কিভাবে অনলাইনে ইনকাম করা যায়?

পৃথিবীর কোটি কোটি মানুষ এই মাধ্যম ব্যবহার করে লাখ লাখ টাকা ইনকাম করছে৷ পৃথিবীর বড় বড় কয়েকটি মার্কেটপ্লেসের মধ্যে রয়েছে, ফ্রিলান্সার, আপওয়ারক, ফাইভার, ইত্যাদি।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

যেগুলোতে ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। গ্রাফিকস ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ করা যায়

আমাদের সবারই একটি প্রশ্ন থাকে, "কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়"। আসলে বর্তমান সময়ে অনলাইনে টাকা ইনকাম করাটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে ৷

আর এটি অন্য সব ইনকামের রাস্তার থেকে অনেক সহজ একটি ইনকামের রাস্তা। সম্প্রতি এটি এতই জনপ্রিয় যে গুগলে সার্চ রেজাল্টের সবার উপরে এই প্রশ্নটি৷

"Pew Research centre" একটি প্রতিবেদনে জানা যায়, প্রায় ২৪% আমেরিকান মানুষ অনলাইনে ইনকাম করে থাকে৷ সারা বিশ্বের টা তাহলে কতো৷ আর ২০২৩ সালে সেটা কি পরিমান হয়ে দাড়িয়েছে…! আন্দাজ করুন।

এবার আসুন দেখা যাক কিভাবে অনলাইনে ইনকাম করা যায় তার উত্তরঃ 

অনলাইনে থেকে ইনকাম করার অনেক রাস্তা আছে৷ আপনকে আগে সেখানে নিজের জায়গা করে নিতে হবে৷ তাহলেই কেবল মাত্র আপনি ইনকাম ক্ক্রতে পারবেন ৷

আপনাকে যেকোনো একটি বিষয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে৷ নিজের স্কিল ডেভেলাপ করতে হবে তা না হলে আপনার দ্বারা ইনকাম সম্ভব নয়৷ 

অনলাইনে ইনকামের অনেকগুলো সেক্টরের মধ্য প্রথমেই যেটা চলে আসে সেটা হল,

অনলাইন মার্কেটপ্লেসঃ

অনলাইন মার্কেটপ্লেস হল পৃথিবীর সব থেকে জনপ্রিয় অনলাইন আর্নিং মাধ্যম। পৃথিবীর কোটি কোটি মানুষ এই মাধ্যম ব্যবহার করে লাখ লাখ টাকা ইনকাম করছে ৷

পৃথিবীর বড় বড় কয়েকটি মার্কেটপ্লেসের মধ্যে রয়েছে, ফ্রিলান্সার, আপওয়ারক, ফাইভার, ইত্যাদি। এসব মার্কেটপ্লেসে কাজ করতে হলে যেকোনো একটি বিষয়ের উপর নিজেকে দক্ষ করতে হবে ৷

সেটা হতে পারে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। গ্রাফিকস ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, ভিডিও এডিটিং,  কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি ইত্যাদি?

ওয়েব সাইট থেকে ইনকামঃ

নিজের একটি ওয়েবসাইট বানিয়েও অনলাই থেকে ইনকাম করা যায়৷ ব্লগার বা ওয়ার্ডপ্লেস দিয়ে নিজের একটি ব্লগিং ওয়েবসাইট বানিয়ে সেখানে নিজের তৈরি করা কন্টেন্ট লিখে ইনকাম করা যায় ৷

সেক্ষেত্রে নিজের একটি নিশ বাচাই করে নিয়ে আপনি লিখা শুরু করতে পারেন৷ আপনার ওয়েবসাইটে ভিজিটর সংখ্যা বাড়ানোর জন্য এটা আপনাকে এসইও করে গুগলের সার্চ রেজাল্টের প্রথম দিকে নিয়ে আসতে হবে ৷

পরে সেখানে এডসেন্স এর অ্যাড লাগিয়ে ইনকাম করতে পারবেন৷ আবার বিভিন্ন কোম্পানির স্পন্সর করে বা নিজের কোনো প্রোডাক্ট বিক্রি করেও ইনকাম করতে পারবেন৷ 

এফিলিয়েট মার্কেটিংঃ

বর্তমান সময়ে সব থেকে বেশি জনপ্রিয় অনলাইন ইনকামের মাধ্যম হলো এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং হল, অন্য কারো প্রোডাক্ট বিক্রি করে সেখান থেকে কমিশন নেওয়া ৷

সহজ ভাবে বলতে গেলে, মনে করুন আমার ১০০টি পাঞ্জাবি আছে আপনাকে বললাম, আমার পাঞ্জাবি গুলো আপনি বিক্রি করে দেবেন আর বিনিময়ে আমি আপনাকে প্রতি সেলে ৩০% করে টাকা দেব।

এখানে কোনো ধরা-বাধা সময়ের নিয়ম নেই বলে সবাই অনলাইনে ইনকামের জন্য এটি বাচাই করে থাকেন।

এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য প্রথমে আপনাকে কোনো একটি এফিলিয়েট ওয়েবসাইটে যুক্ত হতে হবে ৷

সবথেকে জনপ্রিয় কয়েকটি এফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট হল, Amazon, Click bank, Worrior plus, JVzoo, dgstore24 ইত্যাদি৷ 

নিজের প্রোডাক্ট বিক্রি করে ইনকামঃ

আপনার যদি নিজের কোনো প্রোডাক্ট থাকে তাহলে সেটিকে অনলাইনে বিক্রি করে ইনকাম করতে পারেন। যেটাকে বলা হয় অনলাইন বিজনেস। 

ক্রয়বিক্রয়ের জন্য সব থেকে জনপ্রিয় মাধ্যম হল অনলাইনে৷ এখানে প্রায় সব ধরনের মানুষের আনাগোনা থাকে৷ তাই এখানে যেকোনো ধরনের প্রোডাক্ট বিক্রি করা সহজ ৷

প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে অন্য সব মাধ্যম থেকে এই মাধমটি অনেক জনপ্রিয়৷ ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা বরতমানে আরো সহজ হয়ে গেছে৷ যেখানে প্রতিদিন শতশত প্রোডাক্ট বিক্রি হচ্ছে।

ফেসবুক পেজে বা গ্রুপের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা যায়৷ যদি আপনার বন্ধুদের ভালো একটি গ্রুপ থাকে বা আপনার নিজের একটি বিজনেস পেজ থাকে সেখান থেকে আপনি প্রোডাক্ট বিক্রি করে আয় করতে পারেন৷ 

পরিশেষে,

চারদিকে চোখ কান খোলা রাখুন, জানুন, শিখুন এবং এক্সপেরিমেন্ট করুন৷ অনলাইন ইনকাম করা এখন আগের মত এতো জটিল নয়৷ কারন ইন্টারনেট টেকনলজি দিন দিন আপডেড হচ্ছে ৷

আর দিন দিন টেকনোলজির সাথে নিজেকে আপডেড করতে না পারলে আপনি বুঝতেই পারবেন না কোন মাধ্যম আপনার জন্য পারফেক্ট এবং কোথায় আপনার সময় দেয়া উচিত ৷

না হলে অনলাইনে ইনকামের চেষ্টা আপনার জন্য শুধু সময় ব্যয় করা ছাড়া আর কিছুই নয়৷ 

আর্টিকেলটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন ৷ ধন্যবাদ

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

My name is Maya. I am Freelancer. I'm working as a freelancer in some marketplace as a Content writing.