এপোলো ১১। মানুষ কি আদৌ চাঁদে গেছে?

আজ থেকে ৫২ বছর আগের কথা, বলা হয়ে থাকে এপোলো ১১ মিশনের মাধ্যমে প্রথম চন্দ্র জয় করে মানপব সভ্যতা। প্রথমে নীল আর্মস্ট্রং এবং ১৯ মিনিট পর বাজ অলড্রিন পা রাখেন চাঁদের মাটিতে। আর এভাবেই এপোলো ১১ এর যুগান্তকারী মিশন হিসেবে নাম লেখায় স্বর্ণাক্ষরে। 

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

কিন্তু পুরো ঘটনাটি আদৌসত্য ছিল কিনা, তা নিয়ে রয়েছে হাজারো বিতর্ক। বলা বাহুল্য, এই বিতর্কের প্রথম সারিতে ছিল রাশিয়া। এক্ষেত্রে সবার আগে উঠে আসে রাশিয়ান রাজনীতিবিদ ইউরি মিউকিনের নাম। তিনি পুরো জীবন্টাই পার করে দেন, এপোলো ১১ কে মিথ্যা প্রমাণ করার জন্য। 

এপোলো ১১ এর স্পেসক্রাফটটি মূলত তিনটি অংশে বিভক্ত। প্রথমটি সার্ভিস মডিউল, দ্বিতীয়টি কমান্ড মডিউল, তৃতীয়টি ল্যুনার মডিউল। কমান্ড মডিউল্টির ভেতরেই অবস্থান করছিলেন ৩ জন বিজ্ঞানী। অন্যদিকে সার্ভিস মডিউলটি ছিল স্পেসক্রাফটের মূল ইঞ্জিন। সর্বশেষ ল্যুনার মডিউলটিতে চড়ে চাঁদে নেমেছিলেন দুইজন বিজ্ঞানী।

তারা দুজনে ২১ ঘন্টা ৩১ মিনিট অবস্থান করছিলেন চাঁদের মাটিতে। ফিরে আসার সময় তারা প্রায় ২১ কেজি চাঁদের মাটি সংগ্রহ করেন এবং প্রমাণস্বরূপ ফেলে আসেন তাদের ব্যবহার্য কিছু জিনিস। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রেট্রো রিফ্লেক্টর। এই রিফ্লেক্টর এখনও নির্দিষ্ট এংগেলে পৃথিবীর দিকে মুখ করে রাখা আছে। 

পৃথিবী থেকে সঠিক সময়ে চাঁদের দিকে নির্দিষ্ট আলোক তরঙ্গ নিক্ষেপ করা হলে, আলোটি চাঁদে রেখে আসা রিফ্লেক্টর এ প্রতিফলিত হয়ে ফিরে আসে। 

আর এ পদ্ধতিতে যে কেউই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাপতে পারবে নিখুঁতভাবে। এ পদ্ধতিটি নিশ্চিতভাবে এপোলো ১১ এর সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট। তাছাড়া এপোলো ১১ মিশনে ল্যান্ডার ফেলে আসা হয় চাঁদে। 

২০০৭ সালে জাপান তাদের চন্দ্র স্যাটেলাইট পাঠায় চাঁদে। তারা এপোলো ১১ এর ফেলে আসা ল্যান্ডারের অবস্থান নিশ্চিত করে। পরবর্তী সময়ে ২০১০ সালে চীনের স্যাটেলাইট চ্যাঙ্গি-২, আলাদাভাবে সবগুলো এপোলো মিশনের ল্যান্ডিং পজিশন নিশ্চিত করে। আর এভাবে এপোলো ১১ একটি সফল চন্দ্র মিশন হিসেবে স্বীকৃতি পায় আন্তর্জাতিকভাবে।

কিন্তু অধিকাংশ মানুষ সে বিষয়টি জানে না! এপোলো ১১ মিশনের বিরুদ্ধে রাশিয়ার বিতর্ক শুরু করলেও, ১৯৮৯ সালে রাশিয়া এপোলো ১১ কে স্বীকৃতি দেয়। উল্লেখ্য, ২০২১ সালে, রাশিয়া, ২০২৪ সালে নাসা নতুনরুপে করতে চলছে চন্দ্রমিশন। যা এ প্রজন্মের জন্য হতে চলেছে যুগান্তকারী দৃষ্টান্ত।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Anar khan - Apr 18, 2022, 8:55 PM - Add Reply

Nice post

You must be logged in to post a comment.
Taha - Apr 27, 2022, 8:12 PM - Add Reply

Thanks

You must be logged in to post a comment.
Alim - May 20, 2022, 10:22 AM - Add Reply

আপনার আর্টিকেলে ইনকাম বারাতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হন।
https://www.facebook.com/groups/4923657331062352/?ref=share

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ