Biology এর ভয় আর নয়। মুখস্থ থেকে বেরিয়ে এসে, কার্যকর ভাবে মনে রাখি?

আপনি যদি বায়োলজি মুখস্থ করে থাকেন, তাহলে একটা সমস্যার মুখোমুখি অবশ্যই হয়েছেন। এক পেজ মুখস্থ করে পড়ের পেজ পড়তে গেলেই, আগের পেজ ভুলে যান।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

এটা খুবই স্বাভাবিক। কারণ বায়োলজিতে তথ্য অনেক। আর কম সময়ে আপনার জন্য সম্পূর্ণ বই ভালোভাবে মুখস্থ করাও সম্ভব না। তাই মুখস্থ না করেই কাজ সারতে হবে।

মুখস্থ না করলে, বায়োলজি পড়বো কীভাবে? 

১. প্রথমে একটা বই, একটা খাতা, লাল রঙের হাইলাইটার বা কলম, সবুজ রঙের হাইলাইটার বা কলম, নীল রঙের হাইলাইটার বা কলম, স্টিকি নোটস নিয়ে বসে পড়তে হবে।

২. আপনি যে অধ্যায় পড়তে চাচ্ছেন, সেই অধ্যায় বুঝে বুঝে একবার রিডিং পড়ুন। যেসব জায়গায় বুঝতে পারছেন না / বুঝতে সমস্যা হচ্ছে সেগুলো একটা পেনসিল দিয়ে দাগিয়ে রাখুন। এভাবে সম্পূর্ণ অধ্যায় একবার পড়ুন। তবে ভুল করেও মুখস্থ করবেন না।

৩. এবার আপনার কাছে থাকা লাল, সবুজ রঙের হাইলাইটার বা কলমের ব্যবহার করুন। বেশি গুরুত্বপূর্ণ লাইনগুলো লাল রঙের হাইলাইটার বা কলম দিয়ে দাগান। এর চেয়ে কম গুরুত্বপূর্ণ লাইনগুলো সবুজ রঙের হাইলাইটার দিয়ে দাগান। এভাবে সম্পূর্ণ অধ্যায় একবার পড়ুন।

৪. আপনার এ অধ্যায়টি ২ বার পড়া হয়ে গেলো। এবার আর সম্পূর্ণ অধ্যায় পড়তে হবে না। শুধুমাত্র দাগানো লাইনগুলো পড়ুন।

৫. পুনরায় একইভাবে দাগানে লাইনগুলো ৫-৬ বার পড়ুন। এভাবে পড়তে পড়তে আপনার পড়া গুলো আয়ত্তে চলে আসবে।

৬. পড়া শেষ হলে বোর্ড প্রশ্ন, মেডিকেলে আসা প্রশ্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো বইয়ে নীল রঙের হাইলাইটার বা কলম দিয়ে দাগিয়ে রাখুন। তবে মনে রাখতে হবে, একবার দাগানো লাইন যেন বারবার দাগানো না হয়।

কথাটা একটু বুঝিয়ে বলি, আপনি লাল ও সবুজ রঙের হাইলাইটার বা কলম দিয়ে যে লাইনগুলো দাগাবেন, সেগুলো এমনিতেই গুরুত্বপূর্ণ।

এখানে অনেক বোর্ড প্রশ্ন, মেডিকেলে আসা প্রশ্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন রয়েছে। সেগুলো পুনরায় নীল রঙের হাইলাইটার বা কলম দিয়ে দাগানোর প্রয়োজন নেই। শুধুমাত্র সেগুলো দাগান যেগুলো দাগানো হয়নি। 

৭. বইয়ের বাইরে থেকে যেসব প্রশ্ন এসেছে, সেগুলো স্টিকি নোটস এ লিখে বইয়ে লাগিয়ে রাখুন।

এভাবে পড়লে আপনার যা উপকার হবে

১. আপনার একটি অধ্যায় ৯-১০ বার পড়া হবে।

২. আপনি বেশিরভাগ প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবেন। যেটা ভালোভাবে মুখস্থ করলে পারা যায়। এক্ষেত্রে আপনাকে মুখস্থ করতে হচ্ছে না।

৩. একটি অধ্যায় মুখস্থ করতে আপনার ২৫-৩০ ঘন্টা সময়ের প্রয়োজন। এক্ষেত্রে আপনার সময় লাগবে ৬-১০ ঘন্টা।

আপনি যদি এভাবে পড়েন, তাহলে বায়োলজিতে অবশ্যই ভালো কিছু করতে পারবেন আমার বিশ্বাস।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
kalu - Jul 28, 2022, 7:34 PM - Add Reply

khub upokar hoilo vaia

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ