Google Assistant কি এবং কেন ব্যবহার করা হয়

আমরা সবাই Iron man এর সিনেমা দেখেছি। যেখানে মিথেল স্টার্ক তার কন্ঠ দিয়ে তার সুটকে কন্ট্রোল করত। মুভিটি দেখে আমিও আপনাদের মতো অনুপ্রাণিত হয়েছিলাম। যদি আমার কাছেও এমন সুট থাকত! আমাদের কাছে Iron man এর সুট না থাকলেও আমাদের কাছ যে স্মার্টফোন আছে তাতে আপনি আপনার কন্ঠ বা Voice ব্যবহার করে আপনার ফোন চালাতে পারবেন। আর এটা করা খুবই সহজ। কাজটি করার জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটির নাম Google Assistant.

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

গুগল আসিস্টান্ট ।। Google Assistant

Google Assistant কি?

গুগল অ্যাসিস্ট্যান্ট বা google assistant হলো গুগল কর্তৃক নির্মিত একটি ভার্চুয়াল Assistant। যা AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হয়, এখানে আপনি Voice Command ব্যবহার করে মোবাইল ফোনের বিভিন্ন অপশন চালাতে পারবেন।

এমনকি এখানে একটি Male Voice এবং  Female Voice দ্বারা কমান্ডের প্রতিক্রিয়া পাওয়া যায় এবং স্মার্টফোনের প্রায় সকল প্রকার কার্যক্রম সম্পাদন করা যায়। যা আমরা বিভিন্ন মুভি বা সিনেমায় দেখতে পাই। এটা আসলেই একটি কাজের assistant.

Assistant কি করতে পারে?

গুগল অ্যাসিস্ট্যান্ট অনেক কাজ করতে পারে তার মধ্যে অন্যতম-

  •  ইউটিউবে ভিডিও চালাতে পারে।
  •  স্মার্ট হোম ডিভাইস চালাতে এবং নিয়ন্ত্রণ করতে পারে।
  •  ফ্ল্যাশলাইট অন অফ করতে পারে।
  •  এলার্ম সেট করতে পারে।
  •  রিমাইন্ডার সেট করতে পারে।
  •  ফোনের App open করতে পারে।
  •  সময় জানাতে পারে।
  •  আবহাওয়া জানাতে পারে।
  •  কল করতে পারে।
  •  এসএমএস বা ই-মেইল পাঠাতে পারে।
  •  খবর পড়তে পারে।
  •  Web Search বা ওয়েব সার্চ করতে পারে।
  •  জোক শুনিয়ে হাসাতে পারে।
  •  প্রাণীর শব্দ শোনাতে পারে।
  • Screen read বা পড়তে পারে।

আরোও পড়ুনঃ সেরা ৩টি এন্ড্রয়েড মোবাইল স্ক্রিন রেকর্ডিং অ্যাপস

Google assistant Apk

Google assistant Apk Download করার জন্য আপনাকে চলে যেতে হয় প্লে স্টোরে ( Play Store ) এবং সার্চ করুন গুগল অ্যাসিস্ট্যান্ট। সর্বপ্রথমে থাকা Google LLC কোম্পানি কর্তৃক প্রকাশিত গুগোল অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি ডাউনলোড করুন। অথবা এই লিংকে ক্লিক করুন download google assistance .

Google Assistant for PC

Google LLC কোম্পানি Google Assistant for PC বা পিসি এর জন্য গুগল অ্যাসিস্ট্যান্টের কোন সংস্করণ বা version বের করেনি কিন্তু আপনি চাইলে github থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট আপনার পিসিতে ইন্সটল করতে পারেন। আপনি যদি পিসিতে গুগোল অ্যাসিস্ট্যান্ট চালাতে চান তবে কমেন্টে জানান। 

কিভাবে Google assistant ভাষা পরিবর্তন (language change) করে?

গুগল এসিস্ট্যান্ট প্রায় ৯০টি দেশে ৩০টি ভাষায় কথা বলতে পারে। আর এর মধ্যে বাংলা ভাষা অন্যতম। তাই এটা বাংলা ভাষাতেও কথা বলতে পারে। শুরুতে হয়ত ইংরেজিতে কথা বলবে। কিন্তু আপনি চাইলে সে বাংলাতে কথা বলবে আর এর জন্য বলতে হবে "Speak in Bangla". আরও অন্যান্য ভাষাও কথা বলতে পারে।

অর্থাৎ একটি Command দিয়ে Google assistant language change করতে পারবেন। কমান্ডটি হলো "Speak in ভাষার নাম"। এভাবে আপনি চাইলে যেকোনো ভাষায় কথা বলাতে পারেন।

Google Assistant কিভাবে কাজ করে?


এই অ্যাপটি মূলত speech to text এবং text to speech এর সমন্বয়ে কাজ করে থাকে। Assistant টি প্রথমে speech to text প্রক্রিয়ায় user বা ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট গ্রহণ করে। প্রাপ্ত ইনপুট তথ্য তার কোডের সাথে মেলায় এবং মিলে গেলে আউটপুট হিসেবে text বের হয়ে আসে।

পরবর্তীতে text to speech প্রক্রিয়ায় কন্ঠ বা ভয়েজ রূপে ইউজারকে Final আউটপুট দেয়। সাথে সাথে কোডের Output এক্সিকিউট করে। আর এটি খুবই স্বল্প সময়ের মধ্যেই কাজটি করতে সক্ষম।

Hey Google

গুগল অ্যাসিস্ট্যান্ট এর একটা Cool feature হলো "ওকে গুগল" বা "হেই গুগল"। এই কমান্ড ব্যবহার করে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ খুব সহজেই On করতে পারবেন। তার জন্য আমাদের একটু কিছু সেটিং করতে হবে। কন্ঠ দ্বারা Google Assistant খোলার জন্য আপনাকে যে সেটিংস গুলো করতে হবে-

  • Google app এ চলে যান।
  • অ্যাপের উপরের ডান দিকের কোনায় যে User account থাকবে তাতে ট্যাপ করতে হবে।
  • ফলে একটি উইন্ডো ওপেন হবে।
  • সেখান থেকে Settings এ ক্লিক করবেন।
  • তারপর Google Assistant এ ট্যাপ করবেন।
  • অতঃপর Hey Google and Voice Match এ ট্যাপ করবেন।
  • নিচের দিকে যে বাটনটা থাকবে তাতে ট্যাপ করুন।
  • এরপর একটা নতুন উইন্ডো আসবে এবং Next এ ক্লিক করুন।
  • পরবর্তীতে I agree বাটন এ ট্যাপ করুন।
  • এরপর আপনাকে ৪ বার বলতে হবে Ok Google অথবা Hey Google
  • অতঃপর Ok বাটনে ক্লিক করুন

এখন থেকে মোবাইল ফোনের স্ক্রিন অন থাকা অবস্থায় আপনার ভয়েজ ব্যবহার করেই Google assistance access করতে পারবেন।

আজকের লেখাটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আগামী আর্টিকেলে ইনশাল্লাহ Google Assistant Commands  নিয়ে লিখব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Afia Sikder - Jan 25, 2022, 10:41 PM - Add Reply

Good job

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

I am a student. I like to read and write in my pleasure time. I have also a passion to the technology fields. To make my passion true, I have joined this blog.