ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায়

আমরা আমাদের নানা প্রয়োজনে ফেসবুক ব্যবহার করে থাকি। কেউ পড়াশোনা করার জন্য আবার কেউবা ব্যবসায়িক কাজের জন্য ইত্যাদি।অনেকেই ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে। কিছু কিছু ভিডিও এমন হয় যা প্রয়োজনীয় অর্থাৎ বারবার দেখার প্রয়োজন হয়। যার কারণে এমবি বেশি খরচ হয়। এমন অনেক ভিডিও আছে যেমন পড়াশোনার ভিডিও, রেসিপি পদ্বতি ইত্যাদি।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

এসব ভিডিও একবার দেখলে হয় না,বরং বারবার দেখতে হয়।যার কারণে অনেক এমবি খরচ হয়। আজ আমি আপনাদের এমন একটি এপস সম্পর্কে বলবো যার মাধ্যমে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যাবে।

শুধু ফেসবুকের ভিডিও ডাউনলোড করা  যায় তা কিন্তু নয়। বিস্তারিত জানতে পুরো আর্টিকেলটি পড়ুন। এতে এবমিও সাশ্রয় হবে।এপটির নাম হলো pure video downloader।

ভিডিও ডাউনলোড করার উপায় নিচে দেওয়া হলো:

  1. প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করে pure video downloader লিখুন।
  2. তারপর এপসটিতে ক্লিক করে ডাউনলোড করুন।
  3. ডাউনলোড করা হয়ে গেলে এপসটিতে ঢুকুন।
  4. তারপর ঐখানে হোম এ বিভিন্ন ধরনের সাইট আছে। যেমন ফেসবুক, টুইটার,ইন্সটাগ্রাম ইত্যাদি।
  5. আপনি চাইলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই ডাউনলোড করতে পারবেন।
  6. ফেসবুক থেকে ডাউনলোড করার জন্য ফেসবুকে ক্লিক করুন। 
  7. তারপর ঐখানে log in করতে বলা হবে।
  8. লগইন করার পর আপনি চাইলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই ডাউনলোড করতে পারবেন।

আপনি চাইলে add বারে ক্লিক করে বিভিন্ন লিঙ্ক  add করে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন।আবার চাইলে সার্চ বারে ক্লিক করে যেকোনো লিঙ্ক সার্চ দিয়ে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন।

আশা করছি বুঝতে পরেছেন। ভুল হলে দয়া করে ক্মার দৃষ্টিতে দেখবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
MD HABIBUR RAHMAN - Aug 27, 2021, 6:27 AM - Add Reply

hi everyone. I'm a Bangladeshi Content Creator. I'm Making Youtube Video About Freelancing Outsourcing and Web Design Development. My youtube Channel Name : Adnan Habib

My Channel Link: https://www.youtube.com/adnanhabib

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ