কিভাবে ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধ করবেন কিভাবে

কেউ কেউ ফেসবুকে ভিডিও অটোপ্লে করার বিষয়টি পছন্দ করতে পারে, কিন্তু অনেকে এটি বন্ধ করতে চান। ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করার পর ভিডিওটি অপ্রত্যাশিতভাবে শুরু হলে, ইন্টারনেট প্যাক সীমিত থাকলে অতিরিক্ত ইন্টারনেট খরচও হয়।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

কিন্তু এই ভিডিও স্বয়ংক্রিয় প্লেয়িং শুধুমাত্র একটি বৈশিষ্ট্য যা আপনি চাইলে বন্ধ করতে পারেন। যেকোনো ব্যবহারকারী সহজেই ফেসবুক অ্যাপে ভিডিও অটো-প্লে বন্ধ করতে পারেন। যদিও এই ভিডিও অটো-প্লে বৈশিষ্ট্যটি ডিফল্টরূপে চালু থাকে, ব্যবহারকারীরা এই বৈশিষ্ট্যটি বন্ধ করতে পারেন।

আমাদের পোস্টে Facebook-এ ভিডিও অটো-প্লে কীভাবে বন্ধ করবেন তা শিখুন। আপনি ভিডিও অটো-প্লে বিরক্তিকর মনে করুন বা ডেটা বাঁচাতে, আপনি Facebook-এ ভিডিও অটো-প্লে বন্ধ করতে পারেন।

ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করার উপায়

চলুন জেনে নেওয়া যাক ব্রাউজার, ফেসবুক আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে কিভাবে ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করবেন

ওয়েবসাইট

  • যেকোনো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন
  • ডানদিকের টপ কর্নারে থাকা নিজের প্রোফাইল ইমেজের উপর ক্লিক করুন
  • প্রথমে Settings & Privacy, এরপর Settings সিলেক্ট করুন
  • বামদিকে থাকা Videos অপশন সিলেক্ট করুন
  • এবার ভিডিও অটো-প্লে বন্ধ করতে Auto-Play Videos এর পাশে থাকা অপশন Off করে দিন

একইভাবে ফেসবুক আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপেও ভিডিও অটো-প্লে বন্ধ করতে পারবেন।

আইওএস অ্যাপ

  • ফেসবুক অ্যাপ থেকে থ্রি-বারে ট্যাপ করে মেন্যুতে প্রবেশ করুন
  • এবার প্রথমে Settings & Privacy ও এরপর Settings অপশনে ট্যাপ করুন
  • প্রোফাইল সেটিংস মেন্যুতে ট্যাপ করুন
  • এরপর নিচের দিকে স্ক্রল করে Media and Contacts অপশনে ট্যাপ করুন
  • এবার Videos and Photos এ ট্যাপ করুন
  • সবশেষে Autoplay অপশনে প্রবেশ করে ফিচারটি বন্ধ করুন

অ্যান্ড্রয়েড অ্যাপ

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করে মেন্যুতে প্রবেশ করুন থ্রি-বার আইকনে ট্যাপ করুন
  • এবার নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy > Settings সিলেক্ট করুন
  • প্রোফাইল সেটিংস মেন্যুতে ট্যাপ করুন
  • নিচের দিকে স্ক্রল করে Media and Contacts অপশনে খুঁজে নিয়ে ট্যাপ করুন
  • এবার Autoplay অপশনে প্রবেশ করুন ও Never Autoplay Videos সেট করুন

এভাবে উল্লেখিত নিয়মে যেকোনো ডিভাইসে ফেসবুক ভিডিও অটো-প্লে বন্ধ করতে পারবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

Hi My Name Is Mohammod Johirul Islam I'm a Blogger My Hobbies Writing a Blog Thank You