দেশীয় মাইক্রোজব সাইটে কাজ করুন, বিকাশে নগদে পেমেন্ট নিন।

দেশীয় মাইক্রোজব সাইটে কাজ করুন, বিকাশে নগদে পেমেন্ট নিন: আসসালামু আলাইকুম প্রিয় জেআইটি বন্ধুরা। কেমন আছেন সবাই?

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আশা করি সকলেই ভালই আছেন। সকলের ভাল থাকার প্রত্যাশা নিয়েই আজও শুরু করছি নতুন একটি আয়োজন। 

আমি ইতিপূর্বে, আমার নিজ অভিজ্ঞতার আলোকে অনলাইনে আয়ের বিশ্বস্থ মাধ্যম নিয়ে বিভিন্ন ব্লগে নিয়মিতই আর্টিকেল লিখেছি। প্রচুর সারাও পেয়েছি। এ পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন, সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ।

বরাবরের মত এবারও  এ আর্টিকেল লিখছি। জেআইটি হল বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগিং সাইট। এই ব্লগ সাইটটি বেশ ভালভাবেই কাজ করছে।

তাই পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে আজকেও এই জেআইটি ব্লগে আপনাদের সামনে এসেছি  অনলাইনে আয়ের বিশ্বস্থ একটি মাধ্যম নিয়ে।

 মাইক্রোজব সাইট workedbd

বন্ধুরা, আজকে আপনাদের সামনে workedbd সাইট নিয়ে কথা বলবো। অনেকেই হয়তো এটার সম্পর্কে আগে থেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না।

যাইহোক, প্রথমেই নিচের লিংকে ঢুকে নাম, ইমেইল দিয়ে ও আইডি ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন করে নিবেন। তারপর লগিন করে কাজ শুরু করে দিন।

সাইটটির লিংকঃ https://www.workedbd.com?reference=fahimkhan53

এটি বাংলাদেশের বিশ্বস্থ একটি মাইক্রোজব সাইট। এতে প্রচুর কাজও আছে, আর পেমেন্ট সিস্টেমও ভালো। আমি নিজে কাজ করে নিয়মিত পেমেন্ট পাচ্ছি।

এই সাইটটিতে খুব দ্রুত কাজ এপ্রোভ করা হয়, এবং পেমেন্টও যথাসম্ভব দ্রুত করা হয়। তাদের ম্যানেজমেন্ট সিস্টেমও খুব ভালো। ফেইছবুক গ্রুপে সবসময় আপডেট থাকে।

দেশীয় সব মেথডে পেমেন্ট

এই সাইটে দেশীয় সব মেথোডেই পেমেন্ট করা হয়। যেমন, বিকাশ, নগদ, রকেট। আর, পেপাল ও ব্যাংকেও হয়।  মাত্র সাড়ে ৩ ডলারের মত হলে বিকাশে নগদে তুলা যায়। মাঝে মধ্যে বিভিন্ন ওফারও থাকে।

রিক্যাপচা করেও ইনকামের সুবিধা

এই সাইটে মাইক্রোজবের পাশাপাশি রিক্যাপচা করে ইনকামের  সুযোগও আছে। ২০০০ রিক্যাপচা= ১ ডলার। মাত্র ২ ডলার হলেই উইথড্র করা যায় সাইটটিতে।

উপসংহার

প্রিয় পাঠকবৃন্দ,  অবশ্যই ভাল ও সেরা একটি মাইক্রোজব সাইট এটি। গ্রহনযোগ্যতায় ও বিশ্বস্থতায় কোন সমস্যা নাই।

তাই আপনাদের কাছে এই সাইটি উপস্থাপন করলাম। যদি এই সাইটে কাজ করেন, আশাকরি উপকৃত হবেন। আর আপনারা উপকৃত হলে আমি নিজেকে ধন্য মনে করবো।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির মত নতুন কোন মাধ্যম নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ