হিসাব বিজ্ঞান সাধারণ জাবেদা

নিট লাভ/নিট মুনাফা ( Nit Profit ).     

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

 প্রকৃত জাবেদা ( Journal Proper ).       

  বিবিধ পাওনাদার ( Sundry Creditors ). 

 বিবিধ দেনাদার ( Sundry Dintors ).               

আন্ত:ফেরত ( Returns Inwards ).                 

বহি: ফেরত ( Return Outward ). 

প্রদত্তবাট্টা ( Discount Allowed ).   

প্রাপ্তবাট্টা ( Discount Received ).                   

 ক্রয় পরিবহন ( Carriage on Purchases ).   

বিক্রয় পরিবহণ ( Carriage on Sales ).    

মনিহারি ( Stationary ). 

অবচয় সঞ্চিতি ( Provision for Dipreciation )

ঋণপত্র ( Debenture ). 

চুরান্ত হিসেব ( Final Account ).     

লাভ ক্ষতি আবন্টন/বিভাজন হিসেব ( Profit & Loss Appropriation account ). 

অগ্রিম প্রাপ্ত আয় ( Revenue Received in Advance ). 

বকেয়া আয় (Accrued Revenue ). 

বকেয়া ব্যয় ( Accrued Expenses ). 

ঋণের সুদ ( Interest on Loan ). 

বিনিয়োগে সুদ ( Interest on Investment ).  

প্রদত্ত ভাড়া ( Rent Paid ).    

প্রাপ্ত ভারা ( Rent Received ).  

Accounting Dictionary

অনাদায়ী বা বকেয়া আয় ( Accrued Revenue ) : ‌ কোনোআর্থিকবছরে মোট আয়ের যে অংশ এখনও পাওয়া যায়নি তাকে অনাদায়ী বা  বকেয়া আয় বলে।

অগ্রিম বা অনার্জিত / অনুপার্জিত আয় (Unearned revenue ) :

সেবা প্রদান না করেও যদি সেবার মূল্য বাবদ আয় গ্রহণ করা হয় তবে তাই অগ্রিম/অনার্জিত/অনুপার্জিত আয় । যেমন : মজুরি / বেতন অগ্রিম গ্রহণ করা হলে ।

আয় (Revenue ) :  ব্যক্তি বা প্রতিষ্ঠান শ্রমসেবা বা উপযোগিতা সৃষ্টি করে কোনো পণ্য বা সেবা বিক্রি করে যা উপার্জন করে তাকে আয় বলে ।

জের বা উদ্ধৃত্ত (Balance) : হিসাবের ডেবিট ও ক্রেডিট পাশের যোগফলের পার্থক্যকে জের বা উদ্ধৃত্ত বলে। হিসাবের জের তিন প্রকার- ‌        (ক) ডেবিট জের .(খ) ক্রেডিট জের (গ) শূন্য জের।

দালালি (Commission ) : বিক্রয় প্রতিনিধিকে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে মে অর্থ দেওয়া হয় তাকে দালালি বলে । 

দেনাদার / পুস্তক ঋণ ( Book debts ) :  একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রকার গ্রাহকের নিকট কারবারের মোট পাওনা পরিমাণকে পুস্তক ঋণ বলা হয় ।এটি দেনাদারের অন্তর্ভুক্ত । 

পওনাদার বা ক্রয় খতিয়ানের জের (Creditors ) : ধারে পণ্য সামগ্রী ও সেবাকর্ম ক্রয়ের ফলে তিনি কারবারি প্রতিষ্ঠানের নিকট টাকা পাবেন তাকে পাওনাদার বলা হয় ।

মূলধন ( Capital ) : মুনাফা অর্জনের উদ্দেশ্যে মালিক কর্তৃক বিনিয়োগকৃত নগদ টাকা, মালামাল,সম্পদ ও সুনামের সমষ্টিকে মূলধন বলা হয় । কারবারের মোট সম্পত্তি হতে মোট বহির্দায় বাদ দিয়ে মূলধন নির্ণয় করা হয় ।

সমাপ্তি বা সমাপনী মজুদ   ( Ending inventory ) :  কারবারের হিসেব বছরের শেষে মে পরিমাণ পণ্য দ্রব্য অবিক্রীত থাকে তাকে বলা হয়  সমাপ্তি বা সমাপনী মজুদ ।

নগদ বাট্টা ( Cash discount ) : একজন ব্যবসায়ী অন্য একজন ব্যবসায়ীকে পণ্য সামগ্রীর মূল্য বাবদ পাওনা অর্থ দ্রুত আদায়ের জন্য যে অর্থ অব্যহতি প্রদান করে তাকে নগদ বাট্টা বলা হয় । 

Accounting Related Some Important Elaboration :

AAA = American Accounting Association. ( প্রতিষ্ঠিত হয় 1916 সালে )

ACCA = Assocition of Chartered Certificate Accountants. ( প্রতিষ্ঠিত            হয় 1904 সালে )

AICPA = American Institute of Certificate Public Accountant. 

APB = Accounting Principal Board. ( প্রতিষ্ঠিত হয় 1959 সালে )

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ