পড়ালেখায় মনোযোগী হওয়ার সহজ উপায়

আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে পড়ালেখায় কীভাবে মনোযোগ বসাবেন। বিষয়টি আপনার আমার সবার জন‍্য জরুরি অতএব শেষ পযর্ন্ত পড়বেন।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

পড়ালেখা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আর আমরা বিভিন্ন দিকে বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে পড়ালেখার প্রতি উদাসীন বা মনোযোগ হারিয়ে ফেলেছি।                              

আমাদের পড়ালেখায় মনোযোগ বসাতে হলে আমাদের ইচ্ছা শক্তি বেশি জরুরি আপনার ইচ্ছা শক্তি পারে আপনার পড়ালেখায় মনোযোগ বসাতে তো পড়ালেখায় মনোযোগ বসাতে কিছু পয়েন্ট তুলে ধরা হলো।

১। পড়ালেখার আগে ঘুমিয়ে নিতে হবে। কেননা একজন মানুষ যখন ঘুম থাকার কারণে সে পড়ালেখায় মনোযোগ বাড়াতে পারে না। সেজন্য সে যদি পড়ালেখায় মনোযোগ বসাতে চায়  তাহলে তাকে ঘুমিয়ে নিতে হবে।

২। নিরব জায়গায়  পড়তে বসা। যে জায়গায় কোন মানুষের চলাফেরা বা শব্দ শোনা যায় না এমন জায়গায়। কেননা সে জায়গায় যদি মানুষ থাকে বা কোন টিভি থাকে তাহলে আপনার পড়ালেখার মনোযোগ অন্যদিকে চলে যাবে সেজন্য আপনাকে নিরব জায়গায় পড়তে বসতে হবে।                                             

৩। বসার জায়গায় বা টেবিলে দৃষ্টি আকর্ষণ যুক্ত বস্তু সরিয়ে রাখা। যেমন আপনার বসার টেবিলে আপনার মোবাইল ফোন রয়েছে সে মোবাইল ফোন  আপনাকে চালাতে মন করবে। সেজন্য সেই মোবাইল ফোন বা দৃষ্টি আকর্ষণ জাতীয় বস্তু সরিয়ে রাখতে হবে।

৪। পড়ার মাঝে মাঝে বিশ্রাম নেয়া। কেননা বেশি সময় ধরে পড়া লেখার কারণে একঘেয়েমি চলে আসে। আর গবেষকদের মতে একজন মানুষ 40 মিনিট এর থেকে বেশি সময় একটি বিষয়ের প্রতি মনোযোগ দিয়ে থাকতে পারে না। সেজন্য পড়ালেখায় মনোযোগ বসার ক্ষেত্রে মাঝে মাঝে বিরতি নেয়া আপনার জন্য খুবই জরুরী।

৫। কৌশলে বা রুটিনমাফিক পড়ালেখা করা। যদি আপনি আপনার মনকে পড়ালেখায় মনোযোগ বসাতে চান। তবে এটি হলো সবচাইতে পাওয়ারফুল টিপস। এক্ষেত্রে আপনার পড়াটাকে সম্পূর্ণ পার্টে ভাগ করে নিতে হবে। ধরুন আপনি 150 মা মার্কের প্রশ্ন পড়বে এখন আপনি সেটিকে 50 মার্কের তিনটি ভাগে ভাগ করে নিন।

এরপর প্রথম পাঠ পড়া হয়ে গেলে দ্বিতীয় পাঠ পড়ুন। তারপর তৃতীয় পাঠ পড়ুন। এভাবে কৌশলে রুটিন মাফিক পড়ুন। এক্ষেত্রে আপনার পড়ালেখা মনোযোগ সহজে বসবে। এবং পড়ালেখায় মনোযোগ দেয়া যাবে।

তাহলে আজকে আর্টিকেল এর মাধ্যমে পড়ালেখায় মনোযোগ বর্ষার কিছু টিপস জানতে পারলাম। আশাকরি এই আর্টিকেল ধারা আপনাদের কিছু হলেও সাহায্য হবে। ইনশাআল্লাহ

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ