অনলাইন থেকে আয় করার কিছু উপায়

অনলাইন থেকে ইনকামের সকল পন্থা, আমরা কমবেশী সবাই জানি যে অনলাইন বা ইন্টারনেট থেকে ইনকাম করা যায় কিন্তু আমরা বুঝতে পারি না কোথায় থেকে বা কি ভাবে সেই কাঙ্ক্ষিত ইনকাম করতে পারব ৷ 

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আজ সেই বিষয়ে কিছুটা আলোকপাত করব মূলত অনলাইন থেকে আর্ন বা উপার্জন করার বহুবিধ উপায় আছে ৷ তার মধ্যে  কোন পন্থাটি আমার বা আপনার জন্য  উপযুক্ত সেটি আগে দেখতে হবে ৷

আমরা অনেকেই আছি আজকে একটা আবার কিছু দিন যেতে না যেতেই আরেকটা সাইটে কাজ করতে যাই কিন্তু কোনটাতেই সাকসেস আসেনা,তার মূল কারণ আমরা সঠিক গাইডলাইন পাইনা ৷

আজকে আমি কিছুটা ধারনা দেব ধাপে ধাপে কি ভাবে এই সমস্যা  থেকে মুক্ত হয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি ৷

প্রথমে ঠিক করুন আপনি অল্প সামান্য  ইনকাম করলেই হবে এরকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে এই লেখাটি আপনার জন্য নয় ৷

অনেকেই ক্লিক করে বা এড দেখে , গেম খেলে বা কোন প্রকারের কোন কাজ না শুধু মাত্র একটি একাউন্ট করেই ইনকাম করুন দিনে  ৪০০,৫০০,১০০০, টাকা এই সকল চটকদার Youtube Video দেখে শেষ পর্যন্ত কোন সাইট থেকেই ইনকাম করতে পারেন না ৷

এরকমটি হলে অনেকেই ইনকাম করতে সক্ষম হত ৷ আবার কিছু সাইট অল্প সময় পর্যন্ত ইনকাম দেয় সেই সাইটটী রিয়েল একটি সাইট কিন্তু সেখানে সারাদিন পরিশ্রম করে দিনশেষে যে এমাউন্ট বা অর্থ আপনি উপার্জন করতে পারবেন,

তা এতটাই কম যে আপনার মোবাইল ডাটা কাটার পর অবশিষ্ট যা থাকবে তা দিয়ে আপনার হাত খরচের টাকাটাও উপার্জন হবে না ৷

রইল বাকি যারা wifi দিয়ে করবেন তাদেরও যে তেমন ইনকাম হবে বিষয়টা সে রকমও নয় ৷ আসলে পরশ্রম আপনার ঠিকই হল কিন্তু সেই অনুযাই আপনার ইনকাম হল না,

এই কারণে এই সকল চটকদার Video দেখে সময়কে আর নষ্ট না করে এবার সময়কে কাজে লাগান ৷ ঘরে বসে সঠিক পদ্ধতি অবলম্বন করুন ৷ 

এখন আসা যাক মূল আলোচনায়, অনলাইনে ইনকামের বহুবিধ পন্থা রয়েছে যেমন ধরুনঃ

ওয়েভ ডিজাইন এন্ড ডেভলপমেন্ট,

গ্রাফিক্স ডিজাইনঃ-এর আবার ক্যাটাগরী ও সাব ক্যাটাগরী আছে ৷ 

এরপর আসা যাক, ডাটা এন্ট্রি এরও প্রকার বেধ আছে ও  সাব ক্যাটাগরী আছে ৷ 

এরপর সবচেয়ে জনপ্রীয় সাইট যদি ধরি তা হল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোসাল মিডিয়া মার্কেটিং

এফিলিয়েট মার্কেটিং, এসইও, সিপিএ মার্কেটিং উল্লেখযগ্য এর মধ্যে ইউটিউব মার্কেটিং সোসাল মিডিয়ায় এখনো বড় একটি জায়গা নিয়ে আছে ৷

এই ইউটিউব মার্কেটিং এ বিভিন্ন বিষয় আছে কিন্তু আপনাকে সিদ্ধন্ত নিতে হবে আপনি কোন বিষয়ে পারদর্শি সেই বিষয় বা টপিকের উপরে আপনি Video বানিয়ে ইনকাম করতে পারবেন ৷ 

এর পর যদি আরো সাইটের কথা বলি তাহলে বলব ফটোগ্রাফি করতে পারেন অর্থাৎ আপনি ছবি তুলতে পছন্দ করেন তাহলে আপনি আপনার একটি ভাল বা মাঝারী মানের মোবাইল অথবা সবচেয়ে ভাল হয়।

একটি ক্যামেরা হলে যেটি দিয়ে ভাল ছবি আপনি তুলতে পারেন এমন একটি ক্যামেরা হলেই হবে তবে প্রথমে আপনি আপনার মোবাইলটি দিয়েই শুরুটা করতে পারেন ৷

এর পর যে সাইটটি নিয়ে বলব Video Editing ,নিয়ে কজ করতে পারেন কার্টুন বানিয়ে ,Video Animation করে ইনকাম করতে পারেন ৷

আরো বহুবিধ পন্থা রয়েছে তবে আমাদের দেশে মোটামুটি যেটি বা যেগুলো সাইট নিয়ে কাজ করলে আপনি ইনকাম করতে পারেন সেই সাইট নিয়ে আজকে প্রাথমিক ধারণা দিলাম ৷

আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আপনি অর্থাৎ (আমি নীজে ) কোন বিষয়ে নিয়ে কাজ করেন তাহলে আমার উত্তর আমি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকের মত প্রাথমিক ধারনা দিয়ে থাকি আর সেটা হল লেখার মাধ্যমে ৷ আপনিও এই কাজ করতে পারেন ৷

আগামীতে একটি সাইট নিয়ে আলোকপাত করবো এবং সেই বিষয়ের উপরে একটি লেখা বিস্তারিত ভাবে উল্লেখ করব,

ততক্ষন সবাই ভাল ও সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য এই লেখাটি আপনি আপনার পরিচীতজনের কাছে পৌছাতে শেয়ার করতে পারেন এবং সেই সাথে মন্তব্য করবেন লেখাটি কেমন হয়েছে ৷

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

Date of Birth 09-3-1969 I am a writer. I have some writing habit, so I want to write on this site.