অনলাইনে লেখাপড়া করার একটি কার্যকরী সাইট

করোনার উপদ্রবের কারণে গত দেড় বছর ধরে স্কুল কলেজ বন্ধ রয়েছে। যার কারণে শিক্ষা ব্যবস্থার অনেক ক্ষতি হয়েছে।করোনার এই সময়ে অনলাইন থেকে না পড়লে সেই ক্ষতি মেটানো যাবে না।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

পড়াশোনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পড়াশোনা ছাড়া জাতির ভবিষ্যত গড়ে উঠতে পারবেনা। তাই জাতির উন্নতির জন্য পড়াশোনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। 

তাছাড়া পড়াশোনা ছাড়া কোনো মানুষ মানবিক গুণ অর্জন করতে পারবেনা।আজ আমি আপনাদের পড়াশোনার একটি জনপ্রিয় প্লাটফর্ম সম্পর্কে অবগত করব।

আপনাদের অনেকেই হয়ত অনলাইনে সন্তানদের পড়াতে চান। কিন্তু একটি সন্দেহ থেকে যায় যে ভালো করে পড়ানো হচ্ছে কিনা।আজ আমি যে প্লাটফর্ম সম্পর্কে বলব আপনারা চোখ বন্ধ করে তাদের উপর ভরসা করতে পারবেন। 

প্লাটফর্মটির নাম হল টেন মিনিট স্কুল। টেন মিনিট স্কুলের একটি অ্যাপ আছে। আপনারা চাইলে সেটা ডাউনলোড করতে পারেন কিংবা ওয়েবসাইটে পড়তে পারেন। নিচে অ্যাপ এবং ওয়েবসাইট দুটির লিঙ্ক দেওয়া হলো-

App name: 10 minutes School -Online Educatonal course

App link: https://play.google.com/store/apps/details?id=com.a10minuteschool.tenminuteschool

Website link: https://www.10minuteschool.com/

নিচে অ্যাপ সম্পর্কে লিখা হলো-

প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে 10 minute school লিখবেন। তারপর অ্যাপটি ডাউনলোড করবেন।

আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে।

রেজিস্টার করার জন্য আপনার ফোন নম্বর অথবা ইমেইল দিবেন। তারপর আপনার নাম দিতে হবে ইত্যাদি যা চাইবে তাই দিবেন। তারপর পাসওয়ার্ড আর নম্বর অথবা ইমেইল দিয়ে লগইন করবেন। 

এরপর আপনাকে শ্রেণি বাছাই করতে হবে। আপনে যে শ্রেণিতে পড়েন সেটা বাছাই করবেন। 

তারপর ঐখানে আপনার শ্রেণীর সাবজেক্ট গুলো দেখাবে। আপনি যেই সাবজেক্ট পড়তে চান সেটি সিলেক্ট করবেন।

এরপর ঐখানে আপনার সিলেক্ট করা সাবজেক্টের বিভিন্ন ক্লাস দেখাবে।আপনার যেইটা ইচ্ছে সেটি পড়তে পারবেন।

আপনি ঐখানে বিভিন্ন বিষয়ের উপর কুইজ দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। 

ঐখানে বিভিন্ন কোর্স রয়েছে। যেগুলো টাকা দিয়ে কিনতে হবে। যেমন Spoken English , kids English, English Grammer ইত্যাদি।আপনি ঐ কোর্সগুলো কিনে পড়তে পারবেন।আবার অনেক সময়ই ডিসকাউন্ট দেয়। 

কোর্স কিনতে হলে প্রথমে আপনি যে কোর্সটি কিনবেন তার উপর ক্লিক করবেন। তারপর যদি কোনো প্রোমো কোড থাকে তাহলে সেটা দিবেন। তারপর কিনুন এ ক্লিক করবেন। বিস্তারিত জানার জন্য নিচের ভিডিওটি দেখুন https://youtu.be/ccY4-7zJ-e8

আর আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন। যার মাধ্যমে অফলাইনেও ভিডিও গুলো দেখতে পারবেন।

ঐখানে বিভিন্ন বইয়ের স্টোর আছে। আপনি চাইলে টাকা দিয়ে সফটকপি ডাউনলোড করতে পারবেন। 

ঐখানে বিভিন্ন ধরনের ব্লগ আছে। বিভিন্ন ধরনের শিক্ষনীয় টিপস ও আছে। আপনি ঐগুলো পড়তে বা শুনতে পারবেন।

তাহলে বুঝলেন তো কত ধরনের সুবিধা রয়েছে এ প্লাটফর্মটিতে। এসব ছাড়া প্রতিবছর বিভিন্ন ধরনের কোর্স করা হয় এই প্লাটফর্মটিতে। এই প্লাটফর্মটির অনেকগুলো ফেসবুক গ্রুপ আছে ঐখানে অ্যাড থাকলে আপনি বিস্তারিত জানতে পারবেন।নিচে ঐগুলোর লিঙ্ক আর নাম দেওয়া হলো 

1.10 minute School Live: https://www.facebook.com/groups/10MinuteSchoolLIVE/?ref=share

2.10 minute school English Language Club: https://www.facebook.com/groups/610370219165081/?ref=share

3.10 minute school skill development lab:https://www.facebook.com/groups/10MinuteSchoolSkillDevelopment/?ref=share

4.10 minute school science club: https://www.facebook.com/groups/10MinuteSchoolScienceClub/?ref=share

এছাড়া আরো অনেক গ্রুপ আছে। ফেসবুকে গিয়ে 10 minute school সার্চ দিলে হবে।

এবছর ও তারা বিভিন্ন কোর্স নিয়ে এসেছে। এইচএসসি 2021 দের জন্য নিয়ে এসেছে hsc 2021 crash course।এই কোর্সটি ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত এসেছে। সম্পূর্ণ শর্ট সিলেবাসের উপর ক্লাস নেওয়া শেষ। যদিও সব ক্লাস নেওয়া শেষ। তারপরও এখন ভর্তি হলে সব রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে। কোর্সটির লিঙ্ক : https://10ms.io/hsc27।

মাত্র ১২০০টাকায় সম্পূর্ণ শর্ট সিলেবাস।

এইচএসসি ২০২২ দের জন্য নিয়ে এসেছে hsc 2022 crash course। জুন থেকে কোর্সটি শুরু হয়েছে। এখনও কোর্সটি চলছে। কোর্স লিঙ্ক: https://10minuteschool.com/special/hsc-crash-course-2022?aff=fbg10304

মাত্র ১৫০০ টাকায় শর্ট সিলেবাস শেষ করিয়ে দিবে। তাছাড়া ১৪ তারিখ পর্যন্ত অফার দেওয়া হয়েছে। ১৫০০ টাকার কোর্স একটি promo code দিলেই পেয়ে ১২০০ টাকায় পাওয়া যাবে। promo code: hsc300।

এসএসসি ২০২২ দের জন্য ও কোর্স আনা হয়েছে। ssc 2022 crash course..ফেসবুকে সার্চদিলে বিস্তারিত পাওয়া যাবে।

টেন মিনিট স্কুলের মাধ্যমে আরও অনেক সেবা পাওয়া যায়।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Siyam - Mar 25, 2022, 8:03 AM - Add Reply

Good

You must be logged in to post a comment.
Shakil Mollik - Mar 27, 2022, 6:48 PM - Add Reply

Tnx

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ