ফেইসবুকে autoplay video / অটো চলা ভিডিও কিভাবে বন্ধ করতে হয়? দেখে নিন!

ফেইসবুকে autoplay video / অটো চলা ভিডিও কিভাবে বন্ধ করতে হয়?  দেখে নিন! আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ সবাকে স্বাগতম আজকের  এই আর্টিকেলে। আজকে আমি ফেইসবুকের একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব এর সেটি হচ্ছে আপনারা কিভাবে ফেইসবুকে autoplay video  অপশন বন্ধ করবেন সে সম্পর্কে।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

কেননা আজকাল আমারা  ছোট বড় সবাই ফেসবুক ব্যাবহার করে।  অনেক সময় ফেইসবুকে অনেক ভিডিও দেখি কিন্তু ফেইসবুক এ ভিডিও আসলেই অটোমেটিক চলু হয়ে যায় আমাদেরকে ক্লিক করে চালাতে হয় না। এই auto play video কিন্তু অনেক সময় ডিস্টার্ব দেয়।

তাছাড়া এতে ইন্টারনেট বা MB ও আলাদা খরচ হয়। তাই আমরা চাইলেই কিন্তু এই অপশন্টা বন্ধ করে দিতে পারি তাহলে ভিডিও গুলো আর অটোমেটিক চলবে না।  আমারা চালালেই কেবল চলবে।  কিন্তু এই বিষয়টা আমাদের মধ্যে অনেকেই জানে না। 

 সেজন্য চলুন আমার দেখে নেই কিভাবে ফেইসবুক  auto play video / অটো ভিডিও গুলো কিভাবে বন্ধ করতে হয়।  

ফেইসবুকে অটো প্লে ভিডিও বন্ধ করার নিয়ম। 

1. প্রথমে ফেইসবুকে যাবেন তারপর ফেইসবুক এর উপরে ডান দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। 

2. এই মেনুতে ক্লিক করার পর নিচে যাবেন তারপর settings & privacy লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। 

 

3. settings & privacy তে ক্লিক করার পর আবার নিচে  setting এ ক্লিক করবেন। 

 

4. Setting এ ক্লিক করার পর নিচের দিকে গেলে Media লেখা দেখতে পাবেন  media তে ক্লিক করবেন। 

5. media তে যাওয়া পর autoplay  তে গেলে, ফেইসবুক এর কোনো ভিডিও যেন অটোমেটিক না চলে সেটি বন্ধ করতে 

Never autoplay Videos   এই অপশনটি চালু করে নিবেন।  

ফেইসবুক এ autoplay videos  বন্ধ করার বিকল্প উপায়। 

এক এক ডিভাইসের এক এক সিস্টেম বা অপশন থাকতে পারে।  তাই অনেকেরি এইরকম ভাবে খুঁজলে এই অপশন টি সহজেই নাও পেতে পারেন।  তাই সহজে autoplay videos অপশন পেতে নিচের ধাপটি অনুসরণ করতে পারেন। 

1. আগের মত করে ফেইসবুকে যাওয়ার পর ফেইসবুকের ডান দিকে উপরের থ্রি ডট বারে ক্লিক করবেন।  

 

2.থ্রি ডট বারে ক্লিক করার পর  settings & privacy তে যাবেনে। 

3. settings & privacy  তে ক্লিক করার পর setting অপশ্নে ক্লিক করবেন।

 

4.তারপর setting & privacy  অপশ্নে উপরে  ডান দিকে  সার্চ বক্স দেখতে পাবেন এই 🔍 সার্চ বক্স ক্লিক করে।   Media  লিখে সার্চ করবেন।  তারপর  media  তে ক্লিক করবেন।  উপরের উল্লেখ্য লেখা অনুযায়ী  Never autoplay videos অপশনটি চালু করে নিবেন। 

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

I am a simple blog Writer.