সহজ কিস্তিতে মোবাইল কিনতে পারবেন এখন যে কেউ!

সহজ কিস্তিতে মোবাইল কিনতে পারবেন এখন যে কেউ!

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আপনি যদি চান একটি মোবাইল কিনতে। তাহলে এখন থেকে ইএমআই বা কিস্তিতে মোবাইল কিনতে পারবেন। অনেক ওয়েবসাইট কিস্তিতে মোবাইল কেনার সুবিধা  দিয়ে থাকছে  অনলাইন-অফলাইন এর মাধ্যমে। তাই আজকে এমনই কিছু ওয়েবসাইট দেখাব আপনাদের।

গ্রামীণফোন শফ থেকে কিস্তিতে মোবাইল কেনা যাবে:আপনি যদি গ্রামীণফোন শফে প্রভেষ করুন তাহলে কিস্তিতে কেনা যাবে এমন সব মোবাইল দেখতে পাবেন এবং কিস্তিতে কিনতে পারবেন মোবাইল। গ্রামীণফোন শপ থেকে ৩ মাস থেকে ৩৬ মাস পর্যন্ত কিস্তিতে মোবাইল কিনতে পারবেন। কিস্তি চলাকালীন সময়ে আপনার মোবাইল এর গ্রামীণ সিমটি সচল থাকা বাধ্যতামূলক।

 

রবিশপ থেকে কিস্তিতে মোবাইল কেনার নিয়ম: রবিশপের মধ্যে কিস্তিতে মোবাইল কেনার পাশাপাশি আরো অনেক পণ্য কিস্তিতে কেনা র সুবিধা রেখেছে। যেসব পণ্য কিস্তিতে কিনতে পারবেন সেগুলোর উপর আলাদা লেবেল রয়েছে। রবিশপ থেকে ৩ থেকে ৩৬ মাস পর্যন্ত কিস্তিতে মোবাইল কিনতে পারবেন।

রবিশপ ওয়েবসাইট এর মধ্যে প্রভেষ করে ইএমআই এর উপর ক্লিক করলে কিস্তিতে কেনার সকল পণ্য দেখতে পাবেন।

 

দারাজ থেকে কিস্তিতে মোবাইল কেনার উপায়:আপনি যদি চান তাহলে দারাজ থেকেও কিস্তিতে মোবাইল কিনতে পারবেন।

৩ থেকে ১২ মাস পর্যন্ত কিস্তিতে মোবাইল কিনতে মোবাইল কিনতে পারবেন। দারাজ থেকে যেসব ব্যংকের গ্রাহক গণ মোবাইল কিনতে পারবেন সেসব ব্যংকের নাম-

স্টান্ডার্ড চাটার্ড ব্যংক,এন-আরবি ব্যংক,মিউচুয়াল ট্রাস্ট ব্যংক,সিটি ব্যংক,ইস্টার্ন ব্যংক এবং ব্র্যাক ব্যংক। কিস্তিতে মোবাইল কিনতে হলে পেমেন্ট মেথড ইনস্টলমেন্ট সিলেক্ট করতে হবে।এরপর কিস্তির মেয়াদ সিলেক্ট করে  ডেভিড কার্ড এর সকল তথ্য প্রধান করে মোবাইল কিনতে পারবেন।

 

ওয়ালটন মোবাইল কিস্তিতে কেনার নিয়ম :

আপনি চাইলে এখন ওয়ালটন মোবাইল কিস্তিতে কিনতে পারবেন। আপনি যদি ৩ মাসের কিস্তিতে মোবাইল কিনেন তাহলে কোনো সুদ দিতে হবেনা।যদি ৬ বা ১ বছরের কিস্তিতে মোবাইল কিনেন তাহলে

সুদ দিতে হবে ১৬%। কিস্তিতে যারা মোবাইল কিনতে পারবেন - ছাত্র, শিক্ষক,ডাক্তার, ইন্জিনিয়ার,কৃষক, গৃহীণি, হকার, দিনমজুর এবং ব্যংকার ইত্যাদি।কিস্তিতে মোবাইল কিনতে যা লাগে:

জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

 

আপনার নিশ্চয়তা প্রদানকারী বা গ্যারান্টর (Underwriter) এর জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র

 

ক্রেতা ও গ্যারান্টরের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।

 

গ্যারান্টর অবশ্যই উপার্জনক্ষম ও বিশ্বস্ত হতে হবে।

 

বিক্রেতা কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট ফরম পূরণ

 

ওপো মোবাইল কিস্তিতে কেনার নিয়ম:

আপনি চাইলে এখন ওপো মোবাইল কিস্তিতে কিনতে পারবেন। আপনি যদি ৩ মাসের কিস্তিতে মোবাইল কিনেন তাহলে কোনো সুদ দিতে হবেনা।যদি ৬ বা ১ বছরের কিস্তিতে মোবাইল কিনেন তাহলে

সুদ দিতে হবে ১৬%। কিস্তিতে যারা মোবাইল কিনতে পারবেন - ছাত্র, শিক্ষক,ডাক্তার, ইন্জিনিয়ার,কৃষক, গৃহীণি, হকার, দিনমজুর এবং ব্যংকার ইত্যাদি।কিস্তিতে মোবাইল কিনতে যা লাগে:

জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

 

আপনার নিশ্চয়তা প্রদানকারী বা গ্যারান্টর (Underwriter) এর জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র

 

ক্রেতা ও গ্যারান্টরের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।

 

গ্যারান্টর অবশ্যই উপার্জনক্ষম ও বিশ্বস্ত হতে হবে।

 

পরিশেষে, আপনি বিভিন্ন ওয়েবসাইট এর মাধ্যমে কিস্তিতেও মোবাইল কিনতে পারবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Shohan - Aug 15, 2022, 5:39 PM - Add Reply

Good job😍😍😘😘💝🍒

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

I am a experts Grapics designer and logo designer etc.