শিখে ফেলুন ১০ মিনিটেই এম এস ওয়ার্ড

এমএসওয়ার্ডকি?

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

এমএস ওয়ার্ড হলো মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট কর্তৃক তৈরি কৃত একটি ওয়ার্ড প্রসেসিং মাইক্রোসফটকে সংক্ষেপে বলা হয় এমএস ওয়ার্ড। আর এটা হলো একটা প্রসেসিং প্রোগ্রাম।এর সাহয্যে যেকোনো ধরনের ডকুমেন্ট, যেমনঃ লেখালেখি, হালকা ডিজাইন করা এবং যেকোন ধরনের ডিজাইন ইত্যাদি প্রিন্ট করা হয়।

মাইক্রোসফট ওয়ার্ড এটি 1983 সালে জেনিটিক্স সিস্ট্রেমের জন্য মাল্টিটুল ওয়ার্ড নামে বাজারে ছারা হয়।পরবর্তি কালে আবিএম সহ বিভিন্ন প্রাটফর্মের জন্য পরে এটি বানিজ্যিক ভাবে বাজারজাত করা হয়।

এমএসওয়ার্ডচালুকরারনিয়ম

আমার আমাদের কম্পিউটারে কয়েটি নিয়মে আমারা এমএস ওয়ার্ড চালু করতে পারি যেমানঃ প্রথমে আমদের মাউজ পয়েন্টার মনিটরের যেকোনো ফাকা যায় গায়রেখে, মাউজের ডানবাটন/ ওপশেনাল বাটোনে ক্লিক করলে কিছু অফসন ভেশে আসবে।

তারপরে শেখান থেকে New  ক্লিক করে Microdoft office word Document এ ক্লিক করলে হাপনা কাংখিত ডকুমেন্ট ওপে হবে।

দ্বিতীয় উপায় এমএসওয়ার্ডওপেন করার নিয়ম।

মনিটর থেকে Stat বাটনে ক্লিক করলে অনেক অফসোন আসবে সেখান থেকে Microdoft office word Document এ ক্লিক করলে হাপনা কাংখিত ডকুমেন্ট ওপে হবে।

মেনুবার কি?

মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার সাথে সাথে যে পেইজ টি ডিসপ্লে হয় তার উপরের অংশে সাধারনত 09টি মেনু ভেশে থাকে তাকেই মেনু বলে।

মেনুবারে সাধারনত 09টি মেনু থাকে যেমান-

  1. Office Button
  2. Home Button
  3. Insert Button
  4. Page Layout
  5. References
  6.  Mailings
  7. Review
  8. View
  9. Add-Ins

 উপরের প্রতিটি বারে কাজ আলাদার আলাদা হয়ে থাকে। প্রতিটি মেনু বারের ভিতরে আলাদা করে সাব মেনু থাকে।

মেনুবারের কাজ কী?

মেনুবারে কাজ হলো আমাদের টাইপকিত ডকুমেনটি সুন্দর করে ফুটিয়ে তুলতে আলাদা আলাদা মেনু, সাব মেনু ব্যবহার করতে হয়।

এগুলোর ব্যবহার করে আমার  আমাদের ডকুমেটি সুন্দর করার জন্য ব্যবহার করতে হয়।

Office Button- এর ভিতরে যে সাবমিনু আছে তা নিন্মে দেখালো হলো।

New এর কাজঃ হলো নতুন কোন ডকুমেন্ট ওপেন করতে আমরা প্রথমে ওফিস বাটনে ক্লিক  করে ব্লাংক অফসনে ক্লিক করে ক্রিয়েট অফসনে ক্লিক করলে নতুন পেইজ ওপেন হবে।

Open : কাজ

Open কোন ডকুমেন্ট এম এস ওয়ার্ড চালু অবস্থা ওপেন করতে চাইলে Open বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের যে ফাইলে ডকুমেন্ট আছে সেখান থেকে আমাদের ডকুমেন্টের ফাইটি ওপেন করে নিতে হবে।

Save: কাজ

Save আমরাকোন ডকুমেন্ট এম এস ওয়ার্ড চালু অবস্থা লেখা গুলো Save  করতে চাইলে ‍save  এ ক্লিক করলে Save হয়ে যাবে।

Save As: কাজ

Save As এর কাজ একটি ডকুমেন্ট লেখার পরে বিভিন্ন যায়গায় বিভিন্ন নামে Save কররার জন্য ব্যবহার করা হয়।

Print এর কাজ

কোন ডকুমেন্ট প্রিন্ট করার জন্য প্রিন্ট অপসনে গিয়ে প্রিন্ট দিতে হয়।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ