প্রতিদিন অন্তত ২০০ টাকা আয় করুন এন্টারটেইনমেন্ট এর ফাঁকে

অ্যাপ এর মাধ্যমে অনলাইনে আয় করা যায় ? কথাটা কি সত্যি? হ্যা বন্ধুরা কিছু কিছু অ্যাপ রয়েছে যেখানে অনলাইনে আয় করার কিছু সুযোগ থাকে। অনেক সময় এগুলো তাদের প্রমোশনের জন্য দিয়ে থাকে আবার অনেকেই এটাকে তাদের ব্যবসার হাতিয়ার হিসেবে তৈরী করে নেয়। 

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আজকে যে একটি বিষয় আলোচনা করছি সেটি হচ্ছে তাদের ব্যবসার প্রমোশনের জন্য এই টাকাটা মূলত দিয়ে থাকে। আপনি যদি এই অ্যাপ থেকে ইনকাম করতে চান তাহলে বেশ কিছু স্টেপ অবলম্বন করে আপনাকে আয় করতে হবে।

কেমন হবে এমন একটা অ্যাপ আপনি ইনস্টল করলেন, যেখানে আপনি খবর দেখতে পারেন, গান শুনতে পারেন, মুভি দেখতে পারেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারেন, এছাড়াও যদি সেই অ্যাপ টা দিয়ে আনলিমিটেড টাকা আয় করা যায়, অবাক হচ্ছেন? প্রথমে আমিও অবাক হয়েছিলাম। কিন্তু অ্যাপ টা ইনস্টল করার পর বুঝলাম এটি সত্যিই অসাধারণ একটি মোবাইল অ্যাপ।

বর্তমানে অনলাইনে ইনকামের কথা মনে হলেই মনে হয় প্রতারণার কথা। আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রচার ফাঁদে পড়ে বিভিন্ন জায়গায় কাজ করি কিন্তু শেষমেশ সে টাকাটা আমরা আর তুলতে পারিনা। হয়তো কোম্পানি পালিয়ে যায় নয়তোবা ব্লক করে দেয়।

যাই হোক আজকে যে এটি নিয়ে আলোচনা করছি সেটি কিন্তু সেরকম কোনো এপ নয়। এটি খুবই বিস্বস্থ একটি এপ। এবং প্রতিনিয়ত রীতিমতো পেমেন্ট করে যাচ্ছে।

আপনারও পাবেন আমার কথা বিশ্বাস না হলে আপনি এই ব্যাপারে একটু গবেষণা করুন। তাহলে সব বুজতে পারবেন।

এইবার জেনে নিন কিভাবে কাজ করবেন। সব দেখে শুনে ভালো লাগলে কাজ করবেন।

তবে আগেই বলে নেই এই অ্যাপ এ ৫০ টাকা বোনাস পেতে অবশ্যই রেফার কোড দিতে হবে। না দিলে ৫০ টাকা পাবেন না।

অ্যাপটির নাম হল Ring Id । এটি একটি বাংলাদেশী সোশ্যাল মিডিয়া এপ্স। (Facebook+imo+Mobile TV)=Ring Id
এটাতে ৩০ টি মত লাইভ টিভি চ্যানেল আছে, ইমু হোয়াটসএপ মেসেঞ্জার এর মত সব সুবিধা একসাথেই আছে। এছাড়াও এখানে রয়েছে আরও অনেক নিত্য নতুন ফিচার।

কিভাবে Ring ID এপ্স থেকে ইনকাম করবেন?

Ring ID এপ্স থেকে 200 টাকা থেকে যত খুশি ইনকাম করে নিন খুব সহজে। এখান থেকে ইনকাম করতে হলে আপনাকে যা যা করতে হবে:

Play store থেকে RingID (23 mb) সার্চ করে ডাউনলোড করুন,

এপ্স টা ওপেন করুন।

এপ্স ওপেন করার পর মোবাইল নাম্বার দিন box তে

তারপর Send Code ক্লিক করবেন।

তারপর আপনার মোবাইলে কোড আসবে সেই কোড দিয়ে ভেরিফাই করবেন।

এরপর আপনার নামের box তে আপনার নাম দিন

তারপর পাসওয়ার্ড দিবেন। (পাসওয়ার্ড ৮ অক্ষর হতে হবে এবং সংখ্যা থাকতে হবে)।

পাসওয়ার্ড আবার লিখে, এরপরে Done ক্লিক করুন।

এরপরে আপনার আইডি রেফার কোড পাবেন,

এটা দিয়ে আপনি অন্যদের রেফার করাতে পারবেন।

এরপর কয়েকটি স্লাইড/ছবি আসবে। এগুলোতে আলতো ক্লিক করুন।

এরপর Add Referer নামে একটা box আসবে।

৫০ টাকা বোনাস পেতে হলে অবশ্যই আপনাকে এই বক্সে এই 28957694 কোডটা দিয়ে Refer Now তে ক্লিক করতে হবে।

28927694 এই কোড দিয়ে Refer Now করলে সাথে সাথে ৫০ টাকা পেয়ে যাবেন। কোড না দিলে টাকা আসবেনা।

আমার রেফারে একাউন্ট খুলছেন এটা আমার লাভ, এজন্য আমি 20 টাকা পাব, আপনি 50 টাকা পাবেন।

এইভাবে আপনি যদি আপনার রেফার কোড/আইডি কোড দিয়ে যদি 9জন কে জয়েন করাতে পারেন তাহলে 9*20=180।

আগের বোনাস 50 টাকা সহ 200 টাকা ইনকাম হয়ে যাবে অনায়াসেই। 200 এর নিচে ক্যাশ আউট হয়না, এজন্য 200 টাকা ব্যালান্স করতে হবে।

কিভাবে টাকা তুলবেন

এই এপ থেকে বিকাশ বা রকেটের মাধ্যমে টাকা তুলতে পারবেন।

কিভাবে বন্ধুদের রেফার করবেন?

এখন কথা হলো আপনি কিভাবে বন্ধুদেরকে রেফার করবেন? কঠিন মনে হলেউ কাজটা কিন্তু খুুবই সোজা। প্রথমেই অ্যাপ টা ওপেন করতে হবে আর উপরে থাকা বাম দিকে চারটি দাগের মেনু চিহ্নতে ক্লিক করুন। নিচে দেখুন earn free ওপশন, সেখানে ক্লিক করুন। তারপর দেখতে পাবেন start refer and earn ওপশন। এবার আপনি  এখান থেকে বিভিন্ন সোশ্যালমিডিয়াতে শেয়ার করুন। এবার যদি কেউ আপনার দেয়া রেফার কোড দিয়ে সাইন আপ করে তবে সে পাবে ৫০ টাকা, আর আপনি ২০ টাকা।

চাইলে এই এপ এর এজেন্ট হয়েও ভালো টাকা আয় করতে পারবেন।

তার জন্য আপনাকে নুন্যতম ৫০, ভোট সংগ্রহ করতে হবে।
এবং ১০০০ টাকা জামানত দিতে হবে। আপনি পরবর্তীতে ১০০০, টাকা কেশ আউট করে তুলে নিতে পারবেন।
এই অপশনে আপনার ভালো লাগলে কাজ করবেন। না হয় কাজ করার দরকার নেই।

সর্বোপরি আমাদের পরামর্শঃ 

আর যদি এই অ্যাপ থেকে প্রতিদিন আয় করতে চান তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে পরিশ্রম না করলে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। অর্থাৎ আপনি যত নিত্য নতুন টেকনিক অবলম্বন করে কাজ করতে পারবেন আপনার সফলতার নিশ্চয়তা বেশি থাকবে।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

লেখক সম্পর্কেঃ