গুগল ম্যাপে কিভাবে আপনার নিজের ঠিকানা যোগ করবেন দেখে নিন।

আস্সলামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

প্রিয় বন্ধুরা কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি টপিক নিয়ে। 

বন্ধুরা, কিভাবে গুগল ম্যাপে নিজের ঠিকানা যোগ করবেন, বা গুগল ম্যাপ লকেশনে কিভাবে সহজেই আপনার ঠিকানা যোক্ত করবেন, এ ব্যপারে আজকের টপিক।

আপনারা অনেকেই হয়তো ভাবছেন, গুগলে ম্যাপে মানুষ কিভাবে তাদের ঘর-বাড়ি, দোকান-পাট, শিক্ষাপ্রতিষ্টানের লকেশন যোক্ত করে।

আর আমিবা কিভাবে আমার লকেশন যোক্ত করবো?

 এ ব্যাপারে হয়তো আপনারা চিন্তিত আছেন। এখন থেকে চিন্তার দিন শেষ।

আজকে আমার সম্পুর্ন আর্টিকেলটি এ বিষয় নিয়েই লিখা, আপনারা যদি আমার সম্পুর্ন আর্টকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে আশা করি বুঝতে কোন সমস্যা হবেনা। ফলে আপনারা আপনাদের ঘর-বাড়ি, দোকান-পাট, শিক্ষাপ্রতিষ্টানের লকেশন যোক্ত করতে পারবেন নিজেই।

আমাদের এই ডিজিটাল বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশ সমূহে দেওয়া আছে এই গুগল ম্যাপ। যার ফলে আমরা অচেনা কোন জাওগায় গেলে গুগল ম্যাপ এর সাহায্যে মুহুর্তের মধ্যেই খুজে বের করতে পারি আমাদের প্রয়োজনীয যেকোন যায়গা।

গতকাল আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল কিভাবে গুগল ম্যাপে আমার দোকানের লকেশন যোগ করবো। আমার দোকানের লকেশন যদি গুগল ম্যাপে যোক্ত থাকতো তাহলে কাস্টমার রা সহজেই আমার দোকানটি সহজেই খুজে পেতো।

তার পর আমি তার দোকানের লকেশন গুগল ম্যাপে যোক্ত করে দিয়েছিলাম।

আর ভাবলাম আমার বন্ধুর মত হয়তো অনেকেই তাদের নিজের ঘর-বাড়ি, দোকান-পাট, শিক্ষাপ্রতিষ্টানের লকেশন যোক্ত করতে পারছেন না।

মুলত এজন্যই আজকের আর্টিকেলটি।

তো চলুন আর কথা না বারিয়ে মূল প্রসঙ্গে যাই

গুগল ম্যাপে আপনার লকেশন যোক্ত করতে হলে যা যা লাগবেঃ-

  1.   Google Map এপ্লিকেশন
  2.   ইন্টারনেট কানেকশন
  3.   একটি Gmail Account
  4.   আপনার ফোনের Location অন রাখতে হবে

এবার আমি প্রত্যেকটি স্টেপ আপনাদের সামনে তুলে দরবো। গুগল ম্যাপে লকেশন এড করা খুব যহজ, যা ৫ থেকে ১০ মিনিটের মাধ্যমেই সম্ভব। এই কাজটি আপনি মোবাইল এবং পিসি দুইটি দিয়েই করতে পারবেন।

তবে আজ আমি আপনাদের কে দেখাবো মোবাইল থেকে কিভাবে করবেন।

  • সর্বপ্রথম আপনি আপনার ফোনের Google Map এপ্লিকেসনটি অপেন করুন।  যা সবার ফোনের মধ্যেই থাকে। আর যদিও না পান বা ভুলবশত ডিলিট হয়ে যায়, তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

 

  • Google Map এপ্লিকেসনটি অপেন করার পর আপনি নিচের দিকে দেখুন Contribute নামে একটি আপশন আছে, এখানে ক্লিক করুন।

নিচের ফটোর দিকে লক্ষ করুন।

 

  • Contribute অপশনের ক্লিক করার পর আপনি উপরের দিকে দেখতে পাবেন অনেক গুলা অপশন Edit Map, Add Place, Write Review, Add photo এগুলো।

নিচের ফটোর দিকে লক্ষ করুন

 

  • যেহেতু আমরা নতুন ঠিকানা যোগ করতে চাই সেহেতু আমরা Add Place এ ক্লিক করবো

নিচের ফটোর দিকে লক্ষ করুন

  • এবার আপনাদের সামনে নতুন ঠিকানা যোগ করার জন্য একটি পেজ চলে আসবে।

এখানে আপনি দেখতে পাবেন লিখা আছে 

  • Name 
  • Category
  • Location
  • Add hours
  • Add Phone Number
  • Add website
  • Add Photo

 

নিচের ফটোর দিকে লক্ষ করুন

 

*Name

Name এ আপনি আপনার দোকানের লকেশন যোক্ত করতে চাইলে দোকানের নাম দিন। বা ঘর-বাড়ির লকেশন যোক্ত করতে চাইলে ঘর-বাড়ির নাম দিন।

 

*Category

Category তে আপনি দিবেন। আপনির যদি আপনার ঘর-বাড়ির লকেশন যোক্ত করতে চান তাহলে দিবেন Residential এ গিয়ে দিবেন Housing Complex. 

দোকান হলে shop দিবেন।

এভাবে আরো অনেক ক্যাটাগরি আছে আপনার প্রতিষ্টান বা দোকার যে ক্যাটাগরির মধ্যে পরে আপনি সেটা দিবেন।

নিচের ফটোর দিকে লক্ষ করুন

 

*Location

Location এ ক্লিক করার পুর্বে আপনি চেক করে নিতে হবে আপনার ফোনের লকেশন অন আছে কিনা, না থাকলে আগে লকেশন অন করে নিবেন

তার পর Location অপশনে এ ক্লিক করার পর দেখবেন আপনি যেখানে আছেন সেখানের লকেশন দেখাচ্ছে, এখন আপনি যে লকেশন এড করতে চান সেই লকেশন যদি এখানেই হয়ে তাকে তাহলে তো সহজেই পেয়ে যাবেন। আর যদি দুরের কোন যায়গা হয় তাহলে সার্চ করে বের করে সিলেক্ট করে নিবেন।

নিচের ফটোর দিকে লক্ষ করুন

 

*Add hours

Add hours এ দিবেন আপনার এই প্রতিষ্টান বা দোকান সপ্তাতে কোন কোন দিন খুলা তাকে এটা।

চাইলে দিতে পরেন, না দিলে ও চলবে, সমস্যা নেই

 

*Add Phone Number

Add phone number এ আপনার মোবাইল নাম্বার দিতে পারেন।

*Add website

এখানে আপনার কোন Website তাকলে দিতে পারেন, না তাকলে লাগবেনা।

*Add Photo

Add Photo তে গিয়ে আপনি যে প্রতিষ্টান বা দোকানের লকেশন যোক্ত করবেন সেখানের কয়েকটি ফটো যোক্ত করতে পারবেন। এতে যে কেউ এই লকেশন সার্চ করার পর এই ফটোগুলো সহ আসবে, এতে যায়গাটি চিনতে সুবিধা হবে।

এখন আপনারা এই পেজটি পুরোপুরি পুরন করার পর দেখেন উপরের ডান দিকে একটি (>) Arrow button আছে আছে এখানে ক্লিক করুন।

নিচের ফটোর দিকে লক্ষ করুন

 

ব্যাস কাজ শেষ।

এখন গুগল ম্যাপে আপনার নতুন করে যোক্ত করা ঠিকানার আবেদন জমা হয়ে গেছে।

এবং গুগল ম্যাপ যাচাই করে দেখবে আপনার দেওয়া ঠিকানা ঠিক আছে কিনা। তার পর কিছুক্ষনের মধ্যেই আপনার দেওয়া নতুন লকেশন গুগল ম্যাপে যোক্ত করে দিবে।

 

(Note:- আপনার ফোনে যদি আগে থেকে কোন যায়গার লকেশন যোগ করা থাকে আর কোন কিছু পরিবর্তন করতে চান তাহলে Edit Map আপশনে ক্লিক করে পরিবর্তন করতে পারবেন)

নিচের ফটোর দিকের লক্ষ করুন

 

এখন দেখেন আমার এড করা লকেশনটি গুগল ম্যাপে যোক্ত হয়ে গেছে কিছুক্ষনের মধ্যেই।

নিচের ফটোর দিকে লক্ষ করুন

 

তো আজকে এ পর্যন্তই।

বন্ধুরা, আজকে আমার এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে গুগল ম্যাপে আপনাদের ঘর-বাড়ি, দোকান-পাট, শিক্ষাপ্রতিষ্টানের লকেশন যোক্ত করবেন, এই বিষয়ে।

আপনি আমার সম্পুর্ন আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে থাকলে মাত্র ৫ মিনিটেই আপনার ইচ্ছামত লকেশন যোক্ত করতে পারবেন।

জানিনা আপনাদেরকে কতটুকু বুঝাতে পারছি। কিন্তু আমি যথাসম্ভাব চেষ্টা করছি সহজ ভাবে আপনাদেরকে বুঝানোর জন্য। তার পরও যদি কারো বুঝতে কোন সমস্যা থাকে তাহলে আমিতো আছি, আপনারা কমেন্ট করে জানাবেন কোন সমস্যা থাকলে। ইনশাআল্লাহ আমি সর্বধা চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য।

এছাড়া ও আমাকে ফেসবুকে নক দিতে পারেন।

ফেসবুকে আমি

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই।

আবারো আপনাদের সামনে হাজীর হবো নতুন কোন টপিক নিয়ে।

 

সবাই ভালো থাকুন, সুস্ত থাকুন, নিরাপদে থাকুন,

আল্লাহ হাফিজ।

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

Hello, I'm Sayhanur Rahman. I'm student, SSC Humanitys At Burunga Iqbal Ahmed High School & College. HSC humanitys At Tajpur degree College, Now I study At BSS 3rd Year Running At MC College, Sylhet I'm also Youtuber, Cover Singer, Graphics Designer & Data Enty Expart