আপনার ফোনের লুকানো কিছু ট্রিপ্স অ্যান্ড ট্রিকস সম্পর্কে জেনে নিন।

আজকে আমি আপনাদের মধ্যে ২০২১সালের সেরা ৭টি এন্ড্রয়েড টিপস নিয়ে এসেছি। যেগুলো হয়তো আপনারা এখানে ও জানেন না।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

১. ব্যবহার করুন ভাসমান কিবোর্ড যেটি আপনি ছোট বড় করতে পারবেন।

আপনি কি জানেন যে এখন আপনি আপনার কিবোর্ড ভাসমান করতে পারবেন, যে দিকে মনে চায় স্ক্রিনের যেকোনো দিকে নিয়ে আপনি টাইপ করতে পারবেন। এমনকি এটি ছোট-বড় ও করতে পারবে, কালার কিংবা থিমও ব্যবহার করতে পারবে। এর জন্য আপাকে Google Gboard keyboard app ব্যবহার করতে হবে এবং input method অপশন গিয়ে active করে নিতে হবে।

  1. প্লেস্টরে থেকে Google Gboard keyboard অ্যাপ টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার অ্যাপটি ইনপুট ম্যাথোড সেটিং এ গিয়ে অ্যাক্টিভ করে নিন।
  2. এবার যেকোনো একটি অ্যাপ ওপেন করোন যেমন,এসএমএস,হোয়াটসঅ্যাপ ইত্যাদি।
  3.  এবার চেট করোন বা কিছু লিখুন।
  4. এবার স্পেস বাটন এ টেনে Gboard keyboard আনুন।
  5. এবার কিবোর্ড এর উপরে ডান দিকে(…)থ্রি ডট মেনুতে চাপ দিয়ে floating লেখায় চাপ দিন।
  6. এটি চালু হয়ে গেছে, এবার আপনি যেকোনো দিকে নিয়ে টাইপ করতে পারবেন।

২.আপনার ফোনের চার্জ কিভাবে দ্বিগুণ করে নিবেন।

আপনার ফোন কি দেরিতে চার্জ হচ্ছে? অথবা আপনার চার্জার দূর্বল। অনেকেরই এইরকম হয়, তার জন্য অনেকেই মোবাইল ফোন বন্ধ করে চার্জ দেন দ্রুত চার্জ হয়ার জন্য। আপনি আপনার ফোন অন রেকেই দ্রুত চার্জ করে নিতে পারবেন।
কিভাবে করবেন?

  • উপরের দিক থেকে নোটিফিকেশন বারটি নামিয়ে নিন।
  • এবার ফ্লাইট মোড চালু করুন।
  • এবার আপনার ফোন চার্জে দিয়ে কিছুক্ষণ পর লক্ষ করুন দেখবেন আপনার ফোন দ্রুত চার্জ হচ্ছে।

৩.ভাসমান করে নিন আপনার ছবি তুলার বাটন টি।

অনেক মোবাইলেই হাত দূরে নিয়ে সেলফি তুলার সময়(, বিশেষ করে বড় সাইজের স্মার্টফোন গুলো) ছবি তুলতে আঙুল দিয়ে ছবি তুলার বাটন নাগাল পাওয়া জায় না। তাই এর জন্য এটি একটি দারুণ সমাধান।
কিভাবে করবেন?

  • আপনার ক্যামেরা অ্যাপটি চালু করুন।
  • এবার মোবাইলের উপরের দিকে, কোনো কোনো মোবাইলে ডান দিকে আবার কোনোটির বাম দিকে সেটিং অপশন থাকে। ⚙️ এই রকম একটি দেখতে পাবেন। এখানে গিয়ে দেখবেন shooting method অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।
  • এবার floating shutter button চালু করুন।
  • এবার ক্যামেরার যে বাটন রয়েছে সেখানে একটু সময় চেপে ধরে যেখানে ইচ্ছা সেখানে বাটন রাখতে পারেন।

৪. অফলাইন গুগল ম্যাপ।

কোনো জায়গা দেখতে হলে বা যেতে হলে আমাদের ম্যাপ এর প্রয়োজন পরে। কিন্তু ধরেন এমন জায়গায় গেলেন সেখানে সেখানে নেটওয়ার্ক এর সমস্যা রয়েছে। কিন্তু তখন আপনার ম্যাপ দেখার প্রয়োজন পরল। ঠিক এই সমস্যার জন্য এই টিপস।
কিভাবে করবেন?

  • আপনার গুগল ম্যাপ অ্যাপে যান।
  • প্রোফাইল এ ক্লিক করুন।
  • একটা লিস্ট আসবে, ওকানে offline map লেখা আছে ওখানে ক্লিক করুন।
  • এবার নিজের ম্যাপ নির্বাচন করুন। যে জায়গা আপনার গুরুত্বপূর্ণ মনে হয়।
  • এবার ম্যাপ ডাউনলোড করে নিন।

৫. লাভা ফোনে স্কিন পাওয়ার অন না করেই ফ্ল্যাশ লাইট জ্বালান। অথবা পাওয়ার বাটনে চাপ না দিয়েই ডবল চাপে স্কিন পাওয়ার অন করুন।
কিভাবে করবেন?

⚙️সেটিং অপশন এ যান।

  • একেবারে শেষে gesture নামে একটা অপশন পাবেন, অকানে যান।
  • গিয়ে smart wake up অপশন চালু করুন।
  • অকানে দেখবেন double tap নামে একটা অপশন রয়েছে এটি চালু করুন। এটি চালু করলে আপনি পাওয়ার বাটনে চাপ না দিয়েই ডবল চাপে স্কিন পাওয়ার অন করতে পারবেন।
  • এবার দেখবেন switch your flashlight by drawing c, এটি চালু করুন। এটি চালু করলে আপনি স্কিন পাওয়ার অন না করেই আপনার মোবাইলের টাচে v এঁকে ফ্ল্যাশলাইট জ্বালাতে পারবে।

    আপনাদের যদি আমার এই টিপস টি ভাল লাগে তবে সামনে এরকম আর ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
MD.Biplob Mia - Jun 3, 2021, 5:02 PM - Add Reply

nice

You must be logged in to post a comment.
Parvej ahmed - Jun 3, 2021, 6:38 PM - Add Reply

ভাই এটা আপনি ১০০%কপি করে পোস্ট করেছেন।

You must be logged in to post a comment.
প্রতিভা সরকার - Jun 5, 2021, 2:55 PM - Add Reply

na vai ami prothome vibinno website ghure tottho song groho korechi tarpor dharona koira lekhsi.. vai ami profesional article lekhi tai apner amon mone hoy. kintu ami copy kori nai.. ar jodi konotar sathe mile jay tahole kaktaliyo karon arokom aro onek content ase

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

If you choose me i will try to my level best