মোবাইলেই দেখান বিশেষজ্ঞ ডাক্তার![না দেখলে পস্তাবেন]

সবাইকে এই পোস্টে স্বাগতম। এই অার্টিকেলের মাধ্যমে অাপনারা জানতে পারবেন যে কীভাবে নিজের মোবাইলের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

বর্তমানে এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের চিকিৎসা সেবাতে অনেকটা অনিশ্চয়তা এসেছে।কারণ, প্রায় সব হাসপাতালে করোনা অাক্রান্ত রোগীর ভিড়।যার ফলে সাধারণ মানুষ সেখানে যেতে পারছে না।কারণ, করোনা একটি সংক্রামক রোগ।যে কেউই এ রোগের থাবায় পড়তে পারেন।কেউই করোনার ঝুঁকি নিতে চায় না।তাছাড়া ঝুঁকি নেওয়া একদম অনুচিত।তবে বর্তমানে অামাদের ডিজিটাল যুগের তথ্য প্রযুক্তির এতটাই উন্নত হয়েছে যে, অামরা বাইরে না গিয়ে ঘরে বসেই চিকিৎসা সেবা, ডাক্তারি পরামর্শ নিতে পারবো।এর জন্য অাপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।অ্যাপটির নাম Doctime.এই অ্যাপটির মাধ্যমে অামিও সেবা, পরামর্শ নিয়েছি।
অ্যাপটির লিংক: Doctime APK

কেন শুধু এই অ্যাপ?

অনেকে বলবেন প্লে-স্টোরে তো এমন অ্যাপ অহরহ পাওয়া যায়।এতে নতুনত্ব কী?জেনে অবাক হবেন যে, এই অ্যাপে অাপনি হাজার হাজার ডাক্তার পাবেন।প্রত্যেকে ফি নেয় ১০টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত।তাও অাবার বিশেষজ্ঞ ডাক্তার😱।পূর্বে অামি অামার মায়ের জন্য ১০০টাকার ডাক্তার দেখিয়েছিলাম।তাদের ভ্যাট ৫টাকা।পেমেন্ট বিকাশসহ অন্যান্য মাধ্যম দ্বারা করা হয়।এই অ্যাপে ডাক্তারগুলোর র‍্যাটিং দেখে নিশ্চিত হতে পারবেন।

ডাক্তারগুলো ভুয়া হতে পারে

না না!এই ডাক্তারগুলো নকল নয়।সব ডাক্তার অাসল।তারা ১০০% ভেরিফাইড দক্ষ ও অাসল ডাক্তার।প্রথমে অামিও ভাবছিলাম, ডাক্তারগুলো ভুয়া।কারণ, এত কম ফি-তে কি কোনো ডাক্তার হয়?😒অাসলে এমন প্রশ্ন করা অযৌক্তিক নয়।সবারই এমন প্রশ্ন হতে পারে কারণ ব্যাপারটাই এমন।এই অ্যাপে অাপনি অনেল বিশেষজ্ঞ ডাক্তার পাবেন যেমন-

  • Medicine/General Physician
  • Internal Medicine
  • Child Care/Pediatrics
  • Dental Care/Dentistry
  • Gynaecology
  • Skin/Dermatology
  • Heart/Cardiology
  • Eye/Opthalmology
  • Ear, Nose & Throat/ENT
  • Gastroenterology
  • Orthopedics
  • Lungs/Pulmonology
  • Obstetrics
  • Diabetes/Endocrinology
  • Brain/Neurology
  • Urology
  • Rheumatology
  • Kidney/Nephrology
  • Neurosurgery
  • Cancer/Oncology
  • psychiatry
  • Parasitology
  • Plastic Surgery
  • Podiatry
  • Vascular Surgery

এতজন বিশেষজ্ঞ পাওয়া চাট্টিখানি ব্যাপার নয় তাই এখনই অ্যাপটি ডাউনলোড করুন।অ্যাপটির কিছু স্ক্রিনশট দেখুন-

10e2acdb6830b39a5d1468d75d6b0112.png 48ccfe310d02334a28712f44f7a881eb.png d3bded98d7ac661d094a99aaab35b459.png

অাশা করি এই অার্টিকেলটি অাপনাদের কাজে লাগবে।এরকম অারো ভালো ভালো অার্টিকেল পেতে জে অাইটি'র সাথেই থাকুন এবং লকডাউনে ঘরে অবস্থান করুন।


প্রান্তিক সরদার স্নিগ্ধ, রাজনগর, মৌলভীবাজার

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

Just spreading the light of technology.