কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা করবেন ?

ফেইসবুক একাউন্ট বর্তমান প্রজন্মের জন্য দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ফেসবুক। সেই হ্যাক হলে তাই চরম অস্বস্তিতে ভুগতে হয়।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

হ্যাকারের কাজের ভিত্তিতে তা কখনো প্রভাব ফেলে আমাদের সামাজিক ইতিবাচক পরিচিতির উপর, আবার ক্ষেত্রবিশেষে কখনো দিতে হয় অর্থমূল্য।

এই ভোগান্তির শিকার যেন হতে না হয় তার জন্য কিছু বিষয়ে সতর্ক থাকা যায়। ১) শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন ফেইসবুক একাউন্ট আপনার ফেইসবুক একাউন্টের পাসওয়ার্ড অবশ্যই শক্তিশালী হতে হবে।

পাসওয়ার্ডে নিজের নাম বা জন্মতারিখের কোনো অংশ কিংবা কোনো সাধারণ শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন।

পাসওয়ার্ড এমন হতে হবে যেন তা সহজে আন্দাজ করা না যায়। পাসওয়ার্ডটি হবে কমপক্ষে ৮ অক্ষরের।

যত বড় ততই ভালো কারণ সেক্ষেত্রে হ্যাকার বা যে কারও জন্য তা আন্দাজ করা কঠিন হবে। শক্তিশালী পাসওয়ার্ডের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, বিশেষ চিহ্ন ও সংখ্যার মিশ্রণ।

২) ফেসবুক পাসওয়ার্ড অন্য কোথাও ব্যবহার করবেন না আপনার ব্যবহৃত সব ওয়েবসাইটের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন।

আবার একই পাসওয়ার্ড কেবল সামান্য পরিবর্তন করে ব্যবহার করাও উচিত না (যেমনঃ অক্ষর একই রেখে শুধু সংখ্যা পরিবর্তন করে অন্য সাইটের জন্য ব্যবহার করা); বরং সেগুলো হতে হবে সম্পূর্ণই আলাদা।

৩) প্রয়োজনে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করলে তা মনে রাখা স্বাভাবিকভাবেই কষ্টকর।

সেক্ষেত্রে প্রয়োজনে ‘Lastpass’, ‘Dashlane’ ইত্যাদি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।

এগুলোতে নিরাপদে পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখা যায়। ৪) ফেইসবুক একাউন্টে একই পাসওয়ার্ড দীর্ঘদিন ব্যবহার করা উচিত না প্রতি ছয় মাস পরপর পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড দেয়া উচিত।

এটি শুধু ফেসবুক নয়, সকল সাইটের জন্যই প্রযোজ্য। যদি এটি করতে মনে রাখা কঠিন মনে হয় তবে আপনার ক্যালেন্ডারে রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন।

৫) ‘Remember Password’ ফিচারটি ব্যবহার না করাই শ্রেয় এটি বিশেষভাবে প্রযোজ্য যখন আপনি অন্য কারও ডিভাইস দিয়ে আপনার ফেইসবুক একাউন্টে লগইন করেন।

ফেসবুকে লগইন করার সময় “Would you like to remember password for this site?” - এধরণের একটি মেসেজ প্রদর্শন করে।

এটিতে Remember password অপশনে ক্লিক না করে ‘Never remember password for this site’ কিংবা ‘Not now’ অপশনটি বেছে নেয়া নিরাপদ।

অন্যের ডিভাইস দিয়ে লগইন না করাই উত্তম, আর করলেও লগ-আউট করে পরে আবার নিজের ডিভাইস থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে দিতে পারেন।

৬) সতর্কতার সাথে সঠিক সাইট লিংক টাইপ করতে হবে অনেকসময় অসতর্কতাবশত সাইটের লিংক লিখতে ভুল হয়,

যেমন facebook.com লিখতে গিয়ে face.com, facebook.co, facebook1.com ইত্যাদি টাইপ করে সেই লিংকে প্রবেশ করা হয়।

কিন্তু সাবধান! ইন্টারনেট ফিশাররা মূল লিংক একটু এদিক সেদিক করে ট্র্যাপ লিংক তৈরি করে। তাই সঠিক লিংক টাইপ করতে হবে।

আপনি যেসব সাইট বেশি ব্যবহার করে থাকেন সেগুলো আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখুন,

যাতে এক ক্লিকেই তাতে প্রবেশ করা যায়; আর এক্ষেত্রে লিংক ভুল হবারও কোনো সম্ভাবনা থাকে না।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ