অনলাইনে ইনকাম করার সেরা উপায়

অনলাইনে আয় বলতে আমরা কি বুঝি? ফ্রিলান্সিং নাকি গ্রাফিক্স ডিজাইন। কন্টেন্ট রাইটিং নাকি ওয়েব ডেভেলপমেন্ট। এসব বড় কাজ নিয়ে আজকে কথা বলব না। আজকে অনলাইনে আয় করার সবচেয়ে সহজ উপায় নিয়ে লিখব।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

এই কাজগুলো শিখা অনেক সময়ের ব্যাপার। অনেক সহজ কাজ আছে যেগুলো শিখতে টাকা বা সময় লাগবে না। একেবারে ঘরে বসে বসেই সহজেই টাকা আয় করা সম্ভব। 

চলুন তাহলে অনলাইনে আয় করার সবচেয়ে সহজ উপায় গুলো দেখে নিই। 

১। অনলাইন সার্ভে বা অনলাইন জরিপ পূরণ

বড় ব্যবসা প্রতিষ্ঠান তাদের বিভিন্ন মার্কেটিং কাজ অনলাইনে জরিপ করে। এই জরিপের উদ্দেশ্য থাকে কাস্টমারদের তথ্য সংগ্রহ করা।

কিছু ওয়েবসাইট আপনাকে টাকা দিবে এই সার্ভেগুলো পূরণ করে দিতে পারলে। 

ওয়েবসাইটের নামঃ 

  • Swagbucks, 
  • Branded Surveys,
  • MyPoints, 
  • LifePoints

এই ওয়েবসাইটগুলোতে গিয়ে সার্চ করলেই বিভিন্ন পেইড সার্ভে পেয়ে যাবেন। প্রতিটি সার্ভে ফিলাপ করতে পারলে ৫-১৫ ডলার ইনকাম করতে পারবেন। 

২। ছবি বিক্রি করা 

ছবি তুলতে ভালবাসেন, ভাল ছবি তুলতে পারেন। তাহলে অনায়াসেই এই ছবিগুলো বিক্রি করে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। তবে ছবি হতে হবে অরিজিনাল এবং কোন ধরণের এডিট ছাড়া। 

ছবি যেসব ওয়েবসাইটে বিক্রি করতে পারেনঃ 

  • iStockPhotos, 
  • Dreamstime, 
  • Shutterstock, 
  • Getty Images

এই ওয়েবসাইটগুলো আপনার ছবিস্বত্ব কিনে নিবে টাকার বিনিময়ে। 

ছবি প্রতি ইনকাম

প্রতিটি ছবির জন্য ০.২৫-০.৪৫ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। তার মানে প্রতি ৩টি ছবির জন্য ১ ডলার করে পাবেন। 

৩। রিভিউ লিখে আয় 

অনেক কোম্পানি আছে পেইড রিভিউ সার্ভিস অফার করে।

সহজ কথায় আপনি কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে সুন্দর, গোছানো রিভিউ দিবেন। আপনার রিভিউ দেখে যাতে অন্য কাস্টমাররা সেই প্রোডাক্ট কিনে। 

রিভিউ লেখার ওয়েবসাইটঃ 

Fabletics এই সাইটটি পেইড রিভিউ সার্ভিস দিয়ে থাকে। 

আয়ের পরিমাণঃ ঘন্টাপ্রতি ৫-৩০ ডলার পর্যন্ত ইনকাম করা যায়। 

৪। গেম খেলে অনলাইনে ইনকাম

আপনি চাইলে গেম খেলেও অনলাইনে আয় করতে পারবেন। আপনার ভালো একটা কম্পিউটার আছে। গেমস খেলতে ভালোবাসেন।

তাহলে কিছু ওয়েবসাইট আছে যারা আপনাকে অনলাইনে টাকা দিতে প্রস্তুত। 

ওয়েবসাইটের নামঃ 

  • Cash Crate, 
  • Appcent, Applike, 
  • AppNana 

এই ওয়েবসাইটগুলোতে ঘন্টাপ্রতি আপনি ১০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। তাহলে এখনই গেম খেলতে বসে যান আর সাথে বোনাস হিসেবে কিছু টাকা ও আয় করে নিন।

৫। টি-শার্ট ডিজাইন করে বিক্রি করুন

আপনি যদি আর্টিস্টিক স্বভাবের হোন বা আর্ট করতে ভালোবাসেন তাহলে এই কাজ আপনার জন্য পানিভাত! বর্তমানে টি-শার্ট খুবই জনপ্রিয়। সবাই টিশার্ট পরতে ভালোবাসে। আপনি সুন্দর করে টিশার্ট ডিজাইন করে অনলাইনে বিক্রি করতে পারেন।

যা করতে হবেঃ  Amazon এ একাউন্ট খুলে সেখানে আপনার ডিজাইন করা টিশার্ট আপলোড করবেন। 

আপনার আলাদাভাবে কোন প্রমোশন করা লাগবে না। আমাজন নিজেই আপনার প্রোডাক্ট এর বিজ্ঞাপন দিবে। প্রতিদিন লাখো কাস্টমার আমাজন থেকে পণ্য কিনে। তাই আপনার ডিজাইন সুন্দর হলে আপনার টিশার্ট ও বিক্রি হবে। তখন আপনি সেখান থেকে কমিশন পাবেন। 

আয়ের পরিমাণ

প্রতি ১টি টিশার্টে ২-৫ ডলার করে পাবেন। 

৬। ব্লগ বানিয়ে অনলাইন ইনকাম 

আপনি যদি নিজের একটি ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে চান, তাহলে ব্লগিং আপনার জন্যই। ব্লগিং করতে কোন প্রকার কোডিং জানা লাগবে না। 

WordPress এর মাধ্যমে সহজেই ব্লগিং শুরু করতে পারবেন। তবে এক্ষেত্রে ২০০০ টাকার মত লাগবে হোস্টিং ও ডোমেইন কিনতে। তবে একবার ব্লগ বানিয়ে সেখানে ভালো কন্টেন্ট লিখতে পারলে এই টাকা কয় মাসের মধ্যেই উঠে আসবে। 

যা করতে হবেঃ প্রথমেই WordPress ব্যবহার করে একটি ব্লগ বানিয়ে নিন। ২০ মিনিটেই একটি ব্লগ বানাতে পারবেন। 

তারপর সেখানে অন্তত ৫টি কন্টেন্ট বা আর্টিকেল লিখুন যেকোন একটি নিশ বা টপিকে। 

তারপর Google Adsense এ এপ্লাই করুন। আবেদন সম্পন্ন হলে গুগল আপনার সাইটে এড দেখানো শুরু করবে আর তার বিনিময়ে আপনার একাউন্ট এ টাকা এড হতে থাকবে। 

আয়ের পরিমাণ

নতুন অবস্থায় মাসে ৩০-১০০ ডলার ইনকাম করতে পারবেন। তবে ভালো কন্টেন্ট আর বেশি ট্রাফিক হলে বছরের মধ্যেই ৫০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন মাসপ্রতি।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
AR Shihab - Aug 11, 2022, 7:17 PM - Add Reply

Hmmm

You must be logged in to post a comment.
Md.Imtiaj sarker Emo - Aug 11, 2022, 7:22 PM - Add Reply

tnx

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ