ইংরেজি শেখার ক্ষেত্রে ভিন্ন অর্থ প্রকাশ করা গুরুত্বপূর্ণ কিছু বাক্য। যা আমাদের জানা উচিত।

আজকে আমি ইংরেজি বিষয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব।  যা ইংরেজি শেখা এবং বুঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকাল সবাই কমবেশি ইংরেজি জানেন কিন্তু সমস্যা হল অনেকেই তা ঠিক মত বুঝেন না। তাই এখানে এমন কিছু বাক্য নিয়ে আলোচনা করব যেগুলো ইংরেজি বুঝার ক্ষেত্রে খুবি প্রয়োজনীয়।  

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

এসব সব্দ গুলো সিঙ্গেল হলে এক অর্থ প্রকাশ করে  আর  একটি বাক্য  হলে অন্য অর্থ প্রকাশ করে। তাই  ভালো করে ইংলিশ শেখতে,  বুঝতে এবং লিখতে হলে এগুলো জানা দরকার।  যেমনঃ

💠নির্দিষ্ট অর্থ প্রকাশ করার বাক্য,  অর্থ ও উদাহরণ সহ.

🔶 what about me?

আমরা না যেনে হটাৎ যদি এই সব্দটি শুনু তাহলে বুঝব না  এখানে what about me এর অর্থ কি। এখানে এই বাক্যর অর্থ হবে =আমার কি হবে?

🔸যেমনঃ what about it = এর কি হবে?/ অথবা এটা কেমন হবে।

🔶 Would like = এখানে Would like এর অর্থ হবে কোনো কিছু চাওয়া।

🔸যেমনঃ  would you like a cup of tea.  এখানে এর অর্থ হবে ;

আপনি কি এক কাপ চা চান / অথবা এক কাপ চা হবে কি।

🔶 That i am = তাই নকি।

 🔸Ex:  Mahi: you are genius Raj.

       Raj : That i am, Mahi.

🔶 Tell you what = বলতে কি।

🔸Ex: tell you what, i don’t know. 

🔶 I was about to + (verb) এখানে এর অর্থ এটা বুঝায় যে, আপনি কোনো একটি কাজ প্রায় করতেই যাচ্ছিলেন।  

🔸যেমনঃ" I was about to go out"আমি প্রায় বাইরে বেরুতেই যাচ্ছিলাম। 

🔶 I didn't mean to + (verb) এখানে এর অর্থ এটা বুঝায় যে, আপনি ওই রকম কোনো কাজ করতে চান নি বা ওই রকম বুঝাতে চান নি।

🔸যেমনঃ I didn't mean to hurt your feelings. আসলে আমি তুমার অনুভূতিকে আঘাত করতে চাই নি।

 🔶 I promise not to + (verb) বুঝায় যে কোনো কিছু না বলতে প্রতিজ্ঞা করা। 

🔸যেমনঃ I promise not to tell.আমি প্রতিজ্ঞা করেছি  তাকে  বলব না। 

🔶 I'd rather + (verb) বা I had rather অথবা I would rather.  এখানে এটি  বুঝায়= আমার বরং  ভালো ছিল বা ভালো হতো, 

🔸যেমনঃ I'd rather talk about this later. আমার বরং এটা পরে বলা ভাল ছিল।

🔶 I feel like + (verb-ing)= এখানে l feel like এর অর্থ বুঝায় কোনো কিছু করার ইচ্ছা করা। 

🔸যেমনঃ I feel like going for a bike ride.  আমার বাইক চালাতে  ইচ্ছা করছে।

🔶 can't but..  অথবা can't help.. + (verb-ing) এখানে can't but  অথবা can't help দ্বারা বুঝায় কোনো কিছু না করে থাকতে না পারা। can't help ব্যবহার করলে verb এর সাথে ing বসবে।

🔸যেমনঃ the girl can't talk... = মেয়েটি কথা না বলে থাকতে পারে না।  অথবা The girl can't help talking. 

🔶 It's my turn to + (verb)... এখানে  It's my turn to অর্থ বুঝায় যে এখন আপনার সময় বা আপনার পালা কোনো কিছু করার। 

🔸যেমনঃ It's my turn to try and play the game. গেইম খেলার চেষ্টা করা  এখন আমার পালা । 

🔶 How often do you.. অর্থ সাধারণত  বুঝায় কত দিন পর পর বা কত সময়  পর পর আপনি একটি কাজ করেন।

🔸যেমনঃ How often do you change your Password .  তুমি কত দিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন কর।

🔶What if + (subject + verb). মূলত What if অর্থ এখানে বুঝায় কি হত? বা কি হবে।

🔸 যেমনঃ What if i miss the bus?  কি হত যদি আমি বাস মিস করতাম?

🔶  How come + (subject + verb)  এটি এমন নির্দেশ করে যে,  কোন সময় বা কখন একটি বিশেষ কাজ, ঘটেছে বা ঘটেছিল। 

🔸যেমনঃ How come you are so upset?  কখন তুমি খুব বেশি উত্তেজিত হয়?। অথবা 

🔸 How come parents worry so much?  কখন পিতামাতা খুব বেশি উত্তেজিত হন?

🔶How much does it cost to + (verb) মূলত এটি দাম নির্ধারণ করে। 

🔸যেমনঃ How much does it cost to fly in Europe. ইউরোপে যেতে কত টাকা ব্যয় হতে পারে। 

🔶You could have + (past participle) মূলত You could have এই অর্থ প্রকাশ করে থাকে যে, কোনো একটি কাজ করতে পারতে বা  হত।

🔸যেমনঃ You could have completed it sooner. শীগ্রই তুমি এই কাজ টি সম্পূর্ণ করতে পারতেন।

🔶If I were you, I would + (verb)

এটি এখানে বাংলাতে এটা বুঝায় যে,  আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি এইটা করতাম, সেইটা করতাম আরো ইত্যাদি।  যে শব্দগুলো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। 

🔸যেমনঃ  If I were you, I would enjoy my vacation.  = আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি ছুটি টি উপভোগ করতাম।

🔶It looks like + (noun) এটি মূলত অনুরূপ বা একইরকম দেখতে কোনো কিছু বুঝায়।

🔸যেমনঃ It looks like balloon.  = এটা বেলুনের মতো ওই দেখতে।

এই রকম হাজার বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে একবারে আলোচনা করা যাবে না। তাই পরবর্তীতে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চেষ্টা করব।

👇ইংরেজি স্পিকিং এর জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য, অর্থ সহ। 

 

We owe you one - আমরা তুমার কাছে ঋণী। 

I see - তাই বুঝি। 

But who cares!-তাতে কি আসে যায়! 

Not the least.-একটুও না।

It implies that..এর মানে হচ্ছে...

What makes you laugh?- কিসের জন্য হাসছ?

What the quarrel about? - কি নিয়ে ঝগড়া? 

To be honest. - সত্য কথা বলতে কি?

It’s your own look Out.- এটা তোমার নিজস্ব ব্যাপার। 

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

I am a simple blog Writer.