Facebook পেইজ থেকে কী ভাবে আয় করা যায়

একটা Facebook পেইজ create করতে কী জানতে হবে এবং কী ভাবে তা মনিটাইজেশন করে টাকা ইনকাম করা যায় সে  সম্পর্কে সম্পূর্ণ গাইড লাইন?

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

বিজনেস পেইজ কী কারণে আমাদের প্রয়োজন:

Facebook বিজনেস পেইজ যদি ডিজিটাল মার্কেটিং জন্য করতে চান ।

ক্লাইন্ট জন্য তাহলে বিজনেস পেজ প্রয়োজন হবে।

আপনি যদি বিভিন্ন মার্কেটপ্লেজ কাজ করতে চান। তাহলে আপনার একটা বিজনেস পেইজ তৈরি করতে হবে। 

কী ভাবে বিজনেস পেজ তৈরি করবো:

যদি বা আপনার অনেকে জানেন ! কিন্তু এখন আমার নতুন নিয়মে জানবো।

Facebook পেইজ তৈরি করতে গেলে প্রথমে একটা Facebook একাউন্ট থাকতে হবে। আর এ একাউন্ট থেকে Facebook পেইজ তৈরি করতে হবে। 

আর যদি ক্লাইন্ট  তার জন্য Facebook বিজনেস পেইজ খুলে দিতে বলে। তাহলে তার ইনফরমেশন মতো আমাদের একটা সুন্দর ভাবে পেইজ তৈরি করতে হবে ?

যদি বা ক্লাইন্ট তার পেইজ জন্য সব ইনফরমেশন দিবে কিন্তু আমাদের Facebook বিজনেস পেইজ খুলতে ৫-৬ বিষরে আপনার ধারনা থাকতে হবে।

আর এসব বিষয়ে ধারনা থাকলে কাজ করতে পারবেন।

একজন ক্লাইন্ট আপনাকে তখন বিজনেস পেইজ Create করতে দিবে  যখন আপনি এই দুইটা বিষয়ে জানবেন :

ডিজিটাল মার্কেটিং অথাৎ পেজ কী ভাবে    তৈরি করতে হবে। 

 এবং একট পেইজ তৈরি করতে কী কী প্রয়োজন হবে :

লোগো, ব্যানার, এসব সাইজ বিষরে জানতে হবে।

এ দুইটা বিষয়ে যদি বেশি বেশি জানেন তাহলে খুব সহজে কাজ পাবেন।

যদি ক্লাইন্ট জন্য  পেইজ খোলা হয় তাহলে পেইজ নাম, লোগো,ব‍্যানার,সব সব ক্লাইন্ট দিবে।

সর্ব প্রথম নাম নিবাচন করতে হবে। এবং এই নামটা কোন রিলেটেড হবে। এটা বুজতে হবে।

ফ্লিল‍্যান্সিং,ফ্লিল‍্যান্সেট অথবা আউটসোর্সিং হেলথ হয়, তাহলে অব‍্যই আউটসোর্সিং ক‍্যাটাগরি জানতে হবে।

আপনার পেইজ পরিচিতি বিষয়ক একটা ছবি থাকতে হবে, যাকে আমরা লোগো বলে থাকি।

আর আপনি যে পেইজ তৈরি করবেন সেই পেইজ রিলেটেড একটা ব‍্যানার থাকতে হবে।

এবং ব‍্যানার যোগাযোগ জন্য : ইমেইল,কন্টাক নাম্বার, বা ওয়েবসাইট লিংক দিতে পারেন।

আপনি কী কন্টেন্ট রাইটিং করে আয় করতে চান ?তাহলে এখানে ক্লিক করুন। https://blog.jit.com.bd/content-writing-1-7767

Facebook সারা বিশ্বের একটা সবচেয়ে জনপ্রিয় ও যোগাযোগ মাধ্যম। Facebook সাথে জড়িত নেই এমন মানুষ খুজে পাওয়া যাবে না। ইউটিউবের চেয়ে Facebook পেইজ বেশি পরিমাণ টাকা ইনকাম করা যাই।

আপনার সাবাই হয়তো জানেন youtube মনিটাইজেশন অন করে সেখান থেকে অ্যাডভার্টাইজ মাধ্যমে add দেখিয়ে টাকা আয় করা যায়।

এছাড়া এফিলিয়ান মার্কেটিং স্পনসার শিট ইত্যাদি মাধ্যমে টাকা আয় করা যায়।

ঠিক সে ভাবে আপনি চাইলে আপনার Facebook পেইজ মাধ্যমে কিছু টাইটেরিয়াল মাধ্যমে টাকা আয় করতে পারবেন।

অথবা আপনার যদি Facebook পেইজ না থাকে তাহলে youtube দেখে খুব সহজে একটা পেইজ  তৈরি করতে পারবেন।
যখন আপনার Facebook পেইজ থাকবে টাইটেরিয়াল পূরণ করতে হবে। আপনার Facebook পেইজ মনিটাইজেশন করার জন্য।

তার মধ্যে অন্যতম টাইটেরিয়াল হলো আপনার Facebook পেইজ যেসব ভিডিও আপলোড দিবেন।যদি আপনি নিজে ব্লক তৈরি করতে পারেন এবং তা আপলোড করেন তাহলে অনেক ভালো হবে। চেষ্টা করবেন যেন যে কোন একটি বিষয়ে উপর আপনি ব্লক তৈরি করতে পারেন।
চাইলে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন। ভিডিও কফি পেষ্ট  করা অনেক সাইট আছে, সেখান থেকে আপনি পেইজে পোষ্ট করে টাকা আয় করতে পারবেন। 

অবশ্যই  মনে রাখতে হবে যেন ৩ মিনিট উপরে থাকতে হবে।

এটা আপনাকে Facebook রিকোমেন্ড করবে। এবং বিগত ৬০ দিনের মাধ্যমে আপনার পেইজ ৩০ হাজরে উপরে ভিউজ হয়েছে কী না।
এবং প্রত্যেক ভিডিও ১ মিনিটের উপরে ভিউজ হয়ছে সেটা আপনাকে Facebook কে দেখাতে হবে।

চেষ্টা করবেন যেন নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন। এবং এমন কন্টেন্ট তেরি করতে হবে যে গুলো অনেক পরিমাণ ভিউজ আসে। যদি আপনার ৬০ দিনের ভিতরে ৩০ হাজার ভিউজ ও ভিডিও গুলো যদি ১ মিনিট উপরে ভিউজ হয় তাহলে মনিটাইজেশন করতে পরবেন।

এছাড়াও আপনার পেইজে সব চেয়ে বড় যে বিষটা পূরণ করতে হবে সেটা হলো ১০  হাজার follower করতে হবে।

যদি আপনার পেইজে ১০ হাজার follower  থাকে তাহলে এডভেটাইজিং মাধ্যমে মনিটাইজেশন অন করে added দেখিয়ে দেখান থেকে টাকা আয় করতে পারবেন।

Facebook পেইজে মনিটাইজেশন অন করবেন কী ভাবে এটা দেখা জন্য আপনাকে সরাসরি চলে যাবেন Facebook Created studio তে দেখতে পারবেন মনিটাইজেশন হচ্ছে কী না। লিংকে: https://business.facebook.com/creator

So আপনার যদি Facebook পেইছ থেকে টাকা আয় করতে চান। তাহলে এখনি কাজ শুরু করে দেন। এবং নিয়মিত ভিডিও দেন যেন তা ৩ মিনিট উপরে থাকে সেটা খেয়াল রাখতে হবে।
এবং যদি খুব তারাতারি মনিটাইজেশন করতে চান তাহলে  boost করতে পারেন। অল্প সময়ে মধ্যে টাকা ইনকাম করতে পারবেন এবং follower বাড়বে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

Vill : Kawrat P.O : Gobindopur P.S : Gouripur Dist : Mymensing Natinality : Bangladeshi