কিভাবে বিকাশ একাউন্ট খুলতে হয়?

নতুন বিকাশ একাউন্ট খোলা একদম সিম্পলঃ নতুন বিকাশ একাউন্ট খোলা একদম সিম্পল। বর্তমানে সকল এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, গ্রামীণফোন এবং রবি গ্রাহকগণ বিকাশ একাউন্ট খুলতে পারবেন।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

নিজের ফোন থেকেই, বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকেই ঘরে বসে একাউন্ট খুলতে পারবেন নিচের ধাপগুলো অনুসরণ করে। 

অ্যাপ থেকে নতুন একাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসুরণ করুনঃ 

step 1 

১. লগ ইন/রেজিস্ট্রেশন এ ট্যাপ করুন 

step 2

২. রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বারটি দিয়ে পরবর্তী ধাপে যান

step 3

৩. মোবাইল অপারেটর সিলেক্ট করুন 

step 4

৪. আপনার মোবাইল নাম্বারে এসএমএস এ আসা ভেরিফিকেশন কোড দিন

 step 5

৫. নিয়ম ও শর্তসমূহ দেখে নিয়ে সম্মতি দিন 

 step 6

৬. রেজিস্ট্রেশন শুরু করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে 

 step 7

৭. জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ফ্রেমের মধ্যে রেখে ছবি তুলুন 

 step 8

৮. ছবি স্পষ্ট কিনা দেখে কনফার্ম করুন

  step 9

৯. এবার জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশটি ফ্রেমের মধ্যে রেখে ছবি তুলুন 

 step 10

১০. ছবি স্পষ্ট কিনা দেখে কনফার্ম করুন

 step 11

১১. আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো সঠিক আছে কিনা দেখে পরবর্তী ধাপে যান 

 step 12

১২. স্ক্রিনে আসা তথ্যগুলো পূরন করে পরবর্তী ধাপে যান 

step 13

১৩. পর্যাপ্ত আলোতে ক্যামেরায় নিজের ছবি তুলতে হবে 

step 14

১৪. নিজের ছবি তুলে স্বয়ংক্রিয়  স্ক্যানিং এর জন্য অপেক্ষা করুন 

step 15

১৫. রেজিস্ট্রেশনের সকল তথ্য সাবমিট করার জন্য নিশ্চিত করুন 

step 16

১৬. কনফার্মেশন এসএমএস এর জন্য অপেক্ষা করুন, এসএমএস পেলে লগ ইন করুন 

step 17

১৭. লগ ইন অপশনে ট্যাপ করুন 

step 18

১৮. মোবাইল নাম্বারটি দিয়ে পরবর্তী ধাপে যান 

step 19

১৯. মোবাইল অপারেটর সিলেক্ট করুন 

step 20

২০. আপনার মোবাইল নাম্বারে এসএমএস এ আসা ভেরিফিকেশন কোড দিন

step 21

২১. এবার আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার সেট করতে হবে 

step 22

২২. পিন নাম্বার সেট করার নির্দেশনা দেখে নিন 

step 23

২৩. ৫ ডিজিটের পিন নাম্বার দুইবার দিয়ে কনফার্ম করুন 

step 24

২৪. এবার আপনার মোবাইল নাম্বার ও পিন নাম্বার দিয়ে বিকাশ একাউন্টে লগ ইন করুন 

step 25

২৫. আপনার নাম সেট করুন 

step 26

২৬. (+) আইকনে ট্যাপ করে আপনার প্রোফাইলে ছবি আপলোড করুন 

step 27

২৭. আপনার বিকাশ একাউন্টটি সক্রিয় হয়ে গেছে, প্রয়োজনীয় লেনদেন শুরু করুন।

ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে ই-কেওয়াইসির মাধ্যমে একাউন্ট খুলুনঃ 

নিকটবর্তী ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

     ১। মোবাইল ফোন।

     ২। জাতীয় পরিচয়পত্রের মূল কপি।

পদ্ধতিঃ 

১। এজেন্ট আপনার মোবাইল নাম্বার ও অপারেটর নিশ্চিত করে একাউন্ট খোলার জন্য অনুমতি নেবেন। 

২। আপনার নাম্বারে পাঠানো রেফারেন্স নাম্বারটি নেবেন। 

৩। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ও পেছনের অংশের ছবি তুলবেন। 

৪। এজেন্ট ই-কেওয়াইসি এন্ট্রির জন্য আপনার একটি ছবি তুলবেন। 

৫। সফল রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন। 

এজেন্ট পয়েন্টে কেওয়াইসি ফর্ম পূরণ করে বিকাশ একাউন্ট খুলুনঃ

নিকটবর্তী এজেন্ট পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

১। মোবাইল ফোন

২। জাতীয় পরিচয় পত্র (মূল এবং ফটোকপি)

৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

 গ্রাহক সেবায় বিকাশ একাউন্ট খুলুনঃ

নিকটবর্তী গ্রাহক সেবায় বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

১। মোবাইল ফোন

২। জাতীয় পরিচয়পত্র (ফটোকপি) / ড্রাইভিং লাইসেন্স (মূল এবং ফটোকপি) / পাসপোর্ট (মূল এবং ফটোকপি)

৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি গ্রাহক সেবা কেন্দ্রে বিকাশ একাউন্ট খুলুনঃ

নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্রে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

১। মোবাইল ফোন

২। জাতীয় পরিচয়পত্র (মূল এবং ফটোকপি)/ মূল ড্রাইভিং লাইসেন্স / মূল পাসপোর্ট

৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

একাউন্ট ওপেনিং ফরমটি পূরণ করুন এবং আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ ও স্বাক্ষর দিন। 

বিকাশ একাউন্ট খোলার পর আপনাকে আপনার বিকাশ মোবাইল মেন্যুটি এক্টিভেট করে নিতে হবে। আপনার মোবাইল মেন্যু এক্টিভেট করতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।

২। “ এক্টিভেট মোবাইল মেন্যু” বেছে নিন।

৩। বিকাশ একাউন্টের জন্য ৫ ডিজিটের পিন নম্বরটি প্রবেশ করান

৪। কনফার্ম করার জন্য আপনার পিন নম্বরটি আবার প্রবেশ করান  

* আপনার পিন নম্বরটি সব সময় গোপন রাখুন

সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হবার পর আপনার মোবাইল নম্বরটি একটি বিকাশ একাউন্ট নম্বর হিসেবে গণ্য হবে।

আপনার বিকাশ একাউন্ট এর মাধ্যমে প্রাথমিক ভাবে মোবাইল রিচার্জ, ক্যাশ ইন এবং টাকা গ্রহণ সেবা ব্যবহার করতে পারবেন।

তবে, আপনার KYC ফরম এর তথ্য যাচাই হয়ে গেলে, ৩-৫ দিনের মধ্যে আপনি “ক্যাশ আউট”, “ মোবাইল রিচার্জ “, “পেমেন্ট” এবং বিকাশ এর  অন্যান্য সেবা সমূহ উপভোগ করতে পারবেন।

আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার পর *247# ডায়াল করে দিন রাত ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন বিকাশের সেবা ব্যবহার করতে পারবেন।

একজন গ্রাহক গ্রাহক সেবা কেন্দ্র অথবা গ্রাহক সেবা থেকে একাউন্ট খুললে সাথে সাথে বিকাশ এর সকল সেবা উপভোগ করতে পারবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Alim - May 31, 2022, 5:47 PM - Add Reply

দয়া করে আমার এই গ্রুপটিতে একবার ঘুরে আসুন:-
https://www.facebook.com/groups/4923657331062352/?ref=share

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

I write a guide on how to make money online.