ইনস্টাগ্রামে আয় করবেন কিভাবে?

ইনস্টাগ্রাম হলো Social networking এর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। ফেসবুকের পরেই এর স্থান। দিন দিন এই সোশ্যাল নেটওয়ার্ক টি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আর আপনি জেনে অবাক হবেন যে, এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও আপনি অনেক টাকা আয় করতে পারেন।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় ইনস্ট্রাগ্রাম থেকে যেভাবে আয় করবেন

Instagram থেকে  আপনি যেভাবে আয় করতে পারবেন:-

ইনস্টাগ্রামে আয় করার জন্য প্রথমে আপনাকে একটা একাউন্ট খুলতে হবে। এবং একাউন্ট টা অনেক সুন্দর ভাবে তৈরি করতে হবে । 

ইনস্টাগ্রামে আয় করতে হলে আপনাকে ফেমাস হতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে। প্রথমদিকে ইনস্টাগ্রামে আয় করার জন্য আপনাকে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে হবে। প্রোফাইল ফলোয়ার্স বাড়ানোর জন্য যা যা করতে হবে

1.প্রোফাইল Bio লেখা

2.আপনার যেকোনো বিষয়ে কনটেন্ট প্রকাশ করা

3.আপনাকে যেকোনো বিষয়ে famous হওয়া

4.আপনি যে বিষয়ে বিখ্যাত সে কাজের লিংক প্রকাশ করা ইত্যাদি কাজ করা

5.নিয়মিত ছবি পোস্ট করা এবং স্টোরি দেওয়া

1.প্রোফাইল Bio লেখা:

ইনস্টাগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আপনার bio লেখা । এই জিনিসটা আপনাকে অনেক সুন্দর করে লিখতে হবে। যাতে সবাই মনে করে এটা একটা কাজের একাউন্ট। 

প্রোফাইলে Bio লেখা অনেক টা নির্ভর করে আপনার ফলোয়ার বাড়ানোর জন্য। আপনার প্রোফাইল Bio যাতে মানুষকে আকৃষ্ট করে সেই ভাবে আপনাকে আপনার প্রোফাইল Bio লেখতে হবে।

2. আপনার যেকোন বিষয়ে কনটেন্ট প্রকাশ করা:-

আপনি যে কাজ করেন তার বিভিন্ন কনটেন্ট তৈরি করে তা বিভিন্ন সাইটে প্রকাশ করা। এতে আপনি অনেক টা বিখ্যাত এবং পরিচিত হতে পারবেন। এবং অনেক ফলোয়ার বাড়াতে পারবেন।

আপনি যে বিষয়ে পারদর্শী সেই কাজের লিংক প্রকাশ করা, এতে করে আপনার কাজ বিভিন্ন লোকের কাছে পৌঁছে যাবে এবং তারা আপনার কাজের ধরন দেখে আপনাকে ফলো দিবে।

3. আপনাকে famous হওয়া: এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি সেলিব্রিটি হন, এতে আপনার ফলোয়ার আপনা আপনি অনেক ফলোয়ার বেড়ে যাবে।

আপনি সেলিব্রিটি হলে এতে আপনার পরিশ্রম খুব কম হবে , এবং আপনি অনেক তাড়াতাড়ি উপার্জন করতে পারবেন।

4.আপনার কাজের লিংক শেয়ার করা:

আপনি কোন কাজ করে থাকলে তার লিংক প্রকাশ করা, এতেও আপনার ফলোয়ার বাড়ানোর জন্য অনেক উপকার পাবেন

5.নিয়মিত ছবি পোস্ট করা:

আপনাকে ইনস্ট্রাগ্রাম থেকে ফলোয়ার বাড়ানোর জন্য এটাও সবচেয়ে বড় মাধ্যম।

আপনাকে নিয়মিত 3-4 টি ছবি পোস্ট করতেই হবে । এবং ইন্সট্রাগ্রামে সবসময় উন্নত মানের ছবি পোস্ট করতে হবে না হলে আপনি আপনার ফলোয়ারদের খুঁজে পাবেন না। এতে আপনার ফলোয়ার বাড়াতে পারবেন না।

তাই আপনাকে নিয়মিত অনেক সুন্দর পোস্ট শেয়ার করতে হবে এবং স্টোরি শেয়ার করতে হবে এতে আপনার ফলোয়ার অনেক বেড়ে যাবে।

এছাড়াও আপনি আরো বিভিন্ন মাধ্যমে আপনি আপনার ফলোয়ারদের খুঁজে পেতে পারেন ।

ইনস্ট্রাগ্রাম থেকে কিভাবে আয় করবেন? ইনস্ট্রাগ্রাম থেকে কিভাবে আয় করবেন?

এবারে আপনি ফলোয়ার বাড়ানোর পর যেভাবে উপার্জন করতে পারবেন:-

আপনি বিভিন্ন উপায়ে ইনস্ট্রাগ্রাম থেকে টাকা আয় করতে পারবেন।

1.অন্যের account প্রোমোট করে

2.Sponsor Post তৈরি করে

3.নিজের তোলা ছবি আপলোড করে আয় করতে পারবেন

4.নিজের Product বিক্রি করে আয় করতে পারবেন  

এছাড়াও আরো বিভিন্ন মাধ্যমে আপনি আয় করতে সক্ষম হবেন।

1.অন্যের account প্রোমোট করে আয় :

আপনি ইন্সট্রাগ্রামে বিখ্যাত হওয়ার পর থেকেই আপনার ইনস্ট্রাগ্রাম অন্য ধরনের এক পরিবর্তন নিয়ে আসবে।

আপনার ইনস্ট্রাগ্রামে বিভিন্ন মেসেজ আসবে।  মূল কথা হলো আপনার ফলোয়ার বাড়ানোর পর আপনাকে বিভিন্ন সাইট , ব্যান্ড, কোম্পানি ইত্যাদি সংগঠন আপনাকে তাদের তৈরি করা account প্রোমোট করতে বলবে।

আপনি তাদের account প্রোমোট করে নির্দিষ্ট পরিমাণ ফি অর্থাৎ টাকা আয় করতে পারবেন। এতে আপনি 15$-20$  ডলার বা বেশি উপার্জন করতে পারবেন। 

এতে আপনাকে তাদের তৈরি করা account পাবলিশ করতে হবে তাদের ফলোয়ার বাড়িয়ে দিতে হবে।

2. Sponsor post তৈরি করে আয় করতে পারেন:

ইনস্ট্রাগ্রাম থেকে টাকা আয় করার এটা একটা ভালো মাধ্যম হিসেবে কাজ করে থাকে। এর মাধ্যমে ও আপনি অনেক আয় করতে পারেন।

Sponsor post মানে হলো আপনাকে বিভিন্ন Brand, Company, সংগঠনের তৈরি করা পন্য পাবলিশ করতে হবে। যাতে তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তা মানুষ কিনতে পারে এবং বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে। 

তাদের তৈরি করা পন্য ইনস্ট্রাগ্রামে ছাড়া বা পোস্ট করার মাধ্যমে আপনি আয় করতে সক্ষম হবেন । এতে কেউ কোন পন্য কিনলে তার পরিমানে আপনি আয় করবেন। এবং পাবলিশ করার বিনিময়ে ও আপনি টাকা পাবেন।

3. নিজের তোলা ছবি বিক্রি করে আয়:

নিজের দক্ষতায় তোলা আপনার বিভিন্ন ছবি আপনি আপলোড করে বিক্রি করতে পারবেন । এতে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। অনলাইনে আয় করার জন্য এটা ও সবচেয়ে ভালো মাধ্যম। এতে আপনি ইন্সট্রাগ্রামে ছবি আপলোড করতে তো পারবেন ই এছাড়াও এসব তোলা ছবি আপনি বিক্রি করতে পারেন।

আপনি এইসব ছবি অনলাইনে বিভিন্ন মাধ্যমে বিক্রি করতে পারবেন এ বিষয়ে অনলাইনে অনেক website রয়েছে , এই website গুলোতে ছবি আপলোড করে অনেক অনেক আয় করতে পারেন।

ছবি বিক্রি করার জন্য এমন অনেক সাইট রয়েছে যাতে আপনি ছবি বিক্রি করতে পারেন। যেমন,

Shutterstock, Adobe, Alamy, Istock, Getty image, Stocksy, ইত্যাদি।

এছাড়াও আপনি আরো বিভিন্ন সাইটে ছবি আপলোড করে বিক্রি করতে পারবেন।

এখানে বিভিন্ন সাইটে আপনার প্রতি ছবি ডাউনলোড করলে আপনি 1-3 ডলার বোনাস পাবেন।

তবে এখানে মনে রাখতে হবে যে , এখানে অনেক উন্নত মানের ছবি লাগবে । সাধারণ কোন ছবি আপনি আপলোড করতে পারবেন না। এতে আপনি আয় করতে পারবেন না। আরেকটা কথা আপনার নিজের তোলা ছবি বিক্রি করতে পারবেন অন্য কোন সাইট থেকে ছবি ডাউনলোড করলে তা আপলোড হবেই বরং আপনি আরো সমস্যার মধ্যে পড়বেন। তাই এখানে অনেক ভালো এবং উন্নত মানের ছবি লাগবে।

4. নিজের Product বিক্রি করে আয়:

আপনি ইন্সট্রাগ্রামে আপনার বিভিন্ন তৈরি করা পন্য পাবলিশ করে তা বিক্রি করতে পারবেন। 

আপনি অনেক ধরনের পন্য তৈরি বা উৎপাদন করে তা বিভিন্ন সাইটে বিক্রি করতে পারবেন আপনি অনেক ফ্যাশনেবল পোশাক , বিভিন্ন অব্যাহত জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করে তা বিক্রি করেও অনেক আয় করতে পারেন। এতে আপনার ফলোয়ারেরাও আপনার পন্য কিনতে পারেন অন্যরাও কিনতে পারেন।

এছাড়াও আপনি Affiliate marketing এর মাধ্যমে অনেক টাকা আয় করতে পারবেন। অনলাইনে ইনকাম করার এটা একটা জনপ্রিয় মাধ্যম। Affiliate marketing এর মাধ্যমে আপনি বিভিন্ন ভাবে অনেক Earn করতে পারবেন।

সবশেষে , 

ইনস্ট্রাগ্রামে আপনি এসব মাধ্যম ছাড়াও আরো অনেক মাধ্যমে টাকা আয় করতে পারবেন। এবং অনেক টাকা আয় করতে পারেন। এতে আপনার প্রচুর পরিমাণে ফলোয়ার দরকার। ফলোয়ার বাড়ানোর জন্য আপনি বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন।

আজকের মতো এটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। 

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Sayhanur Rahman - Apr 16, 2022, 2:21 PM - Add Reply

Good.

You must be logged in to post a comment.
Sayhanur Rahman - Apr 16, 2022, 2:22 PM - Add Reply

Ei rokom post kujtecilam

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ