পিসিতে ওয়াইফাই কিভাবে চালাবেন- উপায় (ছবিসহ)

ল্যাপটপের ওয়াইফাই কানেক্ট হলেও পিসিতে তা হয় না। এর জন্য সবচেয়ে সহজ.....Pc wifi Connect wifi to pc

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

ল্যাপটপের ওয়াইফাই কানেক্ট হলেও পিসিতে তা হয় না। এর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওয়াইফাই এডাপ্টার।

খুবই সহজলভ্য একটা এক্সটার্নাল ডিভাইস। মাত্র ৯০-১০০ টাকার মধ্যেই পাবেন।

Wifi Adapter file photo Wifi Adapter

ল্যাপটপ আর পিসির অনেক সুবিধা অসুবিধার মধ্যে ওয়াইফাই অন্যতম।ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য সহজেই মোবাইল ডিভাইসের মতো ওয়াইফাই অপশন থাকে। পিসিতে এই সুবিধাটা নাই। একমাত্র রাউটার থেকে সরাসরি লাইনের সাহায্যে ইন্টারনেট চালাতে হয়।

যা অনেক কষ্টসাধ্য।অনেকে হয়তোবা পাশের বাসা থেকে ওয়াইফাই কানেক্ট করে কিংবা রাউটার যেই রুমে রাখা ঐ রুমে কম্পিউটার থাকে না।এক্ষেত্রে ওয়াইফাই রাউটার আপনাকে সাহায্য করবে পিসিতে ওয়াইফাই কানেক্ট করতে।

ওয়াইফাই কানেক্টের জন্য পৃথিবীব্যাপী জনপ্রিয় ডিভাইস হলো ওয়্যারল্যাস ওয়াইফাই এডাপটার।

উপরের চিত্রের মতোই ক্যাবলসহ এন্টেনা থাকবে।এবং ছোট ডিস্ক থাকবে যা পিসির স্মল ডিস্ক স্লটের উপযুক্ত।

নিয়মাবলী:

১/প্রথমে ডিস্কটি কম্পিউটারে লাগাবেন। নরম্যাল গেম/সফটওয়্যার যেভাবে ইন্সটল করেন ঐভাবে ওয়াইফাই এডাপ্টার ড্রাইভার টি ইন্সটল করবেন।

২/ইন্সটল করার পর পিসি রিস্টার্ট দেন।কারন ড্রাইভার পিসিতে ইন্টারনালি ইন্সটল হতে কিছুটা সময় লাগবে।

৩/ক্যাবলটি পিসির পোর্টে লাগাবেন।অপেক্ষা করেন।উইন্ডোজের নিচে দেখবেন ওয়াইফাই আইকন লোডিং করবে।

৪/ফাইনালি আপনি আপনার ডেস্কটপে ওয়াইফাই অপশন দেখবেন। ক্লিক করার সাথে সাথে ওয়াইফাই লিস্ট দেখা যাবে। কানেক্ট করেন এবং নির্বিঘ্নে ইন্টারনেট চালান।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ