অনলাইনে আর্টিকেল লিখে ইনকাম

আসসালামু আলাইকুম বন্ধুরা,আসা করি সকলে সৃষ্টি কর্তার দয়ায় ভালোই আছ। আজকে তোমাদের অনলাইনে ইনকাম কীভাবে করবে তার একটি উপায় নিয়ে আলোচনা করবো।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

তোমরা সকলেই অনলাইনে ইনকাম করতে খুবই আগ্রহী। তবে কীভাবে অনলাইনে ইনকাম করতে হয় তা কেউই জানো না। 

আজকে তোমাদের অনলাইনে আর্টিকেল লিখে ইনকাম সম্পর্কে আলোচনা করবো। তোমরা জানো আর্টিকেল জিনিসটা কি? অনেকে জানো অথবা অনেকেই জানো না।

সমস্যা নেই, আমি  তোমাদের আর্টিকেল সম্পর্কে এক্টূ ধারণা তোমাদের দিই। আর্টিকেল হচ্ছে তোমার হাতে টাইপিং করার একটি বিষয়।

এই যে তোমরা এই লেখাটি পড়তেছ আসলে এটাও একটি আর্টিকেল। তোমরা তোমাদের মতো করে আর্টিকেল লিখে ইনকাম করতে পার।

কারণ তোমার যে আবেগ দিয়ে লিখেছ সেই আর্টিকেলটি অন্যজন পড়ে নিজেও তা পালন করতে চাইবে। আর তোমরা জেই সাইটে আর্টিকেলটি প্রকাশ করবে সেই সাইটিই তোমাদের পেমেন্ট প্রদান করবে।

আসা করি তোমরা এতক্ষুনে আর্টিকেল কি সেটা বুঝেছ। এখন পালা কীভাবে লিখলে টাকা ইনকাম করা যায়। আবার কি কি লিখতে হবে?

তো তোমরা জেই সাইটে আর্টিকেল জমা দিবে সেই সাইটটি তোমাদের নির্ধারণ করে দিবে যে তোমরা কি কি লিখলে তারা টাকা প্রদান করবে।

সেই সাইটের নিয়মের বাইরে কাজ করলে তোমরা টাকা ইনকাম করতে পারবে না। তাই তোমরা একটি সাইট বেছে নিয়ে তাদের নিয়ম আগে ভালো মতো করে দেখে নিবে। এরপর তোমরা আর্টিকেল লিখার টপিক নির্ধারণ করবে। 

এরপর আর্টিকেলটি তোমাদের মোবাইল বা ল্যাপটপে টাইপিং করে সম্পূর্ণ করবে। এরপর তোমরা সেই আর্টিকেলটি লিখা হয়ে গেলে সেই টপিকের অনুযায়ী একটি ভালো থাম্বনেল তৈরি করবে। থাম্বনেল তৈরি করে তোমাদের সেই সাইটটির আর্টিকেল লেখা জমা দেওয়ার অপশনে প্রবেশ করবে।

সেখানে তোমরা প্রথমে টাইটেল লিখবে। এরপর তোমরা যে আর্টিকেলটি লিখেছ সেই আর্টিকেলটির সামারি অথবা বাংলায় জাকে বলে সারাংশ সেটা লিখবে।

এরপর সেইখানে তোমার আরেকটি অপশন থাকবে আর্টিকেলটি সেখানে পেস্ট করে দিবে। এরপর তোমার আর্টিকেলটির যে থাম্বনেল তৈরি করেছ সেই থাম্বনেলটি দিয়ে নিচে দেখবে সাবমিট অপশন।

কিন্তু তার আগে তোমরা আবার তোমাদের আর্টিকেলটির লেখা গুলো শুরু থেকে শেষ পর্যন্ত চেক করে নিবে।

এসব কাজ সম্পূর্ণ করা হলে সাবমিটে ক্লিক করবে। সাবমিট করার পর তমাআর আর্টিকেলটি পেন্ডিং অবস্থায় থাকবে।

এরপর তোমার কাজ শেষ। তোমার আর্টিকেলটি জেইখানে সাবমিট করেছে সেই সাইটটির কর্তৃপক্ষ রিভিউ করে দেখবে তোমার আর্টিকেলটি কপি কি না।

যদি কপি যুক্ত হয় তাহলে তোমার আর্টিকেলটি তারা প্রকাশ করবে না। আরও যদি তোমার লেখায় ভুল বা অন্য বিষয় চলে আসে তাহলেও তোমার আর্টিকেলটি তাআরা প্রকাশ করবে না। 

এরপর এভাবে দেখার পর যদি মনে করে তোমার আর্টিকেলটি মানসম্মত হয়েছে তাহলে তারা প্রকাশ করবে। এবং তাদের কথা মতো তোমাদের টাকা প্রদান করবে।

তাই তোমার একটা কথা মাথায় রাখতে হবে, লেখায় যেন ভুল না থাকে। এরপর তোমার লেখাটি ১০০% কপি মুক্ত থাকতে হবে। 

আর কথা বারাব না, তোমরা চেষ্টা কর দেখবে একদিন টাকা ইনকাম করতে তোমাদের কেউই ঠেকাতে পারবে না।

এরকম আরও অনলাইন ইনকাম সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্টে তোমাদের মতামত প্রদান কর। আসা করি তোমাদের উত্তর যথা সম্ভব দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ ধরে পড়ার জন্য সকলকে ধন্যবাদ। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
arham ahmed - Mar 20, 2023, 4:15 PM - Add Reply

ami hotobaga.com e register koreci but email e verify kno hocce na sejane 403 invalid signature astece kno bujlamna

You must be logged in to post a comment.
Ritu - Mar 27, 2023, 11:33 PM - Add Reply

Plz show me your problem

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ