গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স

গার্ডিয়ান স্টেজ প্লান

গার্ডিয়ান ৩/৪/৫ কিস্তি মেয়াদি বিমা।বেশির ভাগ জীবন জীবন বিমা পরিকল্পে মায়াদ পূর্ণ হলে বিমাগ্রহিতাকে বিমা অংক পরিশোদ করা হয়।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

কিন্তু মানুষের অনিচ্ছিত জীবনে অর্থের প্রয়োজন যে কোন সময় হতে পারে,জেমন সন্তানের শিক্ষা ,বিবাহ ,বিনিয়োগ ও সঞ্চয়ের জন্য যে কোন সময়ের অর্থের প্রয়োজন হয়।

গার্ডিয়ান লাইফ ইন্সুরেঞ্জ লিমিটেড গ্রাহকের এরুপ চাহিদা বিবেচনা করে ৩-৪-৫ কিস্তি মেয়াদি বিমা করেছে জাতে বিমার টাকা বিমা মেয়াদের বিভিন্ন পর্যায়ে গ্রাহককে প্রদান করা হয়।

অথাৎ বিমার অংক বিমা মেয়াদ শেষে একবারে না দিয়ে বিমা মেয়াদের বিভিন্ন পর্যায়ে নিদিষ্ট হারে প্রদান করা হয় জাতে বিমাগ্রহিতা তা দিয়ে জরুরি অর্থের প্রয়োজন মেটাতে পারেন।

এখানে উল্লেখ্য যে ,শেষ কিস্তির সাথে লাভ বা মুনাফাও প্রদান করা হয়।

গার্ডিয়ান ৩ কিস্তি মেয়াদি বিমাঃ

পরিকল্পের বৈশিষ্ট্য , শর্ত ও নিয়মাবলি-

বিমা পরিকল্পের মেয়াদঃ ১২,১৫,১৮,২১ অথবা ২৪ বছর।

বিমা অংকঃ যে কোন বিমা অংক ,নুন্নতম ১,০০,০০০ টাকা।

বিমাগ্রহিতার বয়সঃ ২০ থেকে ৫০ বছর।

প্রিমিয়াম প্রদান পদ্ধতিঃ বার্ষিক ,ষাণ্মাসিক , ত্রইমাসিক অথবা মাসিক।

এই পরিকল্পের সাথে নিম্নলিখিত এক বা একাধিক সহযোগী বিমা নেয়া জেতে পারে-

(১) পিডীএফ (PDF) – দুর্ঘটনাজনিত মৃত্যু ও অঙ্গহানি বিমা। (২) ডিআইএবি (DIAB)-দিগুন দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা। (৩) স্বাস্থ্য বিমা (Health Insurance)   (4)গুরুবাধি বিমা (Critical Lllness)

বিমাগ্রহিতার যোগ্যতাঃ বিমাগ্রহিতা সুসাস্থের অধিকারি হতে হবে এবং বিমাগ্রহিতার নিজস্ব , বৈধ ও নিয়মতি উপার্জন থাকতে হবে।

পরিকল্পের সুবিধাসমূহঃ

১) বিমা পলিসির মেয়াদপূর্তির পূর্বে ও মেয়াদপূর্তিতে পরিকল্প চালু থাকা সাপেক্ষে ৩ কিস্তিতে মুল বিমা অংক অর্জিত লাভ/মুনাফা সহ প্রদান করা হয়,অর্থাৎঃ

** প্রথম কিস্তি -পলিসির এক তৃতিয়াংশ মেয়াদপুরতিতে বিমা অংকের ২৫%

** দ্বিতিয় কিস্তি -পলিসির দুই তৃতিয়াংশ মেয়াদপূর্তিতে বিমা অংকের ২৫%

** তৃতিয় কিস্তি –পলিসির মেয়াদাত্তে বমা অংকের বাকি ৫০% অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়।

২) প্রথম অথবা দ্বিতীয় কিস্তি প্রদানের পরও পরিকল্প চালু থাকা সাপেক্ষে মেয়াদপূর্তির পূর্বে বিমাগ্রহিতার মৃত্যুতে তার মনোনীত বাক্তির সম্পূর্ণ বিমা অংক অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়।

৩) বিমা পলিসির  মেয়াদপূর্তিতে মূল বিমা অংকের বাকি ৫০% অর্জিত লাভ/মুনাফাসহ বিমাগ্রহীতাকে প্রদান করা হয়।

৪) বিমা পলিসির মেয়াদপূর্তির পূর্বে পলিসি চালু অবস্থায় যদি বিমা গ্রহিতার মৃত্যু ঘটে তাহলে তার মনোনীত ব্যাক্তিকে সম্পূর্ণ মুলবীমা অংক অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়।

৫) পেইড আপ অপশন – কমপক্ষে ২ বছরের প্রিমিয়াম প্রদানের পর বিমাগ্রহিতা যদি কোন কারনে পলিসি চালু রাখতে অক্ষম হন , তাহলে পলিসিটি পেইড আপ বা হ্রাক্রিত মূল্য পরিশোধিত বিমার রূপান্তরিত হবে।

৬) সমপ্রন মূল্য ও ঋণ সুবিধা – কমপক্ষে ২ বছরের প্রিমিয়াম প্রদানের পর পলিসি সমপন মূল্য অর্জন করে। সমপন মূল্য অর্জন করার পর বীমাগ্রহীতা সমপন মুলের সরবোচ্চো  ৯০% পর্যন্ত ঋণ গ্রহন করতে হবে।

৭) আয়কর রেয়াত সুবিধা – প্রতি বছর প্রদত্ত প্রিমিয়ামের উপর প্রযোজ্য হারে কর রেয়াতের সুবিধা পাওয়া যাবে।

গার্ডিয়ান ৪ কিস্তি মেয়াদি বিমা

পরিকল্পের বৈশিষ্ট , শর্ত ও নিয়মাবলিঃ

বিমা পরিকল্পের মেয়াদঃ ১২ ,১৬ ,২০ ,অথবা ২৪ বছর।

বীমা অংকঃ যেকোন বীমা অংক , ন্যূনত্বম ১,০০,০০০ টাকা।

বিমাগ্রহিতার বয়সঃ ২০ থেকে ৫৩ বছর।

প্রিমিয়াম প্রদান পদ্ধতিঃ বাষিক , ষাণ্মাসিক , ত্রৈমাসিক অথাবা মাসিক।

এই পরিকল্পের সাথে নিম্নলখিত এক বা একাধিক সহযোগী বিমা নেয়া জেতে পারে—

(১)  পিডিএবি (PDAB) – দুর্ঘটনাজনিত মৃত্যু ও অঙ্গহানি বিমা (২) ডিআইএবি (DOAB)-দিগুন দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা । (৩)  স্বাস্থ্য বীমা (Health Insureance) (4) গুরুব্যাধি বিমা (Critical Lllness)

বিমাগ্রহিতার যোগ্যতাঃ বিমাগ্রিহিতা সুসাস্থের অধিকারি হতে হবে এবং বিমাগ্রহিতার নিজস্ব , বৈধ ও নিওমিত উপার্জন থাকতে হবে।

পরিকল্পের সুবিধাসমূহ

১) বিমা পলিসির মেয়াদপুরতিতে পরিকল্প চালু থাকা সাপেক্ষে ৪ কিস্তিতে মুল বিমা অংক অর্জিত লাভ /মুনাফাসহ অর্জন করা হয়,অর্থাৎঃ

** প্রথম কিস্তি পলিসির এক চতুর্থাংশ মেয়াদপুরতিতে বিমা অংকের ২০%

** দ্বিতীয় কিস্তি – পলিসির দুই  চতুর্থাংশ মেয়াদপুরতিতে বিমা অংকের ২০%

** তৃতিয় কিস্তি – পলিসির তিন চতুর্থাংশ মেয়াদপুরতিতে বিমা অংকের ২০%

** চতুর্থ কিস্তিঃ পলিসির মেয়াদান্তে বিমা অংকের ৪০% ও অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়।

২) প্রথম, দ্বিতীয় ও তৃতিয় কিস্তি প্রদানের পরও পরিকল্প চালু থাকা সাপেক্ষে মেয়াদপুরতির পূর্বে বিমাগ্রহিতার মৃত্যুতে তার মনোনীত বাক্তিকে সম্পুরন বিমা অংক লাভ/মুনাফা সহ প্রদান করা হয়।

৩) বিমা পলিসির মেয়াদপুরতিতে  মূল বিমা অংকের বাকি ৫০% অর্জিত লাভ/মুনাফাসহ বিমাগ্রহিতেকে প্রদান করা হয়।

৪) বিমা পলিসির মেয়াদপূর্তির পূর্বে পলিসি চালু অবস্থায় যদি বিমাগ্রহিতার  মৃত্যু ঘটে তাহলে তার মনোনীত ব্যাক্তিকে সম্পূর্ণ মূলবীমা অংক অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়।

৫) পেইড আপ অপশন- কম্পক্ষে ২ বছরের প্রিমিয়াম প্রদানের পর বিমাগ্রহিতা যদি কোন কারনে পলিসি চালু রাখতে অক্ষম হন , তাহলে পলিসিটি পেইড আপ বা হ্রাসকৃত মূলো পরিশোধিত বীমায় রূপান্তরিত হবে।

৬) সমর্পণ মূল্য ও ঋণ সুবিধা – কম্পক্ষে ২ বছরের প্রিমিয়াম প্রদানের পর পলিসি সমর্পণ মূল্য অর্জন করবে। সমর্পণ মূল্য অর্জন করার পর বিমাগ্রহিতা সমর্পণ মূলের সরবচ্চো  ৯০% পর্যন্ত ঋণ গ্রহন করতে পারবেন।

৭) আয়কর রেয়াত সুবিধা – প্রতি বছর প্রদত্ত প্রিমিয়ামের উপর প্রয়োজ্জ হারে কর রেয়াতের সুবিধা পাওয়া যাবে।

গার্ডিয়ান   ৫ কিস্তি মেয়াদি বিমা

পরিকল্পের বৈশিষ্ট্য , শর্ত ও নিয়মাবলিঃ

বিমা পরিকল্পের মেয়াদঃ ১০,১৫,২০,২৫ অথবা ৩০ বছর ।

বিমা অংকঃ জেকোনবিমা অংক , নুন্নতম ০,০০,০০০ টাকা।

বিমাগ্রহিতার বয়সঃ ২০ থেকে ৫৫ বছর ।

প্রিমিয়াম প্রদান পদ্ধতিঃ বার্ষিক ,ষাশ্নাসিক, ত্রৈমাসিক অথবা মাসিক।

এই পরিকল্পের সাথে নিম্নোলিখিত এক বা একধিক সহযোগী বীমা নেয়া জেতে পারে-

(১) পিডিএবি(PDAB)-দুর্ঘটনাজনিত মৃত্যু ও অঙ্গহানি বিমা (২) ডিআইএবি (DIAB) দ্বিগুণ দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা (৩) সাস্থ বিমা (Health Insurance) (৪) গুরুব্যাধি বীমা (চ্রিতিচাল ল্ললিনেসস)

বিমাগ্রহিতার জোজ্ঞতাঃ  বিমাগ্রহিতা সুসাস্থের অধিকারি হতে হবে এবং বিমাগ্রহিতার নিজস্ব , বৈধ ও নিয়মিত উপার্জন থাকতে হবে।

পরিকল্পের সুবিধাসমূহ

(১) বিমা পলিসিরমেয়াদপুরতির পূর্বে ও মেয়াদপুরতিতে পরিকল্প চালু থাকা সাপেক্ষে ৫ কিস্তিতে মুল বিমা অংক অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়,অর্থাৎঃ

** প্রথম কিস্তি পলিসির এক পঞ্চমাংশ মেয়াদপূর্তিতে বীমা অংকের ১০%

** দ্বিতীয় কিস্তি – পলিসির দুই  পঞ্চমাংশ মেয়াদপূর্তিতে বীমা অংকের ১৫%

** তৃতীয় কিস্তি – পলিসির তিন পঞ্চমাংশ মেয়াদপূর্তিতে বীমা অংকের ২০%

** চতুর্থ কিস্তি – পলিসির চার মেয়াদপূর্তিতে বীমা অংকের ২৫%

** পঞ্চম কিস্তি – পলিসির মেয়াদান্তে বীমা অংকের বাকি ৩০% অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়।

২) প্রথম , দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ কিদতি প্রদানের পরও পরিকল্প চালু থাকা সাপেক্ষে মেয়াদপুরতির পূর্বে বিমাগ্রহিতার মৃত্যুতে তার মনোনীত বাক্তিকে সম্পূর্ণ বীমা অংক অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়।

৩) বিমা পলিসির মেয়াদপূর্তিতে মূল বীমা অংকের বাকি ৫০% অর্জিত লাভ/মুনাফাসহ বিমাগ্রহিতাকে প্রদান করা হয়।

৩) বিমা পলিসির  মেয়াদপূর্তিতে পূর্বে পলিসি চালু অবস্থায় যদি বিমাগ্রহিতার মৃত্যু ঘটে তাহলে তার মনোনীত বাক্তিকে সম্পূর্ণ মুলবীমা অংক অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়।

৪) বিমা পলিসির  মেয়াদপূর্তির পূর্বে পলিসি চালু অবস্থায় বিমাগ্রহিতার মৃত্যু ঘটে তাহলে তার মনোনীত বাক্তিকে সম্পূর্ণ মুল বীমা অংক অর্জিত লাভ/মুনাফাসহ প্রদান করা হয়।

৫) পেইড আপ অপশন – কম্পক্ষে ২ বছরের প্রিমিয়ান প্রদানের পর বিমাগ্রহিতা যদি কোন কারনে পলিসি চালু রাখতে অক্ষম হন , তাহলে পলিসিটি পেইড আপ মূল্য পরিশোধিত বীমায় রূপান্তরিত হয়।

৬) সমর্পণ মূল্য ও ঋণ  সুবিধা – কম্পক্ষে ২ বছরের প্রিমিয়াম প্রদানের পর পলিসি সমর্পণ মূল্য অর্জন করবে।সমর্পণ মূল্য অর্জন করার পর বিমাগ্রহিতা সমর্পণ মূলের সরবচ্চো ৯০% পর্যন্ত ঋণ গ্রহন করতে পারেন।

৭) আয়কর রেয়াত সুবিধা – প্রতি বছর প্রদত্ত প্রিমিয়ামের উপর প্রযোজ্য হার কর রেয়াতের সুবিধা পাওয়া যাবে। জারা এই জব করতে চাও তারা ইমেইল কর [email protected]

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

বাস্তব জিবনের কাহিনী ,মানুষের জিবনে অনেক কিছুই ঘটে থাকে যেমন আমার জিবনে অনেক কস্ট সহ্য করতে হয়েছে জা আমি হয়তো মৃত্যুর আগ মুহূর্ত ভুলতে পারবো না।