আগামী স্টুডেন্ট সেভিং একাউন্ট/ফ্রী স্টুডেন্ট একাউন্ট

ব্র্যাক ব্যাংক আগামী স্টুডেন্ট একাউন্টের সুযোগ সুবিধা :

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

১.কোনো একাউন্ট রক্ষণাবেক্ষণ ফি নেই।

২. বিনামূল্যে মাল্টি-কারেন্সি ভিসা ডেবিট কার্ড সুবিধা।

৩. যেকোনো ব্যালেন্সে মাসিক সুদ উপার্জনের সুযোগ।

৪. বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।

৫. বিনামূল্যে চেক বই।

৬. Agami এবং TARA Agami অ্যাকাউন্টধারীদের জন্য ডেবিট কার্ড লেনদেনে বৃহস্পতিবার দ্বিগুণ পুরস্কার পয়েন্ট।

৭. ২৫০ টাকা জমা দিয়ে একাউন্ট খোলা।(ভিসা কার্ড পাওয়ার পরে উইথড্র করে নিতে পারবেন)

ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্টের প্রয়োজনীয় কাগজপত্র:

১. NID কার্ডের ফটকপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।

২. মা/বাবার NID কার্ডের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ১ কপি ছবি।

৩. ইনকাম ডকুমেন্ট।

৪. স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি।(যদি না থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট থেকে ছবি সহ প্রত্যয়ন পত্র)

৫. নমিনীর NID কার্ডের ফটোকপি ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।

৬. ইউটিলিটি বিলের ফটোকপি।

৭. ই-টিআইএন/টিআইএন সনদ।(যদি থাকে)

৮. ইউটিলিটি বিলের ফটোকপি।(যদি থাকে)

৯. ২৫০ টাকা জমা রাখতে হবে।(ভিসা কার্ড পাওয়ার পরে উইথড্র করেতে পারবেন)

কোনটি আপনার জন্য বেস্ট স্টুডেন্ট একাউন্ট:

১. এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট।(যদি আপনি শহরে থাকেন এবং ডুয়েল কারেন্সি ডেভিড কার্ড প্রয়োজন হয় তাহলে আপনার জন্য বেস্ট স্টুডেন্ট একাউন্ট হলো এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট)

২. ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট।(যদি আপনার বাসার কাছে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ ও ব্র্যাঞ্চ থাকে এবং ডুয়েল কারেন্সি ডেভিড কার্ড প্রয়োজন হয় তাহলে আপনার জন্য বেস্ট স্টুডেন্ট হলো একাউন্ট ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট)

৩. ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট।(যদি আপনার বাসার কাছে ইসলামী ব্যাংকের ব্র্যাঞ্চ ও বুথ থাকে তাহলে আপনার জন্য ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট বেস্ট স্টুডেন্ট একাউন্ট)

৪. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক স্টুডেন্ট একাউন্ট।(যদি আপনার বাসার কাছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ ও ব্র্যাঞ্চ থাকে এবং আপনি বীমা কভারেজ সুবিধা নিতে চান তাহলে এইটা আপনার জন্য বেস্ট)

এর পরেও কারো কিছু জানার থাকলে ইনবক্স করেন অথবা Easy Tech Master আমার ইউটিউব চ্যানেলে গিয়েও এই সম্পর্কে জানতে পারবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ