ঘরে বসে টাকা ইনকাম করতে চান?

ঘরে বসে আয় করতে চাই । আমাদের মধ্যে এমন কেও নেই যে ঘরে বসে আয় করতে চাই না সবাই চাই যে ঘরে বসে যদি অনলাইনে আয় করার যেতো তাহলে জীবন টা কোতই না সহজ হয়ে জেতো এ জন্য সবাই ইউটিউব এ বা অনলাইনে সার্চ করে ঘরে বসে আয় করার উপায়

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

অনেক ভিডিও দেখার পরেও আমরা কোন রিয়েল কাজ পাই না জেটা ১০০% রিয়েল এবং পেমেন্ট করে থাকে, তাই আমরা আপনাদের কিছু সহজ ওয়ে নিয়ে এলাম জেগুলো আপনারা করলে আমি আপনাদের ১০০% বলতে পারবো যে ঘরে বসে অনলাইনে

সহজ কিছু কাজ করে আয় করতে পারবেন আমি আপনাদের আজকে কয়েকটা ওয়ে দেখাবো জেগুলো থেকে, যে কোন একটা আপনারা ভালো ভাবে করলে আপনারা বা ফলো করলে আপনারা অনলাইন থেকে আয় করতে পারবেন ।

কনটেন্ট রাইটিং

আপনি যদি লেখা লেখি করতে পছন্দ করেন তাহলে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন অনলাইনে এখন আপনারা যে আর্টিকেল টা পরতেছেন সেটা কিন্তু একটা কনটেন্ট বা একটি আর্টিকেল ঠিক এরকম ভাবেই আপনি নিজেও লিখে আয় করতে পারেন

যেমন অন্যদের ওয়েবসাইট এর জন্য অনেক রাইটার নিয়ে থাকেন আপনারা সার্চ করে দেখবেন যে কোন কোন ওয়েবসাইট এ রাইটার নিচ্ছে এগুলোর খোঁজ নিয়ে আপনারা একজন রাইটার হিসেবে জয়েন করতে পারেন কনটেন্ট রাইটিং করে আপনারা ভালো পরিমাণের

একটা আর্নিং জেনারেট করতে পারবেন ঘরে বসেই বা আপনি নিজেও একটি ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানেই লেখা লেখি করতে পারেন তারপর আপনার সাইটকে মনিটাইজেশন গুগুল এডসেন্স এর মাধ্যমে আয় করতে খুবই ভালো উপায় এটা আমি

আপনাদের সাজেস্ট করবো যে নিজে একটি ওয়েবসাইট বানিইয়ে নিয়ে সেখানে কাজ করুন ১ থেকে ২ মাস আপনার সাইট টি কে সময় দিন দেখবেন আপনি ভালো আয় করতে পারবেন ।

গ্রাফিক্স ডিজাইন

আপনি যদি গ্রাফিক্স ডিজাইন পারেন তাহলে আপনি ডিজাইন করে আয় করতে পারেন যেমন Freelancer.com, Fiverr.com, Truelancer.com, Upwork.com এই ওয়েবসাইট গুলো তে আপনি অনেক পরিমাণের গ্রাফিক্স ডিজাইন এর কাজ পেয়ে জাবেন

এই সাইট গুলোতে একাউন্ট করে আপনি গিগ গুলো পোস্ট করে দিন আর দেখবেন অনেক ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন বায়ারদের সাথে কথা বলে বলে কাজ নিয়ে নিতে পারেন আর আপনারা 

হয়তো জানেন যে গ্রাফিক্স ডিজানের অনেক চাহিদা মার্কেটে তাই আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ শুরু করে দিতে পারেন ।

এফিলিয়েট মার্কেটিং

এফিলিয়েট মার্কেটিং নাম টা যানা মতে সবাই সুনেছেন অনলাইনে আয় করার জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে এফিলিয়েট মার্কেটিং আপনারা বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট এর সাথে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন যেমন ধরুণ Daraz, Amazon, Ali Express, 10 Minute School, Sohoj Buy, Others

আরো অনেক ই-কমার্স ওয়েবসাইট আছে আপনারা যেকোনো একটি তে জয়েন হয়ে কাজ করতে পারেন 

আমি আপনাদের সাজেস্ট করবো অ্যামাজন এবং ১০ মিনিট স্কুল এর সাথে কাজ করার জন্য কারন এগুলো কিন্তু এফিলিয়েট হিসেবে সব থেকে বেস্ট প্লাটফর্ম আর আগে থেকেই আমাদের সাইট এ এফিলিয়েট মার্কেটিং নিয়ে ৩ টা পোস্ট আছে আপনারা চাইলে সেগুলো দেখে কাজ করতে পারেন ।

ইউটিউব

আপনি যদি কোন বিষয় এক্সপার্ট হোন তাহলে আপনি ইউটিউব থেকে আয় করতে পারেন যেমন যদি আপনি ইংলিশ এ এক্সপার্ট হোন তাহলে আপনি একটি এডুকেশন চ্যানেল তৈরি রে সেখানে বিভিন্ন ইংলিশ ক্লাস করালেন বা বিভিন্ন প্রযুক্তি নিয়ে ভিডিও বানাতে পারেন

আর ইউটিউব থেকে আয় করা নিয়ে আগেই আমরা একটি পোস্ট লিখেছি চাইলে সেটা দেখে আপনারা কাজ করতে পারেন তারপরেও আপনাদের আমি শর্ট করে বুঝিয়ে দিচ্ছি ইউটিউব থেকে আয় করতে আপনাকে সবার একটি জিমেইল তৈরি করতে হবে

এবং সেই জিমেইল দিয়ে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে আর কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন তা ইউটিউব এ সার্চ করলেই পেয়ে জাবেন, তারপর সেই চ্যানেল আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ১ বছরের মধ্যে অর্থাৎ ১২

মাসের মধ্যে ১০০০ হাজার সাবস্ক্রাইব এবং ৪০০০ হাজার ঘন্টা ওয়াচ টাইম পুরন করতে হবে পুরন হলে আপনি আপনার ইউটিউব চ্যানেল টিকে মনিটাইজেশন এর জন্য অ্যাপ্লাই করতে হবে চ্যানেল নিটাইজ হয়ে গেলে আপনার ভিডিও অ্যাড আসবে

সে অ্যাড গুলোর মাধ্যমে আপনার ইনকাম হবে অ্যাড বলতে বুঝাতে চাচ্ছি আপনারা ইউটিউব যে কোন একটা ভিডিও প্লে করলে কিন্তু একটা বিজ্ঞাপন আসে জেটা আপনার ৫ সেকেন্ড ডান পাশে থাকা স্কীপ বাটন এ ক্লিক করে স্কীপ করেন সেটাই হল অ্যাড সেটা থেকেই আপনার ইনকাম হবে

ইউটিউব কাজ করতে কোন টাকা পয়সা লাগে না শুধু একটি মোবাইল থাকলেই আপনি ভিডিও বানিয়ে আপলোড করবেন ভালো করে করলে দেখবেন আপনি ও অনন্যদের মতো সফল হবেনই ।

ফেসবুক পেজ

ফেসবুক পেজ থেকে ইনকাম কিন্তু সেম ইউটিউব এর মতোই ভিডিও বানিয়ে আপনার পেজ এ আপলোড করতে হবে কিন্তু ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়া অনেক কস্টের আর অনেক সিরিয়াসলি কাজ হবে কারন ইউটিউব এ কিন্তু ১২ মাসে মধ্যে ১০০০ হাজার সাবস্ক্রাইব

এবং ৪০০০ হাজার ঘন্টা ওয়াচ টাইম পুরন করতে হয় কিন্তু ফেসবুক এটা অনেক আলাদা কারন ফেসবুক ৬০ দিনের মধ্যে ৬০০০০০ ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম এবং ১০০০০ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে হবে তা না হলে আপনি মনিটাইজেশন পাবেন না কিন্তু

ফেসবুক এ কিন্তু ইউটিউব থেকে অনেক বেশি ইনকাম হয় আপনারা ইউটিউব চ্যানেলের পাশা পাশি একটি ফেসবুক পেজ নিয়ে কাজ করার চেস্টা করবেন ।

ডিজিটাল মার্কেটিং

সোশ্যাল মিডিয়া জনপ্রিতার সাথে পাল্লা দিয়ে চাহিদা বাড়ছে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ জনশক্তির । যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনলাইন প্রেজেন্স আরো দৃঢ় করতে ডিজিটাল মার্কেটিং বেশ গুরুত্বপূর্ণ একটি মাধ্যম । এই কারণে ডিজিটাল মার্কেটার ও দিন দিন বাড়ছে, যাতে দক্ষতা থাকলে আপনিও আয় করতে পারবেন অনলাইনে ঘরে বসে ।

ডাটা এন্ট্রি

ফ্রিলান্সিং বা ঘরে বসে আয়ের যেসব কাজ রয়েছে তার মধ্যে সব থেকে সহজ হলো ডাটা এন্ট্রি । যেকেউ ডাটা এন্ট্রি করে আয় শুরু করতে পারে ।

তবে ডাটা এন্ট্রি এর ক্ষেত্রে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক বেশ কম হয়ে থাকে, তাই আপনার যদি কোন নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞতা না থাকে তবে আপনি ডাটা এন্ট্রির কাজ করতে পারেন ।

বিকাশ অ্যাপ থেকে আয়

দেশের অধিকাংশ মানুষ বিকাশ ব্যবহার করলেও বিকাশ অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা অনেক কম, আর এই বিষয়টি হতে পারে আপনার ইনকামের মাধ্যম । বিকাশ অ্যাপ থেকে রেফার করে বেশ সহজে ১০০ টাকা পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ রয়েছে । রেফার

করা অনেক সহজ এবং যেকেউ রেফার করে ইনকাম করতে পারে । ঘরে বসে টাকা ইনকাম এর সবচেয়ে সহজ উপায় হলো এটি । তবে এই ক্যাম্পেইন সব সময় চালু থাকে না ।

আবার কিছু ক্ষেত্রে শুধু মাত্র বিজনেস কাস্টমার রেফার অফারটী উপভোগ করা যায় । এজন্য আগে জেনে নিতে হবে ঠিক কোন অফারটি চালু আছে ।

সোশ্যাল মিডিয়া

এই যে আমরা ফেসবুক বা ইন্সটাগ্রামে বিভিন্ন ভিডিও এর মাঝে এড বা বিজ্ঞাপন দেখে থাকি, এর থেকে কিন্তু ভিডিও আপলোডার ইনকাম করছে । এটি হলো সোশ্যাল মিডিয়া থেকে আয়ের একটি পথ মাত্র । সোশ্যাল মিডিয়া থেকে ইনকামের অসংখ্য উপায় আছে ।

পেজ মনিটাজেশন এর একাধিক সুবিধা প্রদান করছে ফেসবুক যা থেকে ইনকাম সম্ভব । অন্যদিকে ইন্সটাগ্রামে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিনিময়ে অনেক ভালো অংকের আয় সম্ভব । মোটকথা বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে ঘরে বসে টাকা ইনকাম এর রয়েছে অনেক কার্যকরী মাধ্যম ।

ওয়েব ডেভেলপমেন্ট

বর্তমানে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর কি পরিমাণ চাহিদা রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না । এই ২ টি দক্ষতা বর্তমানে সকল ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম এ বেশ ট্রেডিং । কিছু টা জটিল রি কাজে দক্ষতা থাকলে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

Hi My Name Is Mohammod Johirul Islam I'm a Blogger My Hobbies Writing a Blog Thank You