মোবাইলে বাংলা আর্টিকেল লিখে আয় (প্রতি মাসে ৮০০০০ টাকা) Bangla tayping job

বাংলা তো সকলই জানি, পোষ্ট তো সবাই লিখি সেটা ফেসবুক বা, নিজের ব্লগ সাইট হোক অথবা অন্যকে সাজেশন দিয়েই হোক। কিন্তু কেমন হয় যদি এই পোষ্ট গুলো সাবমিট করে নিজের ইচ্ছে মত লেখালেখি করে সে গুলো বিক্রি করে ইনকাম করা যায়! 

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

তাও এক বা দুটাকা নয় পরো একজন সরকারী অফিসারের বেতনের সমান। কি আশ্চার্য হচ্ছেন তো। আমিও প্রথমত তাই ভাবছিলাম। কি! এটা কি সম্ভব? যত সব আজগুবী গল্প আর চোরের হাট। বাট কি আর করব শেষমেষ দেখ নিজেই আজ ঐ সব সাইটগুলো কে প্রমোট করছি রেফার করছি ওদের জন্যই কাজ করছি। ওকে চল কথায় না কাজে প্রমাণ দি । 

হ্যা, আজ আমি এমন ৩টি সাইট সম্পর্কে আলোচনা করব যেখান থেকে চাইলে একটু কষ্ট করে লেখালেখি করি মাসে সর্বনিম্ন ৮,০০০ থেকে ১২,০০০  অথবা আনলিমিটেন্ড ইনকাম করতে পারবে।

বন্ধুরা, আমাদের তালিকার প্রথমে রেখেছি তোমরা এখন যেই সাইট থেকে পোষ্টটি পড়ছ অর্থ্যাৎ জে-আইটি আর্নিং প্রোগ্রম। তুমি চাইলে আমদের সাথে কাজ করে এখান থেকে ইনকাম করতে পার। যেমনটি আমরা করছি।

এই সাইটে কোন কোন বিষয়ে লিখতে পারবে?

অনলাইন ইনকাম, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, এন্ড্রোয়েড এপ, গেমস, টেকনোলজি, সাইন্স ও সাকসেস স্টোরি ইত্যাদি।

কিভাবে জে-আইটি আর্নিং প্রোগ্রামের মেম্বার হবেন?

আপনি যদি জি-আইটি আর্নিং প্রোগ্রামে নিজের নাম নথিভুক্ত করতে চান তাহলে অব্যশই আপনার মধ্যে নিম্নউক্ত বিষয় গুলো থাকতে হবে যেমন :-

  • আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটার বা স্মার্টফোন থাকতে হবে।
  • ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

কিভাবে আয় করবেন? 

জে-আইটি আর্নিং প্রোগ্রাম থেকে একজন মেম্বার দুভাবে ইনকাম করতে পারবেন। যেমন:-

  • আর্টিকেল লিখে আয়।
  • প্রথমে জে-আইটি আর্নিং প্রোগ্রাম -এ রেজিস্টার করতে হবে। তারপর লগিং করে আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল লিখে সাবমিট করলে তা এডমিন কর্তিক রিভিউ হবে। তারপর তা প্রকাশ করা হলে সেখান থেকে আপনি প্রতিটা ভিউ থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন
  • আপনার লেখা যত মানুষে পড়বে আপনার তত ইনকাম হবে। একটি আর্টিকেল থেকে 3000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
  •  একজন মেম্বার যখন রেজিস্টার করবে তখন ড্যাশবোর্ডে তার জন্য একটি অটো রেফার আইডি তৈরি হয়ে যাবে। যেটি ব্যবহার করে আপনি আনলিমিটেড মেম্বার যুক্ত করতে পারবেন।  আপনার রেফারকৃত ব্যক্তির ইনকাম এর ২০%  কমিশন পাবেন আজিবন একদম ফ্রি । (এই এমাউন্ট রেফারকৃত ব্যক্তির আইডি থেকে না কেটে সরাসরি এডমিন কর্তৃক বোনাস দেওয়া হবে) 

 

আর্টিকেল প্রকাশ হওয়ার জন্য শর্ত কি? 

আপনরা আর্টিকেলকে প্রাবলিষ্ট করতে হলে অব্যশই নিচের শর্তগুলো মেনে লিখতে হবে যেমন:- 

  • আর্টিকেল ১০০% ইউনিক হতে হবে। কোন প্রকার কপিরাইট আর্টিকেল তৈরি করা যাবো না।
  • আর্টিকেল কমপক্ষে ৩৫০ ওয়ার্ডের হতে হবে। 
  • বাংলা ভাষায় লিখতে হবে।
  • একটি ফিচার ইমেজ যুক্ত করতে হবে।

জে-আইটি আর্নিং প্রোগ্রাম থেকে কত টাকা ইনকাম করা সম্ভব? 

এখান থেকে আপনি চাইলে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। কোন রকম ধরাবাধা ছাড়াই তার মানি যত বেশি কাজ তত বেশি ইনকাম।

তবে তারপরেও এখান থেকে একটা ভিউ এর হিসাব করে পেমেন্ট ফে করা হয়। সেটা হলো এখানে কাজ করে আপনি প্রতি ১০০০ ভিউর জন্য পাচ্ছেন ৫০০ টাকা করে। তার মানি ২ক্লিকের জন্যও পাচ্ছেন ১ টাকা করে। 

এছাড়ও আপনি  যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম করতে পারবেন। আপানর দ্বারা রেফার কৃত ব্যক্তি যদি ৫০০ টাকা ইনকাম করে সেখান থেকে ২০% করে আপনি অতিরিক্ত বোনাস পাবেন যেটা প্রায়( ৫০০$ ২০%=১০০)টাকা করে।

তবে যেই বিষয় লক্ষ রাখতে হবে সেটা হলে। এখানে সুধু মাত্র ইউনিক ভিউ গুলাই ধরা হয়। তার মানি একজন মেম্বার যদি দিনে ৫০ বারও আপানার একাউন্টে এন্ট্রি নেই সেখানে সুধু মাত্র একটাই ভিউ কাউন্ট করা হবে। তবে আপনি চাইলে আপনার পোষ্টটির লিংকটা ফেসবুক, টুইটার ইত্যাদিতে শিয়ার করেও পাবলিক ভিউ নিয়ে আসতে পারেন।

কিভাবে পেমেন্ট পাবেন?

আপনি চাইলে নিম্নোক্ত যে কোন মেথোড ব্যবহার করে ইনকাম নিতে পারেন সেটা হলো।

Withdrawal Method Minimum Withdrawal Amount
মোবাইল রিচার্জ ৳20.000
বিকাশ ৳100.000
রকেট ৳100.000
নগদ ৳100.000
শিউর ক্যাশ ৳100.000
পে টিএম ৳500.000

কোন এড ফি দিতে হবে?

না,,,! এই সাইটি আপনাদের সকলের কথা ভেবে একদম ফ্রিতে একাউন্ট তৈরি করার সুযোগ করে দিয়েছে তাই দ্রুত জয়ন হয়ে যান। অন্যদিকে আপনে এখানে জয়ন হওয়ার সাথে সাথে পাচ্ছেন ১০ টাকা বোনাস।

 

20210504_162647.jpg

 

 

কিভাবে একাউন্ট তৈরি করবেন? 

আপনি যদি উপরিক্ত শর্ত গুলো মেনে কাজ করতে আগ্রহী হোন তাহলে এখানে একাউন্ট তৈরি করে কাজ শুরু করে দিতে পারেন।

 

কিভাবে একাউন্ট খুলবেন?  

একাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাকে এখানে ক্লিক করতে হবে। তার পরে আপনাকে তাদের হোম পেইজে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনাকে নিচের চিত্রের মতো করে একাউন্ট ক্রিয়েট পেইজে চলে আসতে হবে। এবারে আপনাকে নিচের ঘর গুলো ফিলআফ করে সাবমিট দিলেই একাউন্ট তৈরি হয়ে যাবে। এইভাবে:-

 

20210504_162556.jpg

 

নোট :- আপনি যদি চিত্রের বিষয়বস্তু বুঝতে না পারেন তাহলে সরাসরি ভিডিওটা দেখে জয়ন হতে পারেন। যেখান আরও একবার সম্পূর্ণ বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

এখানে ভিডিও গাইড পাবেন।

বাংলা আর্টিকেল লিখে ইনকাম।
মোবাইলে আর্টিকেল লিখে ইনকাম।

 

                     WATCH ON YOUTUBE 

 

নাম্বার দুই :- 

এবার আমরা জানব একেবারে নতুন আরও একটি সাইট সম্পর্কে যেখান থেকে আপনি চাইলে মাসিক হিসেবে পেমেন্ট নিতে পারেন। এখানে কাজ করে আপনি প্রাথমিক পর্যায়ে ৮০০০ টাকা করে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। 

হ্যা,ঠিক শুনেছেন এখানে কাজ করে আপনি সত্যিই প্রতি মাসে ৮০০০ টাকা করে মাসিক বেতন পাবেন। আমি যেই সাইটির কথা বলছি সেটা হলো অর্ডিনারি আইটি এটি হলো বাংলা আর্টিকেল লিখে আয়ের সেরা আরেকটি সাইট যেটা ১০০% পেমেন্ট করে আসছে। 

বাংলা আর্টিকেল লিখে আয় করতে আপনাকে যা যা  জানতে হবে। 

  • আর্টিকেল লেখার সঠিক ও সাবলিল নিময়। 
  • আর্টিকেল গুলো চার্চে তুলে ধরার নিয়ম ইত্যাদি।

যেসব বিষয়ে আর্টিকেল লিখে আয় করতে পারবেন।

  • এন্টিভাইরাস
  • অ্যাডসেন্স 
  • অ্যান্ড্রয়েড 
  • আউটসোর্সিং 
  • ইন্টারনেট
  • উইন্ডোস
  • ওপেন সোর্স
  • কম্পিউটিং
  • টেক নিউজ
  • গুগল
  • গুগল ক্রোম
  • গুগল ম্যাপস
  • গুগল ড্রাইভ
  • টিপস এন্ড ট্রিকস
  • টেক ফিকশান
  • ডাউনলোড
  • প্রতিবেদন ইত্যাদি।

 

৮০০০ট আয় করতে ও বাংলা আর্টিকেল লিখতে যেসব বিষয় আপনার থাকা চাই।

  • ইন্টারনেট সংযুক্ত আপনার ব্যক্তিগত ডেস্কটপ/ল্যাপটপ /স্মার্টফোন থাকতে হবে।
  • আপনার শিক্ষগত যোগ্যতা নূন্যতম এসএসসি পাশ হতে হবে। 
  • স্মার্টফোন বা কম্পিউটারে আপনার বাংলা লেখার ধারণা আবশ্যক।
  • অর্ডিনারি আইটির নিজেস্ব ২০ দিনের একটি বাংলা আর্টিকেল লেখার কোর্সে জয়ন হতে হবে (ফ্রি)

 

কিভাবে পেমেন্ট পাবেন? 

আপনি চাইলে আপনার হাতে থাকা বিকাশ মোবাইল ব্যংকিং -এ টাকা নিতে পারেন।

এড ফি দিতে হবে কিনা?

হ্যা, আপনাকে অব্যশই সময়ীক একটা এডফি দিয়ে জয়ন হতে হবে যেটার পরিমান ১০০০ টাকা । তবে চিন্তা করার কারণ নেই এই টাকা আপনি প্রথম মাসের বেতনের সাথে পেয়ে যাবেন। 

কিভাবে আয় আসবে?

আপনার কোর্স কম্পিল্ট করা হলে আপনাকে প্রত্যেক মাসে ৬০ টি করে ইউনিক আর্টিকেল জমা দিতে হবে। আর তার পরে আপনি পেমেন্ট পাবেন।

বিস্তারিত পড়ুন এখান থেকে:- ক্লিক 

নাম্বার তিন:-

বন্ধুরা, আমাদর তালিকার তিন নাম্বারে যে সাইটি কে রাখা হয়েছে সেটা হচ্ছে টেকটিউনস। বাংলার সবচেয়ে বড় স্যোশাল মিডিয়া টেকটিউনস। টেকটিউনস চেয়ে বড় ব্লগ সাইট বাংলায় একটিও নেই। কারণ এই সাইটি সম্পূর্ণ পরিচালীত হচ্ছে অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে। আর আপনিও চাইলে এখানে কাজ করে অন্য সবার মত ভালো পরিমানে ইনকাম করতে পারেন।

আপনি এখানে কোন কোন বিষয়ে লিখতে পারেন?

আগেই বলছি টেকটিউনস একটি স্যোশাল মিডিয়া 

এখানে আপনি যে কোন বিষয়ে লিখতে পারেন। আপনি টেকটিউনসে টিউনার আর্টিকেল শিয়ার করার পাশাপাশি চাইলে ভিডিও আপলোড, অডিও আপলোড, লিংক শিয়ার ইস্টাটার্চ ইত্যাদি আপলোড করতে পারেন।

কত টাকা ইনকাম করা সম্ভব?

টেকটিউনস থেকে আপনি আর্টিকেল প্রতি ১০০ টাকা থেকে সর্বউচ্চ ২৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তবে প্রথম আর্টিকেল থেকে এই টাকা পাবেন না। আপনাকে যদি আর্টিকেল লিখে ইনকাম করতে হয় তাহলে অব্যশই আপনাকে একজন ট্রাস্টেড টিউনার হতে হবে।

কিভাবে ট্রাস্টেড টিউনার হবেন?

আপনাকে একজন ট্রাস্টেড টিউনার হতে হলে প্রথমে আপনাকে ১০ টি আর্টিকেল প্রবলিষ্ট করতে হবে। তার পরে আপনাকে একজন ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য আবেদন করতে হবে। আবাদেন এপ্রুভ হলে আপনার ইনকাম শুরু হওয়া যাবে। তবে আপনি যে প্রথম পর্যায়ে ১০ আর্টিকেল লেখেছেন তার জন্য আপনার একাউন্টে আপনি জেমস পেয়ে যাবেন।

 

নোট :- সাইটিতে আপনি যদি কোন কারণ বাংলাদেশি আইপি থেকে এন্ট্রি করতে না পারেন তাহলে অব্যশই ভিপিএন ব্যবহার করতে পারেন।

 

নোট :- কামিং সুন 

কিভাবে YOUTUBE  ভিডিও দেখে অনলাইন থেকে ইনকাম করবেন?

আরও পড়ুনঃ

ট্যাগঃ

মোবাইলে বাংলা আর্টিকেল লিখে আয় প্রতি মাসে ৮০০০ টাকা , মোবাইলে বাংলা লিখে ইনকাম, বেষ্ট আর্টিকেল টাইপিং জব, বাংলা লিখে ইনকাম, মোবাইলে আয় করুন, স্মার্টফোনে আয়ের সেরা মাধ্যাম, ফ্রিলান্সিং করুন

সর্বপরিঃ আপনার যদি লেখাটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কো পরামর্শ বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Mahadi - Jul 16, 2021, 1:51 PM - Add Reply

ভাই জে-আইটিতে দুই দিন আগে একটা পোস্ট করেছিলাম কিন্তু এখনো এ্যাপ্রুভ করা হয়নি কেন একটু বলবেন প্লিজ।

You must be logged in to post a comment.
Nasrin Sultana - Aug 15, 2021, 1:13 PM - Add Reply

কিভাবে শিখবো

You must be logged in to post a comment.
Farjana - Aug 24, 2021, 7:14 PM - Add Reply

Ayta tw vhul information disen....apnara pay koren kokhn Article a view holey naki tk...ekdom fao kotha...sudhu registration korley 10 ta balance dakhay.....

You must be logged in to post a comment.
Farjana - Aug 24, 2021, 7:15 PM - Add Reply

R apnara msg dileo tar kono ans koren na....

You must be logged in to post a comment.
jitbd - Aug 24, 2021, 9:06 PM - Add Reply

আপনার ইমেইল চেক করুন। সব আপডেট পাবেন। আমাদের এখানে আপনার লেখা ইউনিক ভিউ হলে টাকা পাবেন।

You must be logged in to post a comment.
Abdullah Al Mahdi - Sep 12, 2021, 3:02 AM - Add Reply

চমৎকার, খুব ভালো লাগলো।

You must be logged in to post a comment.
Shiam - Oct 23, 2021, 8:40 PM - Add Reply

[email protected]

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

বাংলাদেশের নম্বর ওয়ান প্রযুক্তি, ব্যবসা, ব্লগ ও ইনকাম টিপস প্রদানকারীর ওয়েবসাইট বঙ্গভাষা https://bongovasha.com