বাংলা ভাষায় আর্টিকেল লিখে আয় করার বিশ্বস্ত ৫ টি সাইট

উন্নত দেশগুলোতে আর্টিকেল লিখে আয় করা একটি মূল পেশা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি ভিন্ন। আমরা আমাদের লেখা আর্টিকেল সমূহ ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকি। যদি এই আর্টিকেলগুলো আমরা কোন বাংলা সাইটে প্রকাশ করতাম তাহলে আমাদের কিছু অতিরিক্ত ইনকাম আসতো। বাংলাদেশও আর্টিকেল আয় করার জন্য অনেক সাইট রয়েছে। তবে সব সাইটই বিশ্বস্ত নয়। অর্থাৎ আপনাকে দিয়ে কাজ করিয়ে নিবে ঠিকই কিন্তু পেমেন্ট দেবে না। তাই আমি আজ আপনাদেরকে বাংলা আর্টিকেল লিখে আয় করার বিশ্বস্ত ৫ টি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

বাংলায় আর্টিকেল লিখে ইনকাম করার পাঁচটি সাইট :

  • জে আইটি
  • টেকটিউনস
  • ইনকাম টিউনস
  • প্রতিবর্তন.কম
  • গ্রাথোর

১. জে আইটি থেকে ইনকাম :

আমার দেখা সবচেয়ে বিশ্বস্ত সাইট হচ্ছে জে আইটি আর্নিং প্রোগ্রাম। এখানে আপনি আর্টিকেল লিখে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই জে আইটির নীতিমালা অনুসারে আর্টিকেল লিখতে হবে। না হলে আর্টিকেল প্রকাশ হবে না।

জে আইটি আর্নিং প্রোগ্রামে আর্টিকেল প্রকাশ হওয়ার জন্য শর্ত :

  • আর্টিকেলটি 100% ইউনিক হতে হবে। অর্থাৎ নিজস্ব হতে হবে, অন্য কোথাও থেকে কপি করলে হবে না।
  • একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে।
  • আর্টিকেলটি কমপক্ষে 350 ওয়ার্ড এর হতে হবে।
  • আর্টিকেল বাংলা ভাষায় লিখতে হবে।

কত টাকা আয় করতে পারবেন :

আপনার লেখা আর্টিকেলে 1000 ইউনিক ভিউ হলে আপনি ৫০০ টাকা পাবেন। এছাড়াও জে আইটি আর্নিং প্রোগ্রাম থেকে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন। এবং একটি আর্টিকেল থেকে  সর্বোচ্চ ৩০০০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

জে আইটি আর্নিং প্রোগ্রাম থেকে কিভাবে টাকা উত্তোলন করা যাবে :

সবথেকে মজার মিষয় হলো এখানে 20 টাকা হলেই আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে এবং 100 হলেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

  • মোবাইল রিচার্জ
  • বিকাশ
  • রকেট
  • নগদ
  • শিওর ক‌্যাশ
  • পেটিএম

২. টেকটিউনস থেকে ইনকাম :

বাংলা ভাষায় সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া হলো টেকটিউনস। টেকটিউনসে আর্টিকেল লিখে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি ভিডিও, অডিও, ফটো, লিঙ্ক ও স্ট্যাটাস শেয়ার করে ইনকাম করতে পারবেন।

টেকটিউনসে আর্টিকেল লিখে কত টাকা আয় করা যায় :

আপনার আর্টিকেল এর মানের উপর নির্ভর করে আপনি টাকা পাবেন। আর্টিকেল প্রতি আপনি 100 থেকে সর্বোচ্চ 2500 টাকা আয় করতে পারবেন।

৩. ইনকাম টিউনস থেকে ইনকাম :

ইনকাম টিউনস অনলাইন আয় সম্পর্কিত একটা সাইট। তবে এতে আর্টিকেল লেখার টপিক সীমিত। আপনি শুধুমাত্র অনলাইনে আয় ও ফ্রিল্যান্সিং টপিকের উপর আর্টিকেল লিখতে পারবেন।

ইনকাম টিউনস থেকে কত টাকা আয় করতে পারবেন :

সাধারণ আর্টিকেলের জন্য 10 টাকা ইউনিক আর্টিকেল এর জন্য 50 থেকে 100 টাকা পেতে পারেন।

ইনকাম টিউনস থেকে টাকা উত্তোলনের মাধ্যম :

  • বিকাশ
  • রকেট
  • নগদ
  • মোবাইল রিচার্জ

ইনকাম টিউনস থেকে আপনি আর্টিকেল লিখে, রেফার করে, কমেন্ট করে ও পোস্ট করে ইনকাম করতে পারবেন।

৪. প্রতিবর্তন.কম থেকে ইনকাম

প্রতিবর্তন.কম সাইটের বয়স বেশি না হলেও এটি ইতিমধ্যে লেখকদের বিশ্বাস অর্জন করেছে। প্রতিবর্তন.কম এ আর্টিকেল প্রকাশ হওয়ার 2 ঘন্টার মধ্যে টাকা আপনার একাউন্টে পৌঁছে যাবে। এই সাইটের একটি সুবিধা হলো এটি ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু করেছে।

প্রতিবর্তন. কম এ আর্টিকেল লেখার নিয়ম :

  • আর্টিকেল 100% ইউনিক হতে হবে।
  • আর্টিকেলে সর্বনিম্ন 700 ওয়ার্ড থাকতে হবে।

 প্রতিবর্তন.কম থেকে কতো টাকা ইনকাম করতে পারবেন :

700 বা তার বেশি ওয়ার্ডের আর্টিকেল এর জন্য আপনাকে 30 টাকা এবং 1000 বা তার বেশি ওয়ার্ডের আর্টিকেলের জন্য আপনাকে 50 টাকা দেওয়া হবে।

৫. গ্রাথোর থেকে ইনকাম

গ্রাথোর অন্য সব সাইটের থেকে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রাথোর আপনার আর্টিকেলে মান অনুযায়ী টাকা দিয়ে থাকে। আপনার আর্টিকেলটি অবশ্যই 350 ওয়ার্ডের হতে হবে।

গ্রাথোরে আর্টিকেল লেখার টপিক সমূহ :

  • খবর
  • টিউটোরিয়াল
  • ব্লগ
  • গল্প
  • বিনোদন
  • কবিতা
  • খেলাধুলা
  • অনলাইন আয়
  • ফ্রিল্যান্সিং

গ্রাথোরে প্রতিটি আর্টিকেলের জন্য আপনি 8 থেকে 100 টাকা পর্যন্ত পেতে পারেন। গ্রাথোর থেকে টাকা উঠানোর জন্য আপনার একাউন্টে কমপক্ষে 1000 টাকা থাকতে হবে।

গ‌্রাথোর থেকে টাকা উত্তোলনের মাধ্যম :

  • বিকাশ
  • রকেট
  • ব্যাংক একাউন্ট

শেষ কথা :

উপরোক্ত সকল সাইটই 100% পেমেন্ট করে থাকে। সব সাইটগুলোই বাংলাদেশি। আপনি তাই সহজেই বাংলাদেশী পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। সকল সাইটের টাকা  উত্তোলনের মাধ্যম উপরে দেওয়া আছে।

তাই আশা করি পেমেন্ট নিয়ে কোন সমস্যা হবে না। তাহলে আর দেরি কেন আজ থেকেই আর্টিকেল লেখা শুরু করুন। আর অনলাইন ‌থেকে ইনকাম করুন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Adobe Editing - Apr 27, 2021, 10:07 PM - Add Reply

খুব ভালো

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ