইনস্টল করার মাধ্যমে।

  4. website ভিজিট করার মাধ্যমে।

  5. ফেসবুক পোষ্টে লাইক করে কমেন্ট করে।

  6. add ক্লিক করার মাধ্যমে।

  7. আর্টিকেল পড়ার মাধ্যমে।

  8. ইত্যাদি ধরনের কাজ আছে।

এখান থেকে আমি আপনাদের youtube চ্যানেলের কাজটি করে দেখাবো:

কাজটি করতে হলে প্রথমে আপনাদের কাজের cetagori তে ক্লিক করে youtube করে নিতে হবে তাহলে হবে কি আপনারা সহজেই youtube রিলেটেড সবগুলো কাজ তাড়াতাড়ি খুজে পাবেন।বুঝতে না পারলে নিচে দেখুন।

তারপর দেখবেন আপনাদের সামনে শুধু youtube এর কাজ দেখাবে।যেমনটা আপনি নিচে দেখতে পারছেন।

তাহলে এখন আমি এখান থেকে একটি কাজ করে দেখাচ্ছি।প্রথমে আপনারা যে কাজটি করতে চান সে কাজটিতে ক্লিক করতে হবে।তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস দেখাবে।কিছু না বুঝলে নিচে দেখুন।

যেকোন job এই ক্লিক করলে এরকম দেখাবে।

এখন কিছু কাথা বলা যাক।এ সাইটে কাজ করার অনেক গুলো নিয়ম আছে।

শুধুমাত্র youtube জন্য দেখাচ্ছি আপনারা অন্য সব কাজের নিয়ম গুলো ঐ সাইট থেকে পড়ে নেবেন

প্রথম যে চ্যানেল নাম বা টাইটেল দেওয়া থাকবে।সেটা youtube গিয়ে সার্চ করতে হবে।যেমন আমার ক্ষেত্র এ নামটা আছে তাই আমি একটা সার্চ দিচ্ছি ।আপনারা আপদার টা দিয়ে সার্চ দিবেন।কিছু না বুঝলে নিচের ছবি দেখুন।

তারপর সাইটে যে ভিডিওটা দেখছিলেন সে ভিডিওটা খুজে বের করুন।তারপর ভিডিওতে ক্লিক করুন।যেমন আমি এ ভিডিওট সাইটে দেখছি।তাই আমি এটাতে ক্লিক করলাম।

ক্লিক করার ভিডিও যখন প্লে হবে।তখন একটা স্কিনসর্ট নিবেন।তারপর ভিডিওটি সম্পূর্ন দেখতে থাকবেন।কারন ভিডিওর মাঝে মাঝে কিছু সাবস্ক্রাইব এবং লাইক বাটন আসবে।সেটা গণনা করে রাখতে হবে কারন পরে এটা পড়ে ওখানে অাপনি যে ভিডিও দেখছেন সেটার প্রমান হিসাবে ওখানে সাবমিট করতে হবে।তো ওটা গননা করে রাখবেন।

তারপর ভিডিওর শেষে একটা স্কিনসর্ট নিবেন।তারপর ভিডিওটিতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন।

ভিডিওর প্রথমের স্কিনশট নিলাম।

তারপর ভিডিও শেষে একটাস্ক্রীনশট নিলাম।

তারপর ভিডিওটিতে একটা লাইক দিবেন।যেমনটা দেখতে পারছেন।আর আমি যে ভিডিওটা দেখছিলাম সে ভিডিওতে 58 সেকেন্ড একটা লাইক আর সাবস্ক্রাইব বাটন আসছে এবং 1 মিনিট 45 সেকেন্ডে আসছে।এসব সব তথ্য এখন ঐ গিয়ে সাবমিট করতে হবে।

সাবমিট করতে আবার ঐ সাইটে চলে গিয়ে ।আমি যে কাজটি করছিলেন সে কাজটিতে ক্লিক করুন।তারপর নিচে আসুন তারপর একটু নিচে আসলে দেখতে পারবেন লেখা আছে SUBMIT REQUIRED WORK PROVE তার নিচের বক্সে।তথ্য গুলো দেবেন যেমনটা আমি দিয়েছি।

তারপর দেখবেন নিচে লেখা আছে upload screenshort prove সেখান আপনি ভিডিও দেখার শুরুর স্ক্রিনসর্ট দিবেন।তারপরের বক্সে ভিডিওর শেষের স্ক্রিনসর্টটা দিবেন।তারপর সবকিছু হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন।না বুঝলে নিচের স্ক্রিনসর্ট দেখুন।

এখন এসব তথ্য রিভিউ করে আপনাকে ডলার দেওয়া হবে।এভাবে আপনি এখান থেকে সহজে youtube এর কাজ গুলো করতে পারবেন।

তারপর এখানে আরও অনেক ধরনের সহজ সহজ কাজ আছে সেগুলো করে আপনি টাকা ইনকাম করতে পারবেন খুবসহজে।কিভাবে টাকা তুলবেন সেটা সম্পর্কে একটু পরে আলোচনা করছি।

তারআগে সাইটের কিছু basic ধারনা নেওয়া যাক।

আপনি ডানপাশে থাকে logo টিতে ক্লিক করেন ।

তারপর এখানে অনেকগুলো option দেখতে পারবেন।ওখান থেকে আপনি অনেকে কিছু করতে পারবেন।সেগুলো পরে বলছি ।

এখান থেকে প্রথমে আপনি myprofile তে ক্লিক করুন।ঠিক আমার মতো।

তারপর এখানে আপনি আপনার profile দেখতে পারবেন।

এবং আপনার সমন্ধে অনেক তথ্য এখান থেকে দেখতে পারবেন।যেমন আপনি আজকে কতটা কাজ করছেন।কখন কয়টি কাজ করছেন।আপনার কয়টি কাজ এখনো রিভিউ হয়নি এসব দেখতে পারবেন।তারপর এখান থেকে আপনি আপনার একাউন্ট ডিলিট ও করতে পারবেন।নিচের স্ক্রিনসর্ট গুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবেন।

এসব আপনারা বুঝে নিবেন।তারপর ওখান থেকে manage এ ক্লিক করুন!

তারপর এমন একটি পেজ ওপেন হবে।

এখান থেকে আপনি আপনার প্রোফাইলের ছবি দিতে পারবেন।তারপর আপনার নাম পরিবর্তন করতে পারবেন।এখানে আপনি আপনার বয়স দিতে পারবেন।আর আপনার সম্পর্কে অনেক কিছু দিতে পারবেন।

তারপর একটু নিচ গেলে আপনি আপনার একাউন্ট ডিলিট করাতে পারবেন।না বুঝলে স্ক্রিনশট দেখুন।

একটা কথা ভুলে গেছে এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।এটা গেলো প্রোফাইল মেনেজের কথা।

এখন দেখাবো কিভাবে আপনি এখান থেকে টাকা উইথড্রো দিতে পারবেন।

তার জন্য আবারো ডানপাশের লোগোতে ক্লিক করুন।তারপর wallet ক্লিক করুন

তারপরে এমন একটি পেজ ওপেন হবে।

এখান থেকে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন।তারপর একটু নিচে গেলে withdraw করার অপশন দেখতে পারবেন।

এখানে একটা কথা বলে রাখা ভাল নগদের নিলে আপনি 300 টাকা হলে উইথড্র দিতে পারবেন।তার সাথে সাথে এডমিনকে 20% টাকা দিতে হবে।

তারপর ওখানে আপনার নাম্বারটা দিন এবং ওইটাতে ক্লিক করুন।আমার যেহেতু এই সাইটে পর্যাপ্ত ব্যালেন্স নেই সেটা আমি বুঝতে পারলাম না।না বুঝলে নিচের স্ক্রীনশট গুলো দেখুন।

কিভাবে আপনি এই সাইট থেকে উইড্রো দিতে পারবেন।

আর হ্যাঁ এখান থেকে আপনি কিন্তু রেফার করে টাকা ইনকাম করতে পারবেন।রেফার করার জন্য ডানপাশের লোগোতে ক্লিক করুন। তারপর reffer ক্লিক করুন।না বুঝলে নিচের স্ক্রীনশট গুলো দেখুন।

তারপর এমন একটি পেজ ওপেন হবে।

এখান থেকে আপনি আপনার রেফার লিংক কপি করতে পারবেন।পরে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন।

তারপর আপনার যদি ডান পাশের 3ডট লাইনে ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন দেখতে পারবেন।যেগুলো আপনার জানার দরকার নেই।

 

পরিশেষে একটা কথা বলি যে অনলাইন থেকে টাকা ইনকাম করা অতটা সোজা না যতটা আপনারা ভাবেন অনেক শ্রম ব্যয় হয়। আজকে আর নয় দেখা হবে নতুন কোন আর্টিকেলে। (আল্লাহ হাফেজ)

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আমার ঠিকানা কবর...