ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল- What is internet ?

ইন্টারনেট আধুনিক সভ্যতার এক যুগান্তকারি পরিবর্তন এর নাম। আধুনিক বিশ্বে এমন কোন জাতি খুজে পাওয়া যাবে না যে ইন্টারনেট ব্যবহার করেনা। পৃথিবির যে সকল উন্নত জাতী আছে। তাদের উন্নতির মূলে রয়েছে ইন্টারনেট। ইন্টারনেট যে সুধু এখন পৃথিবীতে সিমাব্ধ আছে তা নয়। ইন্টারনেট ব্যবহিত হচ্ছে মহাকাশে।এমনকি চাঁদের ও এখন ইন্টারনেট ব্যবহিত হচ্ছে।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

বর্তমান বছর গুলোতে  যেকোনো দেশের অর্থনীতির জন্য ইন্টারনেট অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট হলো এমন একটি  তথ্যের ভান্ডার যেখানে সকল তথ্য জমা আসে।আপনি যদি  ইন্টারনেটে সাথে যুক্ত থাকেন। এবং  যুক্ত থকা অবস্থায় কোন  তথ্য যানার প্রয়োজন হয় তখন আপনি কি - ওয়ার্ড  লিখে সার্চ করলেই বিশ্বের অসংখ্য সার্ভারে থাকা তথ্যগুলো  আপনার সামনে প্রদর্শিত হবে ।

আজকের আরর্টিকেল আমরা ইন্টারনেট এর কিছু সুবিধা এবং কুফল সম্পর্কে আলোচনা করবো। ইন্টারনেট ব্যবহার এর ফলে আমরা কি কি সুবিধা ভোগ করছি এবং এর ব্যবহারের কি কি ক্ষতি হচ্ছে তা জানবো। চলুন শুরু করা যাক

ইন্টারনেট ব্যবহারের সুফল

  • এছাড়া আর একটি বিষয় হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা অতি অল্প সময়ের মধ্যে  বিশ্বের যেকোনো প্রান্তে   তথ্য আদান-প্রদান করতে পারি 

  • ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স সুবিধা পাওয়া যায় ।

  • ইন্টারনেটে এখন বিভিন্ন টিভি চ্যালেন পাওয়া যায়। যার ফলে  ঘরে বসেই কম্পিউটারে কিংবা স্মাট ফোনের মাধ্যমে বিভিন্ন  টেলিভিশন ও রেডিও চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যায় ।

  •  ইন্টারনেট মাধ্যমে বিভিন্ন ই-কমার্সের  প্লাটফর্ম এ সাহায্যে ঘরে বসেই পণ্য কেনা-বেচা যায়। 

  • ইন্টারনেট এর একটি অন্যত্তম দিক হলো এটি বেকারত্ব মানুষের  জন্য নানান রকম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে,  উপার্জন ক্ষমতা বৃদ্ধি করে, সময় এবং শ্রম সাশ্রয়ী  প্রদান করে।

  • বর্তমান বছর গুলোতে  যেকোনো দেশের অর্থনীতির জন্য ইন্টারনেট অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে  ।

  • ইন্টারনেট ব্যবহারের একটু গুরুত্বপুর্ন দিক হলো শিক্ষাক্ষেত্র। বর্তমানে করোনা মহামারি কালে যার প্রভাব লক্ষনীয়।ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই অনলাইনে পড়াশুনা করতে পারছে।

  • ইন্টারনেট এর মাধ্যমে ঘরে বসেই যেকোন স্থানের খবর অতি অল্প সময়ের মধ্যে যানা যাচ্ছে।যা ইন্টারনেট ছাড়া কোন ভাবেই সম্ভব ছিল না


ইন্টারনেট ব্যবহারের  কুফলঃ

  • ইন্টারনেট অতিরিক্ত ব্যবহারের কারনে মানুষের প্রতিনিয়তই নানান সমস্যার সম্মুখ হচ্ছে।

  •  অনলাইনে অতিরিক্ত গেমস খেলার কারনে গেমের প্রতি আসক্ত জন্ম নিচ্ছে

  • সোসাল মিডিয়া গুলো অতিরিক্ত ব্যবহারে মাত্রাহীন আড্ডা, কুরুচিপূর্ণ বিষয়ের  প্রতি চর্চা বিষয় গুলো অধিক হারে বেড়ে যাচ্ছে

  • এছড়া ইন্টারনেট অধিক ব্যবহারের কারনে শিক্ষার্থীদের লেখাপড়ার মনোযোগ ও সময় নষ্ট হয়। যার  ফলাফলে বিপর্যয় ঘটাতে পারে ।

  • ইন্টারনেট মাধ্যমে অনলাইনে বাণিজ্যের ক্ষেত্রে পণ্য বা সকল সেবার মান রক্ষা  সুনিশ্চিত করা সম্ভব হয় না ।যার  ফলে অনেক ক্ষেত্রে অর্থের অপচয় ঘটে এবং বিভিন্ন ক্ষতির শিকার হবার সম্ভাবনা থাকে ।

  • ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে আপনার কম্পিউটার কিংবা অন্য কোন ডিভাইজে ম্যালওয়্যার, স্পাইওয়ার, ভাইরাস প্রবেশ করতে পারে।এতে করে প্রয়োজনীয় তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্খা থাকে।

  • একটি বিষয় মনে রাখা আবশ্যক সেটি হলো   দীর্ঘসময় ইন্টারনেট ব্যবহারে ইন্টারনেট প্রতি আসক্তির সৃষ্টি হয় এবং এর ফলে ব্যবহারকারী নানা ধরনের স্বাস্থ্যহানির শিকার হয়ে থাকে এবং পারিবারিক জীবনে ব্যাপক দূরত্বের সৃষ্টি হয় ।

  • এছাড়া ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সংবাদ খুব দ্রুত ভাইরাল আকারে ছড়িয়ে পড়তে পারে । এক্ষেত্রে কোনো ভুয়া বা ভুল সংবাদ ভাইরাল হবার ফলে তা সামাজিক অস্থিরতা, দাঙ্গা-হাঙ্গামা, ব্যক্তিগত হয়রানির মতো বিপর্যয় সৃষ্টি করতে পারে ।


আজকের পুরো আর্টিকেল জুড়ে আপনি জানতে পারলেন ইন্টারনেটের সুফল এবং ইন্টারনেট ব্যবহারের কুফল সম্পর্কে   |  আশা করি, এর মাধ্যমে পুরো কনসেপ্টটি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন |এই রকম জ্ঞান মূলক আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন  ধন্যবাদ

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ