এফিলিয়েট কনটেন্ট রাইটিং টিপস, এফিলিয়েট করে ইনকাম করুন মাসে 1000 ডলার?

প্রথমে আমি পরিচয় দিয়ে দিই আমি কে? আমি আল জিহান, আমি অনেক দিন ধরে জেআই-টি আইর্নিং সাইটে কাজ করতেছি। এটাই আমার দেখা সেরা ওয়েবসাইট। তো চলুন শুরু করি

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

 এফিলিয়েট কনটেন্ট রাইটিং টিপস

এফিলিয়েট কনটেন্ট রাইটিং

এফিলিয়েট সাইট কন্টেন্ট লিখতে গেলে আমরা সবচেয়ে বেশি ব্যাবহার করি amazon.com। কারণ, এখানে প্রোডাক্ট সেল হলে percentage বেশি পাওয়া যায়। যেকোনো রিভিউ লিখতে গেলে আমরা ১০-১৫ টা প্রোডাক্ট নিয়ে থাকি, আর স্ট্রাকচারটা হয় কিছুটা এমন-

  • টাইটেল
  • শর্ট ডেস্ক্রিপশন
  • স্পেশাল ফিচারস
  • স্পেসিফিকেশন চার্ট বা টেবিল
  • প্রস
  • কন্স ইত্যাদি।

অনেকে রিভিউ লিখতে গিয়ে একসাথে বেশ কয়েকটা রিভিউ সাইট থেকে ডাটা নিয়ে বা স্টাডি করে লিখে থাকেন। অথচ শুধুমাত্র আমাজনের সেই প্রোডাক্ট পেজ থেকেই পুরো জিনিসটার রিভিউ লেখা সম্ভব অল্প সময়ের মধ্যেই। সুতরাং অন্য ওয়েবসাইট থেকে কনটেন্ট কপি করার অভ্যাসটা ভুলে যান।

যেভাবে এফিলিয়েট কনটেন্ট রাইটিং লিখবেন

  • এফিলিয়েট কনটেন্ট রাইটিং করার সময় অবশ্যই নিচের বিষয়গুলো লক্ষ্য করুন।
  • টাইটেলে প্রডাক্ট নাম এবং বিশেষ দিক (যদি থাকে) উল্লেখ করুন আর বোল্ড/লিংক করুন।

শর্ট ডেস্ক্রিপশন লেখার আগে প্রডাক্ট পেজ স্ক্রল করে মাঝামাঝি জায়গায় গিয়ে দেখুন সেখানে product description নামে কিছু আছে কিনা। থাকলে সেটা ভালমত পড়ে সারাংশ বুঝুন, আর নিজের ভাষায় লিখুন।

স্পেশাল ফিচারস লিস্ট আকারে লিখুন। আকর্ষণীয় আর eye-catching হতে হবে। প্রতিটা এক/দুই লাইনের মধ্যেই রাখার চেষ্টা করুন।

স্পেসিফিকেশন চার্ট টেবিল আকারে দিন। বর্ডার উঠিয়ে দিন। দুইটা কলামে রাখুন। বামপাশের কলামটি বোল্ড করুন। খুব বেশি রো (row) করবেন না, সাইট লোড হতে সময় নিতে পারে।

প্রস লিখতে গেলে আগে পেজের নিচের দিকে আরো আরো মানুষদের পজিটিভ রিভিউগুলো পড়ুন আর main বিষয়গুলো নোট করে এক লাইনের মধ্যে লিখুন। এটাও স্পেশাল ফিচারস এর মত লিস্ট আকারে হবে এবং অবশ্যই আধা/এক লাইনে হবে।

কন্স লিখতে গেলে 5 নং প্রসেস ফলো করুন, তবে এবার দেখবেন নেগেটিভ রিভিউগুলো। সবসময়ই মাথায় রাখবেন, কন্স যেন খুব বেশি ডিমোরালাইজিং না হয়। আপনার কন্স যেন প্রসের মতই হয়। নাহলে বায়ার উৎসাহ হারাবে ও প্রডাক্টটি না কিনে চলে যাবে।

গুরুত্বপূর্ণ:

কোন প্রোডাক্ট সম্পর্কে লিখতে নিচের টিপসগুলো অবশ্যই ফলো করতে ভুলবেন না।

১. ডিরেক্ট কপি করবেন না বা প্যারাফ্রেজিং/রিরাইটিং/বট ইউজ করবেন না।

২. প্রডাক্ট ডেস্ক্রিপশন না থাকলে ইউটিউবে ওই প্রডাক্টের ভিডিও সার্চ করুন, সাবটাইটেল অন করুন, key টপিকগুলো নোট করুন।

৩. ওয়ার্ডপ্রেস সাইট হলে প্রস কন্সের জন্য প্লাগিন ইউজ করুন। Interactive দেখাবে বেশ।

 কোন পরামর্শের প্রয়োজন হলে কমেন্ট করে জানান। আপনাদের অসংখ্য ধন্যবাদ?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

I am article writer