ফেসবুক আইডি/পেজের ব্লু-ব্যাজের জন্য আবেদন করবেন যেভাবে।

আসসালামু আলাইকুম, আপনারা যারা সহজেই ব্লু ব্যাজের আবেদন করতে চান, প্রথমে আপনি আপনার ফেসবুক একাউন্টে Help Center এ প্রবেশ করুন।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

এরপর সার্চ করুন Facebook Badge Verified সার্চ করার পর ? How do i request a blue badge এই লেখাটিতে ক্লিক করুন, ক্লিক করার পর নিচের স্টেপ গুলোর মতো দেখতে পারবেন এবং সেগুলো পূরন করুন ।

১/প্রথমে আপনি আপনার প্রোফাইল অথবা পেজ সিলেক্ট করুন ।

২/ ডকুমেন্ট অথবা কার্ডের ফটো যুক্ত করুন ।

৩/ক্যাটাগরি নির্বাচন করুন ।

৪/আপনি আপনার দেশ নির্বাচন করুন ।

৫/ আপনি কেন ব্লু ব্যাজের জন্য আবেদন করতে চান, কারা আপনাকে ফলো করে? কেন ফলো করে, এই সম্পর্কে কয়েকটি বাক্য লিখুন ।

৬/আপনার নিজের অথবা প্রতিষ্টানের যদি কোন নাম থাকে এক/একাধিক লিখুন, প্রয়োজনে নামের ব্যাখাও দিতে পারবেন ।

৭/ ---৫টি লিংক দিতে হবে, তার মধ্যে ব্যক্তি প্রতিষ্ঠানকে নিয়ে লেখা ৩/৪টি এবং সংবাদের লিংক দিন । ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির স্ব-নামে প্রকাশিত লিংক দেওয়া যাবে, এছাড়া সোস্যাল মিডিয়ার ১/২টি লিংক দেওয়া যাবে ।

৮/এরপর send বাটনে ক্লিক করুন ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ