প্লে স্টোরে একটি মারাত্মক সেটিংস।

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমি আপনাদের সামনে আর একটি নতুন আর্টিকেল নিয়ে হাজির হলাম।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আজকে আমি আপনাদেরকে প্লে স্টোরের ১ টি হিডেন টিপস বলবো।

আমরা জানি যে প্লেস্টোরের মাধ্যমে শুধু অ্যাপসটি ডাউনলোড করা যায়। কিন্তু না। প্লে স্টোরের কিছু হিডেন টিপস আছে।

প্লে স্টোরের মাধ্যমে ভাইরাস স্ক্যান, এমবি সেভার , ব্যাটারি সেভার, ইত্যাদিও করা যায়। আজকে আমি আপনাদেরকে এইসব টিপস অ্যান্ড ট্রিক্স এ জানানোর চেষ্টা করব।

শুরু করা যাক।

শুরুতে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। এরপরে ডান পাশে উপরের দিকে আমার একাউন্টের যে পিক দেওয়া আছে সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কিছু অপশন দেওয়া আছে।

এর মধ্যে নিচে সেটিংস নামের একটি অপশন দেখতে পাবো।

সেটিংসে ক্লিক করার পরে দুই নাম্বার অপশনে দেখতে পাবো নেটওয়ার্ক প্রেফারেন্স নামের একটি অপশন।

এখানে ক্লিক করলে আমাদের সামনে তিনটি অপশন ভেসে উঠবে। এর মধ্যে একটি দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস।

এই অপশনটিতে ক্লিক করলে আপনারা আরো তিনটি অপশন দেখতে পাবেন। যথা:

1.Over any network

2. Over Wi-Fi only

3. Don't auto update apps  

এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সকলের মোবাইলে এক নাম্বার অপশনটি অন করা আছে।

এই অপশনটির অসুবিধা হচ্ছে, আপনার ফোনের যদি কোন এপ্স এর আপডেটের প্রয়োজন হয় তাহলে এই সেটিংসটি অটোমেটিকালি সেই এপসটিকে আপডেট করা শুরু করে দিবে।

ফলে আপনি যদি আপনার ফোনে 600 mb তো তুলেন তাহলে, একটি এপ্স আপডেট নিতে এসেছি সকল এমবি শেষ হয়ে যাবে।

এজন্য আপনারা চেষ্টা করবেন তিন নাম্বার অপশনটি অন করে রাখার জন্য। ফলে আপনার ফোনের কোন অ্যাপস একাকী আপডেট হবে না। ফলে আপনার অতিরিক্ত এমবি খরচ হবে না।

তবে এর ফলে আপনার ফোনের সকল অ্যাপসের আপডেট বন্ধ হয়ে যাবে। এটাও তো একটা সমস্যা। এর সমাধান কি আছে ?

হ্যাঁ অবশ্যই আছে। আপনারা এর সমাধানের জন্যে ব্যাক করে আবার চলে আসুন। আবার সেই প্রোফাইলের ছবিটিতে ক্লিক করুন।

এবার কিছু অপশন দেখতে পাবেন যার মধ্যে প্রথম অপশনটি হচ্ছে: Manage apps and device. এই অপশনটিতে ক্লিক করলেই আপনাদের সামনে আরো কিছু অপশন ভেসে উঠবে। এর মধ্যে একটি হচ্ছে: Updates available. 

এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের ফোনের যেসব এপ্স এর আপডেট প্রয়োজন সে সব অ্যাপস আপনারা দেখতে পাবেন।

মাঝে মাঝে এই সেটিংসটিতে ঢুকে আপনারা চেক দিবেন যে আপনাদের ফোনের কোন কোন অ্যাপস এর আপডেট প্রয়োজন। এবং মাঝে মাঝে ওয়াইফাই এর সাহায্যে অ্যাপস গুলো আপডেট করে নিবেন।

এই সেটিংস টি যদি অন করে রাখা হয় তাহলে, আপনার ফোনে সব সময় কিছু না কিছু কাজ চলতেই থাকে।

ফলে আপনার ফোন সব সময় ব্যস্ত থাকে। এভাবে ধীরে ধীরে আপনার ফোনটি স্লো হয়ে যায়। আগের মত আপনার ফোনটি আর ভালোভাবে কাজ করে না।

এই ধরনের সমস্যা থেকে বাঁচতে এই সেটিংস টি এখনই অফ করুন।

আজকে আর্টিকেলটি এই পর্যন্তই ছিল। আশা করি আমার আর্টিকেলটি আপনাদেরকে ভালো লাগবে।

আমার আর্টিকেল আন্টি যদি আপনাদের ভালো লাগে এবং নতুন কিছু শিখতে পারেন এবং যদি এই আর্টিএলটি আপনাদের কোন উপকারে লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকুন এবং এই ধরনের ভালো ভালো টিপস এন্ড ট্রিকস এবং বেস্ট আর্টিকেল গুলো পেতে এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

আমি সাদিক মাহমুদ। আজকের মত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীতে এর চেয়েও ভালো আর্টিকেল নিয়ে আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। খোদা হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ