ফোন নাম্বার ছাড়া gmail accaound খোলার বাংলা নিয়ম ?

বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তা হলো : ফোন নাম্বার ছাড়া gmail accaound খুলা । কোথাও কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন । পোষ্ট টা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবে ।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

মোবাইল নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট

আজ আমি নাম্বার দিয়ে ভেরিফিকেশন কিংবা অ্যাক্টিভেশন করা ছাড়াই একাধিক জিমেল অ্যাকাউন্ট খোলার ৩টি কার্যকরী পদ্ধতি জানাবো।

সবগুলো পদ্ধতিই চেক করে দেখার জন্যে আমার বিশেষ অনুরোধ থাকলো।

পদ্ধতি-১ মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করুন। আপনার কম্পিউটার বা স্মার্টফোনে যদি মজিলা ফায়ারফক্স ডাউনলোড করা না থাকে, তবে এখনই করে নিন।

আর ডাউনলোড করা থাকলে তো নতুন করে করার প্রয়োজন নেই।

যাইহোক, মজিলা ফায়ারফক্স ব্যবহার করে জিমেল অ্যাকাউন্ট খুলতে নিচের স্টেপগুলো ফলো করুন।

ডানপাশের একদম উপরের কর্নারে থাকা ফায়ারফক্স মেন্যতে ক্লিক করুন। সেখান থেকে New Private Window- তে ক্লিক করুন।

এটি নতুন একটি ওয়েব পেজ শো করবে। এই পেজে gmail.com লিখে এন্টার চাপুন। জিমেল অ্যাকাউন্ট খোলার পেজ ওপেন হবে।

এই পেজে থাকা Create a New Account লেখাটিতে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিন।

পদ্ধতি-২ গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন। কাস্টোমাইজ ও কন্ট্রোল প্যানেলে যান, ডানপাশের উপরের কর্ণারে থাকা তিনটি ফোটার উপর ক্লিক করুন। অনেকে এটাকে সেটিংস্ পেজ বলে থাকেন।

যাইহোক, এখানে ক্লিক করলে New Tab, New Window, New Incognito Window সহ আরো অনেক অপশন দেখতে পাবেন।

New Incognito Window-তে ক্লিক করে একটি প্রাইভেট উইন্ডো ওপেন করুন। নতুন যে ওয়েবপেজটি ওপেন হবে, সেটাতে gmail.com লিখে এন্টার চাপুন।

এরপর, Create a New Account লেখাটিতে ক্লিক করে নেম, ইউজার নেম, পাসওয়ার্ডসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে নিন।

ফোন নাম্বারের ঘরটি খালি রেখে দিন। পরবর্তীতে Skip this verification আনচেক করে দিয়ে ফোন নাম্বার দেয়া থেকে বিরত থাকুন এবং তার বদলে ক্যাপচা পূরণ করার অপশনটি বেছে নিন।

Next বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট খোলাটা সম্পূর্ণ করুন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ