নিজেই মোবাইল এবং NID কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম। বিস্তারিত এখানে!

বাংলাদেশের বৃহত্তর মোবাইল ব্যাংকিং হচ্ছে বিকাশ,  তাছাড়া বিকাশ নিরাপত্তা সার্ভিস সমূহ অনান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় ভালো, তাছাড়া আপনি বিকাশ একাউন্ট রেজিস্ট্রার করলে পাচ্ছেন ১০০ টাকার উপরে বোনাস।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

মোবাইল এবং NID কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম।  বিস্তারিত এখানে!  

বাংলাদেশের বৃহত্তর মোবাইল ব্যাংকিং হচ্ছে বিকাশ,  তাছাড়া বিকাশ নিরাপত্তা সার্ভিস সমূহ অনান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় ভালো, তাছাড়া আপনি বিকাশ একাউন্ট রেজিস্ট্রার করলে পাচ্ছেন ১০০ টাকার উপরে বোনাস। 

চলুন তাহলে এবার দেখে নেই কিভাবে মোবাইল এবং ভোটার কার্ড দিয়ে ঘরে বসে বিকাশ একাউন্ট খোলতে হয়।

 

✔️ মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট খোলতে যা যা ধরকার।

 

 মোবাইল দিয়ে নিজে  বিকাশ একাউন্ট খোলার জন্য প্রথমে  প্রয়োজন স্মার্টফোন ইন্টারনেটে কানেকশন অর্থাৎ আপনার MB থাকতে হবে, ভোটার আইডি কার্ড লাগবে,  এবং বিকাশ একাউন্ট খোলার আগে বিকাশ অ্যাপ ইন্সটল করা থাকতে হবে।  

 

ধাপ-১

প্রথমে নিচে দেওয়া লিংকে চাপ দিয়ে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে রাখবেন। তারপর এই লেখাটি ভালো করে পড়ে একাউন্ট খোলতে যাবেন। 

 

বিকাশ অ্যাপ ইন্সটল করার লিংক 

https://bka.sh/next?c=signup&uuid=C1BAAR4TK

 

ধাপ-২

অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপে ঢুকুন।  তারপর অ্যাপ  আপনার কাছ থেকে পারমিশন চাইবে সব পারমিশনে allow করে দিতে হবে। 

 

ধাপ-৩

বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনি 

(লগিন/ রেজিষ্ট্রেশন)  লেখাতে চাপ দিন। 

ধাপ-৪

তারপর মোবাইল নাম্বার এর জায়গায় আপনি যে নাম্বারে বিকাশ একাউন্ট খোলতে চান সেই নাম্বার দিয়ে দিবেন।  

নাম্বার দেওয়ার পর (পরবর্তী)  লেখাতে চাপ দিবেন।

ধাপ-৫

তারপর আপনাকে অপারেটর বেঁচে নিতে হবে,  যেমন,  রবি নাম্বার হলে রবি, গ্রামিনফোন হলে গ্রামিনফোন বেঁচে নিবেন বা অনান্য সিম হলে তা বেঁচে নিবেন। 

ধাপ-৬

এটি করার পর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে , ভেরিফিকেশন কোড আসার পর Allow  তে ক্লিক করে নিবেন। তারপর (কনফার্ম করুন)  লেখায় চাপ দিবেন। 

তারপর বিকাশের শর্তাবলীর একটা পেইজ আসবে, নিচে গিয়ে গিয়ে ( নিয়ম ও শর্তসমূহে সম্মতি আছি) লেখায় চাপ দিবেন। 

ধাপ-৭

তারপর রেজিষ্ট্রেশন শুরু করুন নামে  ইন্টারফেজ পাবেন,  এখানে আপনার NID কার্ডের সামনের ছবি তুলতে বলা হলে, সামনের ছবি তুলবেন, একটা বক্স দেওয়া থাকবে এখানে বক্সের ভেতর NID কার্ডের সামনের ছবি পরিষ্কার করে তুলতে হবে। ছবিটি ভালো করে না হলে আবার তুলবেন তারপর সাবমিট করবেন।

NID কার্ডের সামনের ছবি হয়ে গেলে,  NID কার্ডের পেছনের ছবি তুলতে বলা হবে , সেটিও তোলে সাবমিট করে নিবেন। 

 

✍️ NID কার্ডের ছবি তুলার সময় ভালো করে দেখবেন সামনের ছবি তুলতে বলা হয় নাকি পেছনে ছবি তুলতে বলা হয়। 

 

ধাপ-৮

তারপর আপনি সকল তথ্য পূরণ করার জন্য একটা পেইজ পাবেন,  তথ্যটা অটোমেটিক পূরন করা পাওয়া না গেলে পূরণ করে নেবেন তারপর  ( পরবর্তীতে) লেখাতে ক্লিক করে নিবেন । 

এখানে আরো কিছু চাইবে, যেমন লিঙ্গ, পেশা, আনুমানিক মাসিক আয়, তবে লিঙ্গটা  সঠিক করে নিবেন। 

 

ধাপ-৯ 

তারপর আপনাকে নিজের চেহারার ছবি  তুলার কথা বলবে,  মনে রাখবেন যার ভোটার কার্ড দিয়ে এই একাউন্টটি করছেন শুধুমাএ  তার চেহারার ছবিই ক্যামেরার সামনে রেখে তুলতে হবে। অন্যতায় হবে না।

ছবি তুলার সময় চারিদিকে যেন পর্যাপ্ত আলো থাকে যেন ভালো করে, চেহারা সনাক্ত করা যায়।

ছবি তুলার সময় চোখের পলক ফেলবেন,     ছবি তুলার সময় যতক্ষণ না গুল রেখাটা পূরণ হচ্ছে ততক্ষণ ক্যামেরার সামনে চেহারা রাখুন আস্তে আস্তে মোবাইল আগে পিছে নেন।

ছবি তুলা হলে " অনুগ্রহ করে নিশ্চিত করুন " লেখা আসবে, তারপর "নিশ্চিত করুন " এ চাপ দিবেন। 

তারপর  লেখা দেবে " তথ্য সাবমিট করা হয়েছে" এখন আপনার বিকাশ একাউন্ট এ একটি নতুন পিন সেট উপ করতে হবে। 

আপনার বিকাশ একাউন্ট খোলার পর 72 ঘণ্টার ভেতরে আপনার বিকাশ একাউন্টে একটি নতুন পিন সেটআপ করতে হবে। 

ধাপ-১০ 

আপনার বিকাশ একাউন্ট সম্পূর্ণ ভেরিফাই হলে বিকাশ থেকে তারা 72 ঘন্টার ভেতরে 5 সংখ্যার একটি কোড পাঠাবে, এই পিন ব্যবহার করে নতুন পিন রিসেট করতে হবে।  কোডটি 72 ঘন্টার আগে ও দিতে পারে বা এর ভেতরে ও দিতে পারে। 

 

ধাপ-১১

তো আপনার বিকাশ একাউন্ট এর পিন সেট করতে মোবাইল ডায়াল অপশনে গিয়ে *247# ডায়াল করতে হবে। 

তারপর নিচের মত একাটা ইন্টারফেইস দেখতে পাবেন। 

1. active mobile menu 

 এখান থেকে আপনাকে 1 ডায়ালে তুলে send এ ক্লিক করতে হবে। 

 

তারপর এখানে দেখতে পাবেন Enter a 5 digit new pin. এখনে আপনাকে 5 সংখ্যার যেকোনো নতুন পিন দিতে হবে যেটা আপনি বিকাশে পিন হিসেবে ব্যবহার করতে চান। 

12345  এই রকম করে পিন দিবে না একটু গুরিয়ে দেবেন। 

আপনার 5 পিন তুলার পর send এ ক্লিক করবেন।  পিন টি ঠিকঠাক ভাবে সেট হলে বিকাশ থেকে একটা এসএমএস পাবেন। তারপর অকে তে ক্লিক করে পপ আপ টি সরিয়ে দেবেন।

তারপর আপনি আবার অ্যাপে ঢুকে নতুন পিন সেট করে নিবেন। 

 

✔️১০০ টাকা বোনাস পেতে এ নিচের ধাপগুলো অনুসরণ করুন।

 

1. 25 টাকা করে দুইবার মোবাইল রিচার্জ করলেই 50 টাকা বোনাস পাবেন।

2.তারপর যেকোনো পরিমান  টাকা সেন্ড মানি বা ক্যাশ আউট করলে 50 টাকা বোনাস।

 

যদি না বুঝেন একাউন্ট খোলতে সমস্যা হয় তাহলে আমার মেসেঞ্জার এ যোগাযোগ করতে পারেন একাউন্ট করিয়ে দেব বুঝিয়ে দেব। কোন সমসা হবে না।  

 

আমার মেসেঞ্জার লিংক

⬇️

https://m.me/mdparvej.ahmed.395454

 

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

I am a simple blog Writer.