কীওয়ার্ড বা শব্দগুচ্ছ কি

একজন ওয়েবমাস্টারকে তার সাইট এর জন্য এক বা একাধিক নির্দিষ্ট শব্দগুচ্ছ ওয়েব ডেভেলপমেন্ট এর শুরুতেই বাছাই করে নিতে হয়।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

সঠিক কীওয়ার্ড বাছাই এর সবচাইতে ভাল টুল হচ্ছে গুগল এডওয়ার্ড এর কীওয়ার্ড টুলটি।

একটি নির্দিষ্ট সাইট এর তথ্য বা কন্টেন্ট খুজে পেতে একজন ইউজার সাধারনত কোন শব্দগুচ্ছ সার্চ ইঞ্জিন এর সার্চ বক্স এ লিখে সার্চ করে সেটা সম্বন্ধে গবেষনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউজার ভেদে তার সার্চ কোয়েরি শব্দগুচ্ছ ভিন্ন হয়। যে ইউজার বিষয় বা টপিক সম্পর্কে ভাল জানে সে টপিক টির কোন নির্দিষ্ট বিষয় নিয়ে সার্চ করবে,

অপরদিকে একজন নতুন ব্যাবহারকারি টপিক টির সম্বন্ধে সাধারন কোন টার্ম লিখে সার্চ করবে।

এভাবে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ইউজার দের সার্চ বৈশিষ্ট বিশ্লেষণ করে সাইট এর জন্য কীওয়ার্ড বাছাই করতে হবে।

ইউজার দের সার্চ করার ভিন্ন ভিন্ন কোয়েরি শব্দগুচ্ছ বাছাই করে সাইট এর কন্টেন্ট এবং পেইজের মধ্যে এর প্রতফলন থাকতে হবে।

এভাবে কীওয়ার্ড সাইট কন্টন্টে ব্যাবহার করলে সাইট এর সার্চ রেসাল্ট এ ভাল পজিসন পেতে সহায়তা করবে।

গুগল এডয়ার্ড এর কীওয়ার্ড টুল ব্যাবহার করে বিভিন্ন কীওয়ার্ড এবং কীওয়ার্ড গ্রুপ আবিষ্কার করে সার্চ ইউজার এর আনুমানিক এ্কটা পরিমান আমরা ধারনা করতে পারি।

এছাড়া গুগল ওয়েব মাস্টার টুল ব্যাবহার করে জানা যায় কোন সার্চ কীওয়ার্ড এ আমাদের সাইট টি সার্চ রেসাল্ট এর প্রথম সারিতে আনার সম্ভাবনা বেশী এবং কোন সার্চ কোয়েরি কীওয়ার্ড আমাদের সাইট টিতে ইউজার দের বেশী আকৃষ্ট করে।

কীওয়ার্ড হচ্ছে সার্চ পক্রিয়ার অত্যন্ত মৌলিক একটা বিষয়। সার্চ ইঞ্জিন এ সার্চ করার পরিভাষা বা ব্যাকরন হচ্ছে এই কীওয়ার্ড।

সার্চ ইঞ্জিন সাইট থেকে তার ডাটাবেইজ এ যে সব তথ্য সংগ্রহ করে থাকে তার মৌলিক উপা্দান হচ্ছে এই কীওয়ার্ড।

যখন সার্চ ইঞ্জিন এর অটমেটিক রোবট সফটওয়ার বা ক্রলার সাইট টি ক্রল এবং ইন্ডেক্স করে তখন সে ঐ সাইট টিকে কীওয়ার্ড এর উপর ভিত্তি করে আলাদা আলাদা করে বিন্যস্ত করে এবং কীওয়ার্ড এর অপর ভিত্তি করে সাইট গুলকে বিভিন্ন সংরক্ষন ডাটাবেইজ এ সংরক্ষন করে।

এর ফলে সার্চ ইঞ্জিন কার্যকরভাবে অতি অল্প সময়ে আমাদের সামনে সার্চ রেসাল্ট হাজির করতে সক্ষম হয়।

স্বভাবতই যে কীওয়ার্ড দ্বারা সাইট টিকে খোজা হয় সেই কীওয়ার্ডটি সার্চ ইঞ্জিন ডাটাবেইজে ইন্ডক্সকৃত তথ্যের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ।

কীওয়ার্ড ব্যাভার করেই আমরা সার্চ করে থাকি আর তাই সার্চ ইঞ্জিন এর সথে কীওয়ার্ড এর খুব গভীর আন্তসম্পর্ক রয়েছে।

কিভাবে সাইট এর পেইজ কন্টেন্টে এসব কীওয়ার্ড ব্যাবহার করা হয়েছে সার্চইঞ্জিন সেটা পরিক্ষা করে তুলনামূলক বিশ্লেষন করে সবচাইতে ভাল এবং কোয়েরির সাথে সামঞ্জস্য সাইট টিকে সার্চ রাসাল্টের লিস্টে প্রথম সারিতে নিয়ে আসে।

তাহলে দেখা যাচ্ছে একটি সাইট এর অপ্টিমাইজেশন এ সাইট এর কন্টেন্টে কীওয়ার্ড এর ব্যাবহাররীতি অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

সাইট অপ্তেমাইজেশন এর ক্ষেত্রে কীওয়ার্ড এর প্রতিযোগিতা অর্থাৎ কীওয়ার্ডটি যেসব সাইট এ ব্যাবহৃত হয়েছে সেগুলো কত জনপ্রিয় এই বিষয়টে অত্যন্ত জরুরী।

আমাদের সাইট টিকে এই সাইট গুলোর সাথে প্রতি্যোগিতা করতে হবে রেজাল্টে সামনে আসতে হলে। তাই কম প্রতিযোগিতা আছে এরকম কীওয়ার্ড নির্বাচন করা গুরুত্বপূর্ণ।

সাধারনত নির্দিষ্ট বিষয় ভিত্তিক কীওয়ার্ড এর প্রতিযোগিতা কম থাকে সাধারন বিষয় ভিত্তিক কীওয়ার্ড এর চাইতে তুলনামুলোকভাবে।

আমরা ধারনা করতে পারি যে তাহলে আমাদের সাইট টিতে কীওয়ার্ডটি যত বেশী ব্যাবহার করব সাইট টির রেঙ্ক তত বেশী হবে,

কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারনা এবং সার্চ ইঞ্জিন গুলো কীওয়ার্ড পরীক্ষা করার আরো জটিল পক্রিয়া অনুসরন করে।

তাই কীওয়ার্ড ব্যাবহারের ঘনত্বের চাইতে সাইট এ কার্যকর ভাবে কীওয়ার্ড এর ব্যাবহার অত্যান্ত গুরুত্বপূর্ণ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ