ফাইভার (Fiverr) কি? ফাইভার থেকে ইনকাম করার এ টু জেড গাইড লাইন।

আস্সালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবারো আমি আপনাদের জন্য নতুন আর একটি টপিক নিয়ে হাজির হয়ে গেলাম।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ;-ফাইভার (Fiverr) কি? ফাইভার থেকে ইনকাম করার এ টু জেড গাইড লাইন। 

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

 ত চলুন বন্ধুরা আর কথা না বলে শুরু করে দেই আমাদের আজকের মূল আলোচনা।

আর্টিক্যাল সূচনা:-

Fiverr এক টি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম।এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।আর ফাইভারে সহজে কাজ পাওয়া যায় বলেই এর জনপ্রিয়তা দিনদিন আর বৃদ্ধি পাচ্ছে।

ফাইভার হলো এমন একটি মার্কেটপ্লেস যেখানে একজন ব্যক্তি নিজের দক্ষতা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ খুঁজে পেতে পারবে এবং ইনকাম করতে পারবন।আর আমাদের দেশেই এমন অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা ঘরে বসে ফাইভারে কাজ করে প্রতিমাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন। 

এখন হয়ত আপনারদের মনে ইচ্ছে জাগতে পারে ফাইভার থেকে ইনকাম করার। তাই, আজ আমি হাজির হয়ে গেলাম আপনাদের জন্য সর্ম্পূণ গাইডলাইন নিয়ে।

এই আর্টিক্যালটি পড়ে আপনারা ফাইভার থেকে ইনকাম করার উপায়, সমস্ত তথ্য,  সমস্যা এবং সমাধান সবকিছু জানতে পারবেন ইনশাআল্লাহ।

ত চলুন বন্ধুরা কিকি রয়েছে আমাদের আজকের আর্টিক্যালে তা এক নজরে দেখে নেই। 

আর্টিক্যাল সূচি :-

1. ফাইভার কি? What is Fiverr?

2. ফাইভারে কি ধরনের কাজ পাওয়া যায়?

3. কিভাবে ফাইভার সেলার একাউন্ট তৈরি করবেন?

1. ফাইভার কি? What is Fiver?

ফাইভার হলো কেনা বেচার একটি Online marketplace।  আর যেহেতু এটি একটি Online marketplace তাই এখানে বিভিন্ন রকম Freelance service প্রদান করা হয়।

আর ফাইভার এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে Freelancers রা তাদের জন্য বিভিন্ন কাজ বা consumer খুঁজতে পারেন।আবার একজন গ্রাহক ও তাদের বিভিন্ন রকম কাজ করানোর জন্য ফাইভার ওয়েবসাইট ব্যবহার করে অনেক Freelancer পেয়ে যাবেন।

একটু সহজ ভাষায় বলতে গেলে, বিক্রয় ডট কম আমাদের দেশে যে কাজ করছে ফাইভার ও ঠিক একি কাজ সারা পৃথিবী জুড়ে করছে।তবে তাদের মধ্যে একটি পার্থক্য রয়েছে, বিক্রয়  ডট কম ফিজিক্যাল জিনিস ক্রয় - বিক্রয় করার প্লাটফর্ম আর অন্যদিকে ফাইভার হলো ডিজিটাল পণ্য ক্রয়- বিক্রয়  করার প্ল্যাটফর্ম।

তবে,  Fiverr marketplease এর মতো  আরো অনেক  Online marketplease রয়েছে। যেমন:-

  • WWW.freelancer.com
  • WWW.upwork.com
  • WWW.guru.com

তবে এগুলো ছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে।

2. ফাইভারে কি ধরনের কাজ পাওয়া যায়?

ফাইভারে ঠিক কি ধরনের কাজ পাওয়া যায় তা ঠিক করে বলা যাবেনা।কারন এখানে ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্ন কাজের জন্য এখানে আসেন এবং freelancer খুঁজেন। ফাইভারে হাজার হাজার কাজ পাওয়া যায়।

ফাইভারে কাজের ক্যাটাগরি :-

  • Digital marketing.
  • Writing & translation.
  • Video & animation.
  • Music & audio.
  • Business.
  • Lifestyle.
  • Graphics & design.
  • Programming & teach. 

আবার প্রতিটা ক্যাটাগরিতে ১০০+ সাব-ক্যাটাগরি রয়েছে। আপনার দক্ষতা অনুযায়ী আপনি ফাইভারে কাজ খুঁজে পেয়ে যাবেন।

3. কিভাবে ফাইভার সেলার একাউন্ট তৈরি করবেন?

ফাইভারে কাজের জন্য প্রথমে আপনাকে একটি সেলার একাউন্ট তৈরি করতে হবে।ত চলুন দেখে নেই কিভাবে ফাইভার সেলার একাউন্ট তৈরি করা যায়?  How to create a fiverr account bangla tutorial?

>> প্রথমে ফাইভার হুমপেজ থেকে " become a seller " লেখার উপর ক্লিক করুন।

>> এবার, একাউন্ট তৈরি করার জন্য আপনি যদি Facebook অথবা GMail একাউন্ট ব্যবহার করতে চান তবে Facebook অথবা GMail এর icon এ ক্লিক করুন। 

>> আর যদি আপনি নিজের email এর মাধ্যমে একাউন্ট তৈরি করতে চান, তবে email ID দিয়ে "continue " তে ক্লিক করুন।

>> এবার email ID দেওয়ার পর পরের পেজ এ দিতে হবে একটি নতুন Username এবং এর পর Password.। 

>> এখন নিচের "Join " লিংকে ক্লিক করুন।

>> Join লিংকে ক্লিক করার সাথে সাথে আপনি যে email ID ব্যবহার করেছিলেন সেখানে একটি Activation link চলে যাবে।

>>  এই Activation link এ ক্লিক করার সাথে সাথে আপনার নতুন Fiverr  একাউন্ট সফলভাবে তৈরি হয়ে যাবে এবং এক্টিভ হয়ে যাবে।

>> এখন আপনি যে কাজ করে Fiverr থেকে আয় করতে চাচ্ছেন সে গুলো Fiverr gig হিসাবে Publish করতে পারবেন। 

ত বন্ধুরা আশা করছি এখন আপনারা বুঝতে পেরেছে যে, কিভাবে Fiverr একাউন্ট তৈরি করার যায়?

* আর্টিক্যালের শেষ কথা :-

ত প্রিয় বন্ধুগন এই ছিল আমাদের আজকের আলোচনা;-Fiverr কি? ফাইভার থেকে আয় করার এ টু জেড গাইড লাইন।এই আর্টিক্যালটি পড়ে আপনারা ফাইভার থেকে ইনকাম করার উপায়, সমস্ত তথ্য,  সমস্যা এবং সমাধান সবকিছু জানতে পেরেছেন আশা করি। 

ত আশা করছি পোষ্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হবেন।
আর পোষ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন। আপনাদের মূলবান মতামত আমাদের ভবিষ্যতে আর ও ভালো কাজ করার জন্য উৎসাহ যোগাবে।

আর পোষ্টটি সর্ম্পকে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে  কমেন্ট করে আমাকে জানাতে পারেন।আমি ইনশা আল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

ত বন্ধুরা আবার ও খুব শীঘ্রই নতুন কোন পোষ্টে নতুন কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে হাজির হয়ে যাব।আর এতক্ষন ধৈর্য ধরে মনোযোগ সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।ত বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন,  সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।


আল্লাহ হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আস্সালামু আলাইকুম, আমি জহুরা। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস করছি। এবং পাশাপাশি একজন কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করছি।