ফেসবুক রিলস থেকে আয় করার নতুন উপায় ২০২৩

বর্তমান সময়ে ফেসবুক এর 2.963 billion একটিভ ইউজার রয়েছে। আর এতো বেশি ইউজার কে ধরে রাখার জন্য। ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন ফিচার ও আপডেট নিয়ে হাজির হচ্ছে।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আর যারা ২০২৩ সালে ফেসবুক থেকে আয় করতে চান। তাদের আয় করার পথকে আরো সহজ করে দিয়েছে, ফেসবুক। 

কারন, এখন আপনি ফেসবুক রিলস নামক ফিচার থেকে সহজেই লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন।

আর বর্তমান পৃথিবীর মোট ১৫০ টিরও বেশি দেশে Facebook Reels নামক এই ফিচার টি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 

কিভাবে ফেসবুক থেকে আয় করা যায়?

সত্যি বলতে এমন অনেক উপায় আছে। যে গুলোর মাধ্যমে প্রচুর পরিমান টাকা ফেসবুক থেকে আয় করা সম্ভব। সে গুলো হলো,

  1. ফেসবুক মনিটাইজ,
  2. এফিলিয়েট মার্কেটিং,
  3. স্পন্সরশীপ,
  4. প্রমোশন,
  5. প্রোডাক্ট সেল,

তবে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে নতুন উপায়ে ফেসবুক থেকে আয় করার সুযোগ তৈরি হয়েছে। সেটি হলো, ফেসবুক রিলস।

যেখানে আপনি অনেক শর্ট ভিডিও আপলোড করে ফেসবুক রিলস থেকে টাকা আয় করতে পারবেন।

ফেসবুক রিলস কি?

ফেসবুক রিলস হলো, টিকটক বা লাইকি এর মতো শর্ট ভিডিও প্লাটফর্ম। আর এই ফিচারটি এখন সব ফেসবুক আইডি থেকে দেখা যাচ্ছে। যেখানে (৯ঃ১৬) সাইজের শর্ট ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন।

আর আপনি যদি একজন ভালো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। তাহলে আপনিও আপনার তৈরি করা ভিডিও গুলো ফেসবুক রিলস এর মধ্যে আপলোড করতে পারবেন। 

এবং যদি আপনি ফেসবুক এর পার্টনার প্রোগ্রাম এর সকল টার্ম ফলো করেন। তাহলে আপনার প্রতি মাসে লাখ লাখ টাকা ফেসবুক রিলস থেকে আয় করার পথ সৃষ্টি হবে। 

বাংলাদেশে ফেসবুক রিলস থেকে টাকা আয় করা সম্ভব?

যেহুতু আজকের টপিক হলো, ফেসবুক রিলস থেকে আয় করা। সেহুতু অনেকের মনে একটি প্রশ্ন জাগবে। সেটি হলো, বাংলাদেশে কি ফেসবুক রিলস থেকে টাকা আয় করা সম্ভব কিনা। 

আর যদি আপনার মনে এই প্রশ্নটি জেগে থাকে, তাহলে শুনুন….. ফেসবুক রিলস ফিচার নতুন আসার পরে বাংলাদেশে ফেসবুক মনিটাইজ এর সুযোগ ছিলো না।

কিন্তুু ২০২৩ সালের শুরুর দিকে নতুন করে বাংলাদেশে রিলস ভিডিওতে মনিটাইজ দেওয়া শুরু হয়েছে। 

তবে যখন আপনি আপনার রিলস ভিডিও তে হিউজ পরিমানে ভিউ নিয়ে আসতে পারবেন। তখন আপনি ফেসবুক মনিটাইজ ছাড়াও অন্যান্য উপায় গুলোতে আয় করতে পারবেন।

মোটকথা, আপনার ভিডিও তে ভিউ আনতে হবে। তাহলে ইনকাম করার অনেক পথ উন্মুক্ত হয়ে যাবে। 

কখন ফেসবুক রিলস থেকে টাকা আয় করতে পারবেন?

ফেসবুক রিলস থেকে টাকা আয় করার জন্য তেমন কিছু করতে হবেনা। 

বরং আপনি যেভাবে টিকটক ভিডিও তৈরি করেন। ঠিক সেভাবে ভিডিও তৈরি করবেন। তারপর সে গুলো আপনি আপনার ফেসবুক পেজ এর #Reels অপশনে গিয়ে আপলোড করবেন। 

আর একটা সময় যখন লাখ লাখ মানুষ আপনার রিলস ভিডিও গুলো দেখবে। তখন আপনি অনেক উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। 

কিন্তু বর্তমান সময়ে আপনি যদি ফেসবুক রিলস দিয়ে ফেসবুক এডস এর মাধ্যমে ইনকাম করতে চান। তাহলে আপনাকে ফেসবুক থেকে প্রদান করা ফলোয়ার এবং ভিউজ এর টার্গেট পূরণ করতে হবে। 

Facebook Reels Monetization Eligibility

আপনি যদি ফেসবুক রিলস মনিটাইজ করে টাকা আয় করতে চান। তাহলে আপনাকে ফেসবুক এর দেওয়া কিছু শর্ত মানতে হবে। যেমন, 

  1. আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। 
  2. একটি ফেসবুক পেজ কিংবা প্রফেশনাল মোড এর ফেসবুক আইডি থাকতে হবে। 
  3. আপনাকে সর্বনিন্ম ৫ টি রিলস ভিডিও আপলোড করতে হবে। 
  4. সর্বশেষ ৩০ দিনে রিলস ভিডিও তে ১ লাখ ভিউজ থাকতে হবে। 

তো যদি আপনি উপরের টার্গেট গুলো পূরণ করতে পারেন। তাহলে আপনি আপনার ফেসবুক রিলস ভিডিও তে বিজ্ঞাপন দেখানোর জন্য এপ্লাই করতে পারবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

কোন বিষয় নিয়ে ফেসবুক রিলস তৈরি করবেন?

সত্যি বলতে যখন আপনি ফেসবুক রিলস ভিডিও তৈরি করা শুরু করবেন। তখন আপনার মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাবে।

সেটি হলো, কোন বিষয়ে রিলস ভিডিও তৈরি করবেন। যদিওবা ফেসবুক রিলস ভিডিও তৈরি করার অনেক আইডিয়া আছে। 

তবে এবার আমি আপনাকে জনপ্রিয় কিছু রিলস ভিডিও তৈরি করার টপিক শেয়ার করবো। যে টপিকে রিলস ভিডিও করে আপলেড করলে। অনেক দ্রুত সেই ভিডিও গুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। যেমন,

  1. বিনোদনের ভিডিওঃ হাসতে ভালোবাসেনা এমন মানুষ খুজে পাওয়া যাবেনা। বরং মানুষের কষ্টময় জীবনে আপনার ভিডিও দেখে যদি তাদের হাসাতে পারেন। তাহলে এখন থেকেই বিনোদন মূলক রিলস ভিডিও নিয়ে কাজ করুন। 
  2. কাজের ভিডিও দেখানোঃ আপনি দৈনন্দিন জীবনে কোনো না কোনো কাজ অবশ্যই করেন। এখন আপনি সেই কাজের মূহুর্ত গুলোকে ভিডিও করে রাখতে পারবেন। এবং সেগুলো ফেসবুক রিলস এর মধ্যে আপলোড করতে পারবেন। 
  3. আপনার দক্ষতা দেখানঃ প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দক্ষতা থাকে। যেমন, কেউ নাচতে পারে, আবার কেউ গাইতে পারে, আবার কেউ ভালো ছবি আঁকতে পারে। আপনি চাইলে আপনার মধ্যে থাকা এমন দক্ষতা গুলোকে ভিডিও এর মাধ্যমে দেখাতে পারবেন।
  4. প্রতিযোগীতার আয়োজনঃ আপনি ছোটখাটো প্রতিযোগীতার আয়োজন করে। সেগুলো ভিডিও করে রাখতে পারবেন। এবং উক্ত ভিডিও গুলো ফেসবুক রিলসে আপলোড করতে পারবেন। কেননা, এমন ভিডিও গুলো খুব দ্রুত ভাইরাল হয়। 
  5. রিলস বনাম বাস্তবতাঃ ফেসবুক রিলস ভিডিওতে মানুষ কেমন এবং বাস্তবিক জীবনে সেই মানুষটি কেমন এই ধরনের ভিডিও তৈরি করা সম্ভব। যাকে বলা হয়, Reels Vs Reality.
  6. গেমিংঃ বর্তমান সময়ে আপনি যদি একজন গেম পাগল মানুষ হয়ে থাকেন। তাহলে আপনার আপনার গেমস এর চরম মূহুর্ত গুলোর স্কিন রেকর্ড করে। সেগুলো ফেসবুক রিলসে আপলোড করতে পারবেন। 
  7. টিউটোরিয়াল ভিডিওঃ যদি আপনার কোনো বিষয়ে দক্ষতা থাকে। তাহলে আপনি সেই দক্ষতার ভিত্তিতে টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারবেন। বর্তমান সময়ে মানুষ এই ধরনের ভিডিও দেখতে অনেক পছন্দ করে। 

তবে এগুলো ছাড়াও আরো অনেক ধরনের টপিক আছে। যে টপিক গুলোকে কেন্দ্র করে আপনি অনেক রিলস ভিডিও তৈরি করতে পারবেন। সেগুলো নিয়ে অন্য কোনোদিন বিস্তারিত আলোচনা করবো। 

ফেসবুক রিলস ভাইরাল করার উপায় ২০২৩

সত্যি বলতে এতক্ষন থেকে আমি যেগুলো বললাম। সে গুলো তখনি কাজে লাগবে, যখন আপনার ফেসবুক রিলস ভিডিও তে প্রচুর পরিমান ভিউ আসবে।

আর যখন আপনার ভিডিও তে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। তখন তাকে ফেসবুক এর ভাষায় বলা হবে, ভাইরাল ভিডিও। 

কিন্তুু প্রশ্ন হলো, কিভাবে ফেসবুক রিলস ভিডিও ভাইরাল করা যাবে? -হুমম, ফেসবুক রিলস ভাইরাল করার অনেক উপায় আছে। আর সেই উপায় গুলো হলো, 

  1. আপনি নিস অনুযায়ী ভিডিও আপলোড করা চালু রাখুন,
  2. ভিডিও এর শুরুতে দর্শকদের আর্কষন পাওয়ার চেষ্টা করুন,
  3. সঠিক সাইজের ভিডিও আপলোড করুন,
  4. ভিডিও এর মধ্যে লেখা (Text) যুক্ত করুন,
  5. সাম্প্রতিক ভাইরাল বিষয় গুলো ভিডিও তে যুক্ত করুন,
  6. দর্শকদের চাহিদা বোঝার চেষ্টা করুন,

যখন আপনার মাথায় রিলস ভিডিও ভাইরাল করার চিন্তা আসবে। তখন আপনি একজন দর্শক হিসেবে ভেবে দেখুন যে, আপনি কখন একটি ভিডিও দেখবেন।

আর কখন আপনি একটি ভিডিও দেখার পর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। 

আর যখন আপনি এই বিষয় টি বুঝতে পারবেন। তখন আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে, কখন এবং কিভাবে একটি রিলস ভিডিও ভাইরাল করা সম্ভব। 

কত টাকা ফেসবুক রিলস থেকে আয় করা সম্ভব?

এটি একটি কঠিন প্রশ্ন যে, ফেসবুক রিলস থেকে কত টাকা আয় করা যায়? সত্যি বলতে এটা কেউ সঠিক ভাবে বলতে পারবে না।

কারণ, যারা সঠিক উপায়ে উপযুক্ত টেকনিক ফলো করে কাজ করবে। তাদের ইনকাম আসবে লাখ লাখ টাকা। 

কিন্তুু আপনি যদি সেই টেকনিক গুলো না জানেন, সঠিক স্ট্রাটেজি ফলো না করেন। তাহলে আপনি ১ টাকাও ইনকাম করতে পারবেন না। 

কেননা, পরিশ্রম তো সবাই করে, তাই বলে কি সবাই সফল হতে পারে? -না, বরং আপনার সঠিক পদ্ধতি মেনে তারপর শ্রম দিতে হবে। তাহলেই আপনি সফলতার মুখ দেখবেন।

আর যখন আপনি ফেসবুকে সফল হতে পারবেন। তখন আপনি এতো বেশি টাকা ইনকাম করতে পারবেন। যা আপনি এর আগে কখনোই কল্পনাই করতে পারবেন না।

তাই কত টাকা আয় হবে সেটা নিয়ে চিন্তা না করে। বরং ফেসবুকে সফল হওয়ার স্ট্রাটেজি গুলো ফলো করুন। 

ফেসবুক রিলস ইনকাম ও কিছুকথা

আজকে আমরা ফেসবুক রিলস থেকে টাকা আয় করার বিষয় গুলো নিয়ে প্রাথমিক আলোচনা করেছি। তবে আপনি যদি ফেসবুক রিলস আয় নিয়ে আরো কিছু জানতে চান। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন। 

আর এমন ধরনের ইনকাম করার উপায় জানতে হলে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Md Masfiqur Rahman - Mar 29, 2023, 8:41 AM - Add Reply

এটা তো সবাই পারে

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

জীবনে ঝুঁকি নাও।জিতলে নেতৃত্ব দিবে।আর হারলে,পরবর্তী কাউকে পথ দেখিয়ে দিবে।