কিভাবে ছবি বিক্রি করে অনলাইন থেকে আয় করা যায়? এবং অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জনপ্রিয় ৫টি ওয়েবসাইট।

আস্সালামু আলাইকুম, বন্ধুরা! সবাই কেমন আছেন?

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

ত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব; কিভাবে ছবি বিক্রি করে অনলাইন থেকে আয় করা যায়? এবং অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জনপ্রিয় ৫টি ওয়েবসাইট।

মূল আলোচনায় যাওয়ার আগে জেনে নেই কিকি থাকছে আমাদের আজকের এই পোষ্টে।

টপিক সূচি:-

1. অনলাইনে ছবি বিক্রি করে আয়।

2. অনলাইনে ছবি বিক্রি করে কত টাকা আয় করা যায়? 

3. অনলাইনে ছবি কোথায় বিক্রি করব?

4. সেরা ৫টি অনলাইন ছবি বিক্রি করার ওয়েবসাইট।

4.1 Adobe stock. 

4.2 Shutterstoct.com

4.3 Can stock photo.

4.4 Istockphoto.com

4.5 Alamy.com

1. অনলাইনে ছবি বিক্রি করে আয়।

বর্তমানে তরুনদের ফটোগ্রাফির প্রতি প্রচুর আগ্রহ রয়েছে। এখন সবাই চায় প্রতিনিয়ত আকর্ষনীয় ছবি তুলে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে।তবে তারা এর বিনিময়ে কোন টাকা পায় না।

তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই শখেঁর বসে তুলা ছবি অনলাইনে বিক্রি করে আয় করা যায়।এখন যুগের পরিবর্তনের সাথে পরিবর্তন হয়েছে মানুষের চিন্তাধারার।

বর্তমানে অনলাইনে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ফটোগ্রাফাররা তাদের তুলা ছবি গুলো বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করছে।

আর যদি আপনিও ফটোগ্রাফি করতে পারেন তবে ইনশাআল্লাহ আপনিও এখন অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।

2. অনলাইনে ছবি বিক্রি করে কত টাকা আয় করা যায়? 

আপনাদের মনেই এখন প্রশ্ন আসতে পারে যে, অনলাইনে ছবি বিক্রি করে কত টাকা ইনকাম করা যাবে? 

ত আমি বলব সত্যি বলতে এই প্রশ্নের উত্তর সঠিক করে বলা যাবে না কারন। তা নির্ভর করবে আপনি কোন স্টক ওয়েবসাইটে ছবি গুলো আপলোড করছেন আর আপনার ছবি গুলো কতটা মানসম্মত  তার উপর।

অনলাইনে ছবি বিক্রি করে আপনি কমিশন বেসড টাকা ইনকাম করতে পারবেন।আর সাধারনত প্রায় ওয়েবসাইট ফটোগ্রাফারদের প্রতি ছবি বিক্রির জন্য ৩০%- ৭০% কমিশন দিয়ে থাকে। 

যদি আপনার আপলোড করা ছবি ১০০ বার ডাউনলোড করা হয় আর প্রতি বার বিক্রির জন্য ২$ ডলার করে দেয় তবে, আপনার ছবি ১০০ বার বিক্রি হওয়ার আপনি ২০০$ ডলার কমিশন পেয়ে যাবেন।

আর একি ভাবে যদি আপনার আপলোড করা ছবি ৫০০ থেকে ১০০০ বার বিক্রি হয় তবে নিশ্চই বুঝতে পারছেন আপনার ইনকাম কেমন হবে।

3. অনলাইনে ছবি কোথায় বিক্রি করব?

এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে অনলাইনে ছবি কোথায় বিক্রি করব ?

বর্তমানে অনলাইনে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি ছবি বিক্রি করার সুযোগ পাবেন।ত চলুন বন্ধুরা আর দেরি না করে এখন পরিচিত হয়ে নেই জনপ্রিয় ৫ টি ছবি বিক্রর ওয়েবসাইটের সাথে।

সেরা ৫টি অনলাইন ছবি বিক্রি করার ওয়েবসাইট।

  1. Adobe stock. 
  2.  Shutterstoct.com
  3.  Can stock photo.
  4.  Istockphoto.com
  5.  Alamy.com

1 Adobe stock. 

Adobe stock হচ্ছে বর্তমানে বেশ জনপ্রিয় একটি স্টক ইমেজ ওয়েবসাইট। প্রায় প্রতি দিন হাজার হাজার প্রতিষ্টান, কোম্পানি, ফ্রিল্যান্সাররা Adobe stock থেকে প্রিমিয়াম কোয়ালিটির ছবি নিয়ে থাকেন।

আর এই ওয়েবসাইটে প্রতি ছবি ডাউনলোডের জন্য ৩৩% কমিশন পাবেন এবং প্রতি ভিডিও ডাউনলোড এর জন্য ৩৫% কমিশন পেয়ে যাবেন। 

আর এই সাইটে আপনার ২৫$ ডলার হলেই আপনি paypal, skrill এর মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন।

2 Shutterstoct.com

Shutterstoct.com দীর্ঘ ১৫ বছর ধরে জনপ্রিয় একটি ছবি বিক্রির / ফটোগ্রাফি মার্কেটপ্লেস। এই ওয়েবসাইটে প্রতি মাসে প্রায় ৮৫ মিলিয়ন লোক ভিজিট করে। 

এই সাইটে ১০০ মিলিয়নের মতো ছবি রয়েছে। আর প্রতিনিয়ত নতুন নতুন প্রচুর ছবি এতে আপলোড করা হচ্ছে।আপনি বিনামূল্যেই এই সাইটে সাইন আপ করে নিতে পারেন।

এখানে প্রতি ছবির জন্য. 04$ ডলার এবং ভিডিও জন্য 10$ ডলার পেয়ে যাবেন। আর এখানে প্রতি ছবির জন্য আপনাকে ২০%-৩০% পর্যন্ত কমিশন দিবে।

3 Can stock photo.

Can stock photo ওয়েবসাইটে আপনার প্রতি ছবি ডাউনলোড এর জন্য ৫০% কমিশন দেবে।এটি বর্তমানে বেশ জনপ্রিয় একটি ওয়েবসাইট। 

আপনি যদি নিয়মিত ছবি আপলোড করেন এবং আপনার একাউন্টে যদি প্রচুর ছবি থাকে তবে আপনি খুব সহজে এখান থেকে প্রচুর পরিমানে টাকা আয় করতে পারবেন। 

আর এই সাইটে আপনার ৫০$ হয়েগেলেই আপনি টাকা উইথড্র করে নিতে পারবেন।

4 Istockphoto.com

Istockphoto.com হচ্ছে বর্তমানে স্টক ফটো ওয়েবসাইট গুলোর মধ্যে জনপ্রিয় একটি। আর এই ওয়েবসাইট সারা বিশ্বজুড়ে মাইক্রো ইমেজ প্রভাইড করে থাকে।

আপনি যদি Istockphoto.com ওয়েবসাইটে  join করতে চান তবে আপনাকে  E mail address, country, password সিলেক্ট করে দিতে হবে। 

আপনার তুলা ছবি এই ওয়েবসাইটে বিক্রি করে আপনি বেশ মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন।

5 Alamy.com

Alamy.com এই ওয়েবসাইটি পৃথিবী ব্যাপী ক্রিয়েটিভ ছবি ভান্ডার হিসাবে পরিচিত।এই সাইটের ছবি গুলো বেশি ভালোমানের এবং ইউনিক। 

এই সাইটে প্রায় ২৩৬.২৩ মিলিয়ন ছবি রয়েছে। আর প্রতিদিন এই ওয়েবসাইটে প্রায় ৩০০০ নতুন ছবি আপলোড করা হয়।

আর এই সাইটে রেজিষ্ট্রেশন করার জন্য নাম, মোবাইল নম্বর, ই মেইল এড্রেস দিতে হবে।এবার আপনার তুলা ছবি বিক্রি করা আয় শুরু করুন।

শেষ কথা:-

ত প্রিয় বন্ধুগন এই ছিল আমাদের আজকের আলোচনা;-কিভাবে ছবি বিক্রি করে অনলাইন থেকে আয় করা যায়? এবং অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জনপ্রিয় ৫টি ওয়েবসাইট।

ত আশা করছি পোষ্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হবেন।
আর পোষ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন। আপনাদের মূলবান মতামত আমাদের ভবিষ্যতে আর ও ভালো কাজ করার জন্য উৎসাহ যোগাবে।

আর পোষ্টটি সর্ম্পকে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে  কমেন্ট করে আমাকে জানাতে পারেন।আমি ইনশা আল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

ত বন্ধুরা আবার ও খুব শীঘ্রই নতুন কোন পোষ্টে নতুন কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে হাজির হয়ে যাব।আর এতক্ষন ধৈর্য ধরে মনোযোগ সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।ত বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন,  সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

আল্লাহ হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আস্সালামু আলাইকুম, আমি জহুরা। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস করছি। এবং পাশাপাশি একজন কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করছি।