অনলাইনে টাকা ইনকাম করার সহজ পদ্ধতি

অনলাইনে টাকা ইনকাম। কথাটা শুনলেই ইচ্ছে হয় আমি ও যদি অনলাইন থেকে ইনকাম করতে পারতাম।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আমি বলব হ্যা কেন নয় অব্যশই আপনি ও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিক গাইডলাইন ও পর্যাপ্ত পরিমাণে ধারণা পান।

তাছাড়া অনলাইনে ইনকাম করার জন্য সব থেকে বড় বিষয় হলো স্কিল ডেভেলপমেন্ট করা।

উদাহরণ সরূপ মনে করেন আপনি লেখতে ভালবাসেন আপনি যেকোনো বিষয়বস্তু নিয়ে সহজেই লিখে ফেলতে পারেন।

এর কারণ হচ্ছে আপনি এই বিষয়ে অভিজ্ঞ তাই যেকোনো গল্প, ইতিহাস নিজের মতো করে সাজিয়ে লিখে ফেলতে পারেন।

ঠিক তেমনি আপনাকে অনলাইন থেকে ইনকাম করতে হলে যেকোনো একটি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

তা না হলে আপনি অনলাইন জগতে টিকতে পারবেন না। এখন প্রশ্ন থেকে যায় আমি ত কিছুই জানি না।

আমি কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারব আমার ধারাতে এই অনলাইন ইনকাম সম্ভব না।  চিন্তা করবেন না এর জন্য আমি আছিত।

কিভাবে শুরু করতে হবে কি কি কাজ করলে আপনি এই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তা নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত ধারণা দেওয়ায় চেষ্টা করব।

চলুন জেনে নেই কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। তার আগে একটি কথা বলে নেই অনলাইনে ভুয়া সাইটের অভাব নেই,

যারা অল্প কাজে অনেক টাকা ইনকাম করতে পারবেন বলে থাকে সাবধান অনলাইনে ইনকাম শুরু করার আগে দ্রুত অনেক টাকা ইনকাম করার কথা ভাববেন না।

তাহলে আপনে অনলাইন থেকে আয় দূরের কথা অযথা সময় নষ্ট করবেন। আপনি একসময় অনলাইনে অনেক টাকা ইনকাম করতে পারবেন,

কিন্তু তার জন্য আপনার সময় লাগবে। তাহলে এবার জেনে নেই অনলাইনে ইনকাম করার বিস্তারিত তথ্য। 

আজকে আমরা অনলাইন থেকে ইনকাম করার সবথেকে বেশি জনপ্রিয় ফিল্যান্সিং সম্পর্কে জানব।

ফিল্যান্সিং হচ্ছে এমন একটি মাধ্যম যা ধারা আপনি ঘরে বসে বিদেশি কোনো কোম্পানি বা ব্যাত্তির জন্য নিদিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে তার কিছু কাজ করে দেওয়া।

যেহেতু আমরা নতুন তাহলে চিন্তার বিষয় একটাই আমরা কি দিয়ে ফিল্যান্সিং শুরু করব? আমার মতে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন।

কারণ ডিজিটাল মার্কেটিং শিখতে সব থেকে কম সময় লাগবে এবং কাজও বেশি এই ডিজিটাল মার্কেটিং থেকেই পাওয়া যায়। 

ডিজিটাল মার্কেটিং কি ও কিভাবে আয় করা যায়  তা নিয়ে আজকে আমি আপনাদেরকে পরিপূর্ণ ধারণা দেওয়ায় চেষ্টা করব। 

ডিজিটাল মার্কেটিং কি?

আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করে অনলাইনে ইনকাম শুরু করব তার জন্য প্রথমত আমাদের ডিজিটাল মার্কেটিং কি তা জানতে হবে।

কোনো একটা কোম্পানির পণ্যকে অনলাইনে প্রচার করাই হলো ডিজিটাল  মার্কেটিং। এবার নিশ্চয়ই আমরা ডিজিটাল মার্কেটিং কি তা জানতে পারলাম।

কেন ডিজিটাল মার্কেটিং শিখব 

প্রতেকটা ছোট- বড় কোম্পানির ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন। কোনো কোম্পানি যখন নতুন কোনো পণ্য তৈরি করে তখন এই পণ্যের আর্কষণ বাড়াতে পণ্যের প্রচার করে তাকে। তখন ঐ কোম্পানি ডিজিটাল  মার্কেটিং করে থাকে।

কেননা এখন ইনকাম জেনারেটর ৩০% হয়ে থাকে অনলাইন থেকে। আজ থেকে ৪-৫ বছর পর ধারণা করা যায় হয়ত সরাসরি কেনাকাটাই বন্ধ হয়ে যাবে,

সবাই অনলাইন থেকে কেনাকাটা করবে।  মূলত একটা কোম্পানি তার পণ্যের ওপর চাহিদা বাড়াতেই নিদিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে তার পণ্যটি অনলাইনে প্রমোট করে তাকে।

যেহেতু ডিজিটাল মার্কেটিং কোম্পানির প্রয়োজনই হয়।

এজন্য এর চাহিদা ও বেশি।  তাই ডিজিটাল মার্কেটিং এর উপর স্কিল ডেভেলপমেন্ট করলে সহজেই কাজ পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাই আমরা ডিজিটাল মার্কেটিং শিখব। 

ডিজিটাল মার্কেটিং এর কাজ কিন্তু শেখে আবার শেষ করতে করতে ৪ -৫ বছর লেগে যায়। কি আচমকা ভয় পেয়ে গেলেন? ভয় পাবেন না কথাটা সত্যি হলেও ডিজিটাল মার্কেটিং এ অনেক কাজের ধরণ আছে,

,  কনটেন্ট  মার্কেটিং 

,  এস সি ও ( সার্চ ইঞ্জিন ওপটোমাইজেশন)

,  এস সি এম ( সার্চ ইঞ্জিন মার্কেটিং) 

,  এস এম এম( সোশ্যাল মিডিয়া মার্কেটিং)

,  ই মেইল মার্কেটিং

,  ওয়েব এন্যালাইসিস 

এইসব বিষয়ে দক্ষতা লাভ করলে আপনি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হয়ে উঠতে পারবেন।  এখন আপনার মনে হয়ত প্রশ্ন জাগবে আমি এসব বিষয় শিখতে শিখতেই শেষ আমার ধারা হবে না এইসব। আমি বলব আপনি ভুল।

সবগুলো যে শিখতে হবে এমনটা নয়। আপনি শিখবেন কিন্তু ইনকাম জেনারেট করে। এখন বলবেন এই ভাই কিসব আবোল তাবোল বকছে। হ্যা আমি ঠিকি বলছি।

আপনি ডিজিটাল মার্কেটিং এ সবচেয়ে সহজ ও কম সময় লাগবে সেটি শিখতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন। এ

খন এই সোশ্যাল মিডিয়াই বা কি আর কিভাবে মার্কেটিং করে এইসব বিষয় নিয়ে আপনাকে আমি বলে দিব এবং কোথায় কাজ পাবেন তাও বলব। চলেন আর দেরি না করে শুরু করে নেই। 

সোশ্যাল মিডিয়া মার্কেটিং

সোশ্যাল মিডিয়া বলতে আমরা সাধারণত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি বুঝি। দেখেন এই তিনটা প্লাটফর্ম এ কাজ শিখতে গেলে আমাদের অনেক সময় লাগবে।

একটিতে দুইমাস করে সময় দিলেও প্রায় ৬ মাস লেগে যাবে। এর জন্য আমি প্রথমেই আমার এই কনেন্ট এ ফেসবুক মার্কেটিং নিয়ে বলব।

যদি আপনাদের মতামত পাই পরের দুই বিষয় নিয়ে তাহলে আমি ইউটিউব আর ইনস্টাগ্রাম নিয়েও আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।

তাই আপনাদের আগ্রহ থাকলে নিশ্চয়ই মতামত দিন। তবে আজকের বিষয় শুরু করা যাক,,,, 

ফেসবুক মার্কেটিং কি ও কিভাবে করব

ফেসবুক মার্কেটিং করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে ফেসবুক কি? ফেসবুক হল একটা সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে আমরা ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলের ওঅন্যান্য লোকের সাথে কানেক্ট হতে পারি।

আর এই ফেসবুকে কোনো পণ্যের বা সাভিসের মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করাই হলো ফেসবুক মার্কেটিং। এই ফেসবুকে মার্কেটিং পরিচালনা করতে আপনার তিনটি টুল লাগবে।

আপনি এই তিনটি টুলের সাহায্যে ফেসবুক মার্কেটিং পরিচালনা করতে পারবেন। আপনি চাইলে এই তিনটি টুলের যেকোনো একটি ব্যবহার করে মার্কেটিং করতে পারবেন।

এই টুলগুলো ছাড়া আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারবেন না। চলুন টুলগুলোর সাথে পরিচয় হওয়া যাক,

১.ফেসবুক পেজ

২.ফেসবুক গ্রুপ

৩.ফেসবুক এডস 

ফেসবুক পেজ খুলে ইনকাম,

ফেসবুক পেজ খুলে ইনকাম করতে হলে আপনাদের জানতে হবে আপনি কি বিষয় নিয়ে  মার্কেটিং করতে চাচ্ছেন।  কারণ পেজ ৬ ধরনের খোলা যায়।,

আপনি যেই বিষয় নিয়ে কাজ করবেন সেটি সিলেক্ট করে পেজ ওপেন করবেন। 

১. লোকাল বিজনেস ওর প্লেস,,,

সাধারণত লোকাল কোনো কোম্পানি,ক্লিনিক

রেস্টুরেন্ট বা হোম রিমোবাল কাজ হয় তাহলে আপনি এই পেজ খুলবেন। 

২.কোম্পানি অর্গানাইজেশন ওর ইনস্টিটিয়েশন,,,

আপনি যদি কোনো কোম্পানির কাজ করতে চান তাহলে এটি সিলেক্ট করবেন।

৩.বেন্ড ওর পোডাক্ট,,

বেন্ডের কোনো পোডাক্ট হলে আপনি এটি সিলেক্ট করবেন। 

৪.আর্টেস্ট বেন্ড ওর পাবলিক পিগার,,, যদি এইরকম কাজ হয় তাহলে এটি সিলেক্ট করবেন। 

৫. এন্টারটেইনমেন্ট,,,, যদি কোনো টিভি সো বা কমিডি কিছু হয় তাহলে এটি সিলেক্ট করবেন। 

৬.কমিউনিটি,,,  যদি কমিউনিটি হয় তাহলে এটি সিলেক্ট করবেন। 

কোথায় থেকে ফেসবুক মার্কেটিং শিখবেন,

আপনি ফেসবুক মার্কেটিং ইউটিউব থেকে শিখতে পারেন। ইউটিউবে এমন অনেক টিউটোরিয়াল রয়েছে।

তাছাড়া আপনি এক্সপার্ট হওয়ার জন্য ইউটিউবের পাশাপাশি কোনো কম্পিউটার ইনস্টিটিউট থেকে ও শিখতে পারেন। 

কাজ কোথায় পাব,

ফেসবুক মার্কেটিং এ কাজের অভাব নেই। আপনি চাইলে নিজেই নিজের পেইজে ফেসবুক মার্কেটং করতে পারেন।

তাছাড়া ফাইবার, আপওয়ার্ক, ফিল্যান্সিং.কম,গুরু.কম আর অনেক অনলাইন প্লাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন।

তাই আর দেরি না করে এখন থেকেই শুরু করে দিন।আশা করি ফেসবুক মার্কেটিং সম্পর্কে আপনাদের মোটামুটি  ধারণা দিতে পেরেছি। 

ধন্যবাদ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

This my profile. Welcome to my profile. I am content writer.Thank for read my content.