5 টি কপিরাইট ফ্রি ফটো এবং ভিডিও ডাউনলোডিং সাইট 2023 [JIT বিস্তারিত]

আসসালামু অলাইকুম বন্ধুরা । আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন । আজকে আমি " Ahyan Arfin " যে পোষ্টটি আলোচনা করতে চলেছি সেটি হয়তো টাইটেল দেখেই বুঝে গেছেন ।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

তো চলুন বেশি বকবক না করে একটু এগিয়ে যায় ।কপিরাইট-ফ্রি-ইমেজ-ওয়েবসাইট-লিষ্ট.jpg
কপিরাইট ফ্রি ইমেজ ওয়েবসাইট

কপিরাইট আইন নিয়ে আমরা ডিজিটাল মাধ্যমে এখন অনেক সচেতন। আর সচেতন না হয়ে কোন উপায় নাই। কারণ যখন আপনি কপিরাইট ইমেজ ইনকাম বা কমার্শিয়াল সাইটে ব্যবহার করতে যাবেন তখন অরজিনাল মালিক এর কাছ থেকে কপিরাইট স্ট্রাইক অথবা জাল নোটিশ খেতে পারেন।

এর ফলে আপনি বড় ধরণের আইনি সমস্যায় পড়তে পারেন অথবা আপনার সাইট টি ব্যান হয়ে যেতে পারে। এজন্য কঁপিরাইট ফ্রী ইমেজ ওয়েবসাইটের বেশকিছু লিস্ট আজকে আপনাদের সামনে আমরা অলোচনা করতে চলেছি। চলুন শুরু করা যাক।

কঁপিরাইট ফ্রী ইমেজ ওয়েবসাইট লিস্ট

  • pixabay.com
  • Unsplash.com
  • Pexels.com
  • Freerangestock.com
  • Pikwizard.com

চলুন বিস্তারিত জানি কপিরাইট ফ্রি ইমেইজ ডাউনলোড ওয়েবসাইটগুলো নিয়ে,

Pixabay

আপনি যদি কপিরাইট ফ্রি ইমেজ ওয়েবসাইট খুঁজেন সে ক্ষেত্রে pixabay ইমেজ ওয়েবসাইটটি অন্যতম একটি।
এখানে কয়েক মিলিয়ন ফ্রী ইমেজ রয়েছে যেগুলো আপনি কোন ধরনের ক্রেডিট ছাড়া ব্যবহার করতে পারেন।

ইমেজ গুলো ডাউনলোড করতে আপনার অ্যাকাউন্ট করতে হবে না। এছাড়াও রয়েছে ইউজারদের অনেক ধরনের সুবিধা।

অনেক সময় আমাদের প্রয়োজনীয় ইমেজ গুলো পাওয়া যায় না কিন্তু আপনি যদি এই ওয়েবসাইটে আপনার প্রয়োজনীয় ইমেজগুলো খুঁজতে থাকেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। এখানে সব ধরনের ইমেজ খুব সহজেই পাওয়া যায়।

তাই এই ওয়েবসাইটটি অন্যতম একটি উপাদান রাখবে আপনার ইমেজ খুঁজে দেয়ার ক্ষেত্রে।
ওয়েবসাইটের লিংক :

Pixabay.com

Unsplash

Unsplash.com ওয়েবসাইটটি পৃথিবী জুড়ে জনপ্রিয়তা উচ্চ শিকড়ে। এর মূল কারণ হল এর লাইসেন্স ধরন। এর কপিরাইট লাইসেন্স ইউজার ফ্রেন্ডলি।

এই ওয়েবসাইট থেকে আপনি ছবি ডাউনলোড করে কমার্শিয়াল এবং নন-কমার্শিয়াল দুই ভাবেই ব্যবহার করতে পারবেন। আপনার ইচ্ছা মত ইডিট এবং মডিফাই করার সুযোগ আছে, তাতে কপিরাইট ইস্যু নিয়ে আপনি কোন সমস্যা পড়বেন না।

একইভাবে বাকি তিনটি সাইটেও আপনি কপিরাইট ফ্রি ইমেজ এবং ভিডিও পেয়ে যাবেন । সেগুলো ব্যবহার করতে পারবেন ফ্রি তে । এগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে ,

যা আপনাকে ঝামেলা থেকে বাচিয়ে রাখবে । আপনি চায়লে ব্যাবহার করতে পারেন । আরো বিস্তারিত তথ্যের জন্য সাইটের পলেশি পেইজগুলো দেখতে পারেন।

সতর্কতাঃ

আমরা বেশ কয়েকটি কপিরাইট ফ্রী ইমেজ ওয়েবসাইট দেখালাম । এখন আপনি চাইলে এই ওয়েবসাইট গুলো থেকে ছবি এবং ভিডিও শট গুলো কালেক্ট করে ব্যবহার করতে পারেন তবে যদি সম্ভব হয়,

আপনারা অবশ্যই এগুলোর ক্রেডিট দিয়ে দিবেন । ক্রেডিট দেওয়ার ফলে আপনি নিশ্চিন্তে কোন টেনশন ছাড়া পিকচার গুলো ব্যবহার করতে পারবেন।

তো আজ এই পর্যন্তই । সবাই ভালো থাকবেন এবং নিয়মীত আপডেট পেতে জেআইটি পরিবারের সাথেই থাকুন । ধন্যবাদ

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
FARUK - Jun 18, 2023, 10:56 PM - Add Reply

Im interst

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

চেনা মুখের সন্ধানে