Face App ব্যবহার করে অসাধারণ ছবি ও ভিডিও এডিট করুন

সাধারণ এডিট অ্যাপ এর তুলনায় এই অ্যাপটির ভিন্নতা হচ্ছে এই অ্যাপ এ উপকরণ/ফেচারগুলো সিলেক্ট করলে অটোমেটিক আপনার কাঙ্খিত নিঁখুত ছবি ফুটে উঠবে। তাছাড়া এটা দিয়ে আপনার নিজস্ব পছন্দের গান, মুভি , ভিডিও এর চরিত্র গুলোর মুখ আপনি এডিট করতে পারবেন এবং নতুন ভিডিও তৈরি করে নিতে পারবেন।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

ফেচার সূচি:     

ছবি এডিটিং:               ভিডিও এডিটিং:. 

  • impression            young
  • beards                   old
  • smiles                    smile
  • sizes                       upset
  • Gender                   hollywood
  • age                          stylist
  • Hair Styles
  • Hair color
  • Glasses
  • Face swap
  • make up
  • Filters
  • Background
  • lens blour
  • overlay
  • vignette
  • Adjustment
  • crop
  • Duo
  • collage
  • stylist
  • mirror

Impression,beards(দাঁড়ি),হাসি:      

আজকাল সবাই  ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য মুখের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি বা মোড নেয় তাদের জন্য impression ফেচারটি খুবই জনপ্রিয়। এখানে নিখুঁতভাবে বিভিন্ন ধরনের মুখের impression মোড রয়েছে।যা যে কাউকেই আকর্ষণ করবে। ছবির সাথে মানানসই মুখে দাঁড়ি(beards) এডিটের জন্য বিভিন্ন কাটিং  আছে। এমনকি মুখে বিভিন্ন রকম হাসিও এডিট করা যায়।

sizes,zender,age.     

মানুষের মুখের আকৃতি একেকজনের একেকরকম।কারও মোটা,কারও চিকন, লম্বা বা কারো মুখ গোল। যারা একটু মুখের অঙ্গভঙ্গির মাধ্যমে  ছবি তুলতে চাই কিন্তু পারে না ফলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে অনীহা প্রকাশ করে, তাদের জন্য এই অ্যাপ টা উত্তম।

zender,age ফেচার দ্বারা প্রত্যেকে তার কাল্পনিক একটা বয়স ও লিঙ্গভিত্তিক ছবি (ছোট,বড়, বৃদ্ধ) এডিট করতে পারবে।নিচের ছবিটি দেখুন_

 https://photos.app.goo.gl/UrjW4s6xVQDku1mL9

Hair styles, Hair colors, glasses :   

একজন স্টাইলিশ মানুষ এর বৈশিষ্ট্য হচ্ছে তার চুল চশমা এবং তার বাহ্যিক সৌন্দর্য। মানুষের মুখের সৌন্দর্য প্রকাশে চুল সবচেয়ে বড় ভূমিকা পালন করে।তাই প্রত্যেকেই তার চুল এর প্রতি কম বেশি নজর দেয় তার চুল কতটুকু রাখবে, চুলে কোন  কালার ব্যবহার করবে। আবার এমন অনেক মানুষ আছে যারা তার চুল এর জন্য ছবি তুলতে চায় না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে পারে না তাদের জন্য Face App ব্যবহার এই সমস্যা থেকে অনেকটা  রেহাই দিতে পারে।

কারণ এই অ্যাপ এর Hair styles ও Hair colors ফেচার খুবই জনপ্রিয় যা যে কাউকেই আকৃষ্ট করবে।আর চুলের কালার লাল,কালো,গাঢ় হলুদ, ধূসর, হালকা করা যায়। আপনি নিজের ইচ্ছেমত চুলের কালার দিতে পারেন। চোখে চশমা দেওয়ার মতো  বিষয়টি সবার কাছে বেশি গুরুত্ব পায়। আপনি যদি আপনার ছবিতে চশমা ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপ এ রয়েছে আপনার কাঙ্খিত নিঁখুত ছবি এডিট করার সেরা ফেচার। নিচের লিংকে ক্লিক করে ছবিটি দেখুন

https://photos.app.goo.gl/65T7qxf9FVhHYfmx7

Face-swap,make up, background, overlay, Ginette:

 face-swap হচ্ছে মুখের আকৃতি আপনার পছন্দের যেকোন অভিনেতার Face-অভিনেত্রীর মুখের সাথে জুড়ে দেওয়া।আর এই কাজটি অটোমেটিক। যেমন, আপনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর সাথে আপনার ছবিটি জুড়ে দিতে চাচ্ছেন এর ফলে যে ছবি টি তৈরি হবে তা  সাকিব আল হাসানের এর লম্বা, চওড়া মুখের আকৃতি এর সাথে আপনার মুখের কম্বিনেশন। ছবিটি একটু ভিন্ন ধর্মী হয়ে যাবে। তাছাড়া এই ফেচার টি ব্যবহার করে আপনি যেকোন মুভির সিনের সাথে আপনার ছবি যুক্ত করে দিতে পারবেন।যা এখন  এই অ্যাপ ব্যবহারকারী দের মধ্যে সাড়া ফেলে দিয়েছে।

make up , background সব অন্য এডিটর অ্যাপ এর তুলনায় অনন্য বলা যায়,overlay এর মাধ্যমে আপনি আপনার ছবির মধ্যে প্রাকৃতিক বিভিন্ন ইফেক্ট যুক্ত করে ছবিকে সাজাতে পারেন।gineette(ছাপ বা রেশ) ব্যবহার করতে পারেন।

collage,Duo, mirror,crop , adjustment:     

Collage হচ্ছে একের অধিক ছবিকে একসাথে যুক্ত করা, mirror এর মাধ্যমে ছবিকে আয়না এর মতো, adjustment এর সাহায্যে ছবিকে ছোট-বড় করা যাায়

এভাবে  আপনি একটি ছবিকে নিখুঁতভাবে সাজিয়ে আপনার পছন্দের প্লার্টফর্মে ছবিটিকে পোস্ট করতে পারেন।

Note:

অ্যাপটি ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনার নেট সংযোগ থাকতে হবে

নিচের লিংক এ প্রবেশ করে অ্যাপ টি ইনস্টল করে নিতে পারেনFaceApp

FaceApp https://www.faceapp.com/?next=download

ভিডিও এডিটিং:::::

ভিডিও এডিটিং এ আপনার গ্যালারিতে থাকা যেকোনো ভিডিও কে young,old, upset, smile,stylist এই টুলসগুলো ব্যবহার করে ভিডিওতে থাকা ক্যারেক্টারগুলোর মুখগুলোকে হাসানো,কাদানো, আপসেট এসব মোডে রাখতে পারেন।তাছাড়া Face App ব্যবহার করে আপনি likee এর মতো সর্ট ভিডিও ZIP তৈরি করতে পারেন।

আমি প্রায়ই আমার সুন্দর ছবিগুলোকে Face App ব্যবহার এর মাধ্যমে এডিট করি। আপনি ও চাইলে নিচের লিংকে প্রবেশ করে অ্যাপটি Install করে নিতে পারেন------

FaceApp https://www.faceapp.com/?next=download

[বি:দ্র: এই অ্যাপ ব্যবহার এর পূর্বে এর প্রাইভেসি পলিসি গুলো যথাসাধ্য পড়ে নিবেন।

Face App এর মধ্যে বুড়ো বয়সের ছবি এডিট করা যায়, তাই আপনি এটা কখনো মনে করবেন না যে, ভবিষ্যতে বুড়ো হলে এরকম দেখাবেন সেটা।কারণ মানুষের মৃত্যু কখন হবে  আল্লাহ জানেন।]

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Md Munna - May 22, 2021, 5:37 PM - Add Reply

সুন্দর পোষ্ট ধন্যবাদ।

You must be logged in to post a comment.
abu asad - May 23, 2021, 2:06 AM - Add Reply

ধন্যবাদ

You must be logged in to post a comment.
abu asad - May 22, 2021, 9:31 PM - Add Reply

ধন্যবাদ

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ