ফেইসবুক হ্যাক হলে করণীয়।

কীভাবে বুঝবেন আপনার ফেইসবুক অন্য কেউ ব্যবহার করে কিনা।কত জন লোক ব্যবহার করে।কীভাবে সবার মোবাইল থেকে আপনার আইডি লগ আউট করবেন।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আপনি কি চিন্তায় আছেন?আপনার ফেইসবুক আইডি একাধিক মোবাইলে একটিভ করা?আপনার প্রাইভেসি নিয়ে ভয় পাচ্ছে? 

যে ভূলের কারণে আপনার FB অন্য কারো হাতে চলে যায়।

আপনি যদি অন্য কারো মোবাইল থেকে আপনার ফেইসবুক আইডি লগ ইন করেন।আপনার ফেইসবুকের পাসওয়ার্ড টা সেই মোবাইলে জিমেইলে অটো সেভ হয়ে যায়।

সে ক্ষেএে আপনি লগ আউট করার পরেও, ঔই ব্যক্তি ইচ্ছে করলে আবার সহজে লগ ইন করতে পারেবে।

আরেকটা ভূলের কারণে আপনার ফেইসবুক অন্য কেউ খুব সহজে লগইন করে নিতে পারে।

যেমন আপনার ব্যবহারি মোবাইল আপনি কারো কাছে বিক্রি করলে।মনে করেন আপনার মোবাইলটা কারো কাছে বিক্রি করলেন,আপনি সব কিছু ডিলিট করলেন,তাতেও আপনার প্রাইভেসি থেকে যেতে পারে।

কারণ গুগল ড্রাইভে বা জিমেইলে আপনার সকল কিছুর ডকুমেন্ট থেকে যায়।এতে করে অন্য কারো হাতে আপনার জরুরি ডকুমেন্টস চলে যাওয়ার সম্ভবনা বেশি থাকে।

তাই কখনো মোবাইল বিক্রি করলে আগে ভালো করে ফ্লাশ করে নিবেন।

কীভাবে নিশ্চিত হবেন আপনার FB অন্য কেউ ব্যবহার করে কি না।

প্রথমে আপনার আইডিতে প্রবেশ করবেন।তারপর সেটিংস এ যাবেন।তারপর security and login এ প্রবেশ করবেন।

তারপর where you are login নামে একটা অপশন দেখবেন।সেখানে see all এ টিপ দিবেন।তারপর দেখবেন কয়টা মোবাইলে আপনার আইডি একটিব করা আছে।

যদি একাধিক মোবাইলে লগইন থাকে, আপনি একটু নিছে গিয়ে দেখবেন লগ আউট অল নামে একটা অপশন আছে।ওখানে ক্লিক করবেন।

তারপর পাসওয়ার্ড চেইঞ্জ করে নিবেন। দেখবেন আর কেউ ইউজ করতে পারবেনা আপনার FB

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ