বাংলাদেশের সেরা ৩৫ টি ইনকাম সোর্স।

আমারা সকলেই কিছু না কিছু ইনকাম করে নিজেদের হাত খরচ বা পরিবার চালাতে চাই। এইটার জন্য অনেক সময় লেগে যায় মাঝে মাঝে।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

তো কম সময় এ স্বল্প পরিসরে ইনকাম শুরু করার জন্য ৩৫ টা উপায় আমি নিয়ে এসেছি। ইচ্ছা করলে নিজের জীবনে এই উপায় গুলো ব্যাবহার করা যেতে পারে।

১। ব্লগিং করেঃ তো এখন এই আর্টিকেল টা যে সাইট এ পড়ছেন সেটা একটা ব্লগিং সাইট। ইচ্ছা করলে এরকম ব্লগ করে আপনারা ও ইনকাম করতে পারবেন।

২। অনলাইন প্রোডাক্ট সেলঃ ইচ্ছা করলে অনলাইন এ আপনি আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে ইনকাম করতে 

পারেন। ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে প্রোডাক্ট গুলো সম্পর্কে জানাবেন এবং অর্ডারের উপর ইনকাম করবেন।

৩। Upwork বা fiverr এর মতো ওয়েব সাইট এ কাজ করা , যদিও এগুলোর টাকা উঠানো বা পেমেন্ট নেওয়া ঝামেলা। বাংলাদেশী মাধ্যমে আসে না কনভার্ট করে নিতে হয়। 

৪। ইউটিউবিংঃ প্রোডাক্ট রিভিউ, ভ্লগ ইত্যাদি জিনিস ইউটিউব এ আপলোড করে ইনকাম করতে পারো

৫।অনলাইন/বাড়িতে প্রাইভেট টিউটর হিসেবে কাজ করতে পারেন

৬।বিভিন্ন পেইড রিভিউ দিয়ে ইনকাম করতে পারেন

৭।ছবি তুলে দিয়ে ইনকাম করতে পারেন

৮। নিজের ছবি বিক্রি করে ইনকাম করতে পারেন

৯। ফেসবুকে পেজ তৈরী করে ইনকাম করতে পারেন

১০।ডাটা এন্ট্রি করে

১১। ওয়েব সাইট খুলে সেগুলো মনিটাইজ করে ইনকাম করতে পারেন

১২।দারাজ এ যুক্ত হয়ে পন্য বিক্রি করে ইনকাম করতে পারেনঃ দারাজ এ সাইন ইন করে সেখানে নিজেদের পন্যগুলো কে বিক্রি করে প্রোফিট করা যাই

১৩।অ্যানিমেশন ক্রিয়েট করে ইনকাম করতে পারেনঃ বিভিন্ন 2d ও 3d animition  এর দাম প্রতিনিয়ত বাড়ছে। এগুলো ক্রিয়েট করেও ইনকাম করা যেতে পারে।

১৪। বিভিন্ন অ্যাপ থেকে ইনকাম করতে পারেনঃ ফোনে বিভিন্ন অ্যাপ পাওয়া যায় যেখান থেকে রেফার, স্পিন, অ্যাড ক্লিক এর মতো কাজ করে টাকা ইনকাম করা যায়। 

১৫। বাংলাদেশের workup এর মতো কিছু ওয়েবসাইট যারা পেমেন্ট বিকাশে করে সেখানে ছোটো খাটো কাজ করে ইনকাম করতে পারেন। 

১৬।জে- আইটি এর মতো বিভিন্ন ওয়েব এ আর্টিকেল লিখেও ইনকাম করতে পারবেন।

১৭। বিভিন্ন বই লিখে ইনকাম করতে পারবেনঃ অনালাইন এ বা হার্ড কপি এর বিভিন্ন বই লিখে ইনকাম করা যেতে পারে।এইসব ক্ষেত্রে ইনকাম শুরুতে বেশি হয় না কিন্তু একবার নাম করতে পারলে অনেক টাকা ইনকাম করা সম্ভব।

১৮। অনলাইন এ বই এর অডিও বুক বানিয়ে ইনকাম করতে পারবেনঃ বিভিন্ন বই এর অডিও ভার্সন , অর্থাৎ বই মুখে পড়ে সেগুলো আপলোড করে ইনকাম করা যায়।

১৯। থাম্বনেল বানিয়ে ইনকাম করতে পারবেনঃ বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে থাম্বলেন এর কাজ রয়েছে। এছাড়া 

বিভিন্ন ইউটিউবারের ব্যাক্তিগত থাম্বনেল মেকার হতে পারো, যারা তোমাকে মাসিক একটা বেতন দিবে তাদের ভিডিও এর থাম্বনেল বানিয়ে দেওয়ার জন্য।

২০। কার্টুন বানিয়ে ইনকাম করতে পারবেন।

২১। ছবি এডিট করে ইনকাম করতে পারেন

২২। ভিডিও ইডিট করে ইনকাম করতে পারেন

২৩।মিউজিক এ ভালো হলে বা আপনার কন্ঠ ভালো হলে মিউজিক এর মাধ্যমে ইনকাম করতে পারেন

২৪।বিভিন্ন গল্প বা স্ক্রিপ্ট লিখে ইনকাম করতে পারেন

২৫। ডিজিটাল মার্কেটিং করতে পারেন

২৬।কপি পেস্ট এর কাজ করতে পারেন

২৭। টাইপিং এর কাজ করতে পারেন

২৮। ছোটো খাটো অ্যাপ বানিয়ে

২৯। রেফার করে

৩০। ই- স্পোর্টস খেলে

৩১। বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে

৩২। অনলাইন ইনফ্লুয়েন্সার হয়ে

৩৩।লোগো মেকিং এর মাধ্যমে

৩৪।পোস্টার বা বিভিন্ন জিনিসের ডিজাইন

৩৫। কোডিং বা ক্যাপচা সলভ করার মাধ্যমে 

এগুলো সব ই খুব ভালো ও কার্জকরী ইনকাম এর মাধ্যম। কিন্তু মাথায় রাখতে হবে কোথাও খুব তাড়াতাড়ি অনেক ইনকাম করা যায় না। ধৈর্যের সাথে কাজ করতে হবে আর বুঝে শুনে কাজ করতে হবে। সবাই যে পেমেন্ট দিবে

তার কোনো মানে নেই , টাকা মেরেও দিতে পারে, তাই সাবধানে সিওর হয়ে ও সব ঠিকঠাক আছে কি না যাচাই করে তারপর শুরু করতে হবে কাজ। কোনো প্রকার অসাবধানতা করলে অনেক বড়োসড়ো ক্ষতি হয়ে যেতে পারে। তাই 

বুঝে শুনে এবং ঠিক মতো রিসার্চ করে তারপর কাজ শুরু করতে হবে আর সবচেয়ে বড় বিষয় ধৈর্য ধরে কাজ করতে হবে। 

আশা করি আর্টিকেল টা ভালো লেগেছে। ভালো না লাগলে এক কাম করো উঠো তারপর ১০০ টা পুশ আপ দিয়ে এসে আবার পড়, ভালো লাগবে । ধন্যবাদ পড়ার জন্য। লাভ ইউ অল।

আল্লাহ হাফেজ..

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Md Khorshad - Aug 13, 2022, 11:21 PM - Add Reply

tnx

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ