অনলাইন থেকে টাকা ইনকামের জনপ্রিয় কয়েকটি মাধ্যম - বিস্তারিত দেখুন

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই । আশা করি সবাই ভালো আছেন । এর আগে আমি অনলাইনে ইনকাম সম্পর্কে একটি পোস্ট করেছিলাম । যেখানে অনলাইনে ইনকামের জনপ্রিয় কয়েকটি মাধ্যম নিয়ে আলোচনা করেছি ।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

যেমন : ভিডিও দেখে ইনকাম,পিটিসি সাইট থেকে ইনকাম ইত্যাদি । তো আজকের এই পোস্টে আমি আরও বেশ কিছু অনলাইন ইনকাম সম্পর্কে বলবো । চলুন শুরু করা যাক আজকের এই পোস্ট : 

অনলাইনে ইনকাম করার অনেক ওয়েবসাইট রয়েছে । যেখানে আপনি গেম খেলে, ভিডিও দেখে, লেখা লেখি সহ আরও অনেক ধরনের কাজ করে আয় করতে পারবেন ।

তন্নধ্যে আমি এর আগের পোস্টে এই নিয়ে আলোচনা করেছি । আজকে আরো বেশ কিছু নতুন ওয়েব সাইট সম্পর্কে আপনাদের জানাবো । 

1. শর্ট লিঙ্ক শেয়ার করে ইনকাম?

শর্ট লিঙ্ক বলতে আপনাকে একটি ওয়েবসাইটের লিঙ্ক ছোট করতে হবে । এর জন্য আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে ।

প্রথমত যে ওয়েবসাইটগুলো শর্ট লিঙ্ক এর বিনিময়ে টাকা দিয়ে থাকে সেখানে একটি একাউন্ট খুলতে হবে । এরপর আপনার সামনে অনেক গুলো ওয়েবের লিঙ্ক শো করবে ।

যে লিঙ্কটি শর্ট করতে চান সেখানে ক্লিক করুন । আপনার সামনে একটি পেজ আসবে । সেখানে অনেক গুলো এড দেখতে পাবেন ।

যেকোন একটি সিলেক্ট করে একটি ক্যাপচা পুরন করুন । তারপর নিচের দিকে লক্ষ্য করুন একটি কোড শো করতেছে সেখানে ক্লিক করুন । এবার আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে ।

সেখানে ১০ সেকেন্ড অপেক্ষা করলে আপনি আবার আরেকটা কোড দেখতে পাবেন । সেখানে ক্লিক করুন । এভাবে ৫-৬ বার ক্লিক করলেই আপনার লিঙ্ক শর্ট হয়ে যাবে ।

তবে কিছু ব্যাতিক্রমও রয়েছে । সেখানে আপনাকে ভিন্ন নিয়মে লিঙ্ক শর্ট করতে হবে । 

শর্ট লিঙ্ক শেয়ার করে ইনকাম সাইট :

১. viefaucet.com

২. autoclaim.in

৩. autolitecoin.xyz 

2. লেখালেখি করে টাকা ইনকাম?

বর্তমানে অনলাইনে জনপ্রিয় একটি মাধ্যম হলো লেখা লেখি করে ইনকাম । আপনি যদি ভালো লিখতে পারেন তাহলে লেখালেখি করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ।

এখানে আপনি বিভিন্ন বিষয়ে লিখতে পারেন । যেমন : গল্প, টিপস এন্ড টিউটোরিয়াল, অনলাইনে ইনকাম ইত্যাদি ।

লেখালেখি করার জন্য কোন ধরা-বাধা নিয়ম থাকবে না । আপনার যা ইচ্ছা আপনি লিখতে পারবেন । এখন প্রশ্ন হলো আপনি কোথায় লিখবেন । লেখালেখি আপনি নিজের ব্লগে করতে পারবেন অথবা নিচের ওয়েবসাইট গুলিতেও করতে পারবেন ।

তবে আপনি যাই লিখুন না কেন সেটা যাতে মানসম্মত হয় । অর্থাৎ পাঠকগণ আপনার লেখা পড়ে উপকৃত হয় বা আনন্দ পায় এরকম লেখা লিখতে হবে ।

আর আপনার লেখার টাইটেলের দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে । কারন আপনার লেখায় কি আছে সেটা একমাত্র টাইটেল এর মাধ্যমে প্রকাশ পায় ।

একটি সুন্দর ও মানসম্মত লেখা লিখতে পারলে আপনি ১০-১০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন ।

লেখালেখি করে টাকা ইনকাম সাইট :

১. blog.jit.com.bd

২. seniorbd.com  

3. রেফার করে টাকা ইনকাম?

রেফার করে টাকা ইনকাম সম্পর্কে আমরা অনেকেই জানি । কিন্তু অনেকেই আছে যারা রেফার কী সেটা বোঝে না । একটি উদাহরণ এর মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক ।

ধরুন আপনি একটি ওয়েবসাইটে কাজ করছেন । সেই ওয়েবসাইট থেকে আপনাকে একটি লিংক বা কোড দেওয়া হবে ।

ওই লিংক বা কোড দিয়ে যদি কেউ সেই ওয়েবসাইটে একাউন্ট খুলে তাহলে আপনাকে সন্মাননা স্বরুপ কিছু টাকা দেওয়া হবে । আর এটাকেই রেফার বলে । রেফার করে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন ।  

রেফার করে ইনকাম সাইট :

১. honeygain.com

২. btcadspace.com

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ