যেকোনো ফোনে অনলি 4G Mode চালু করবেন যেভাবে

আসসালামুয়ালাইকুম আশাকরি সকলেই ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি অ্যাপ। যেটার মাধ্যমে আপনি বাংলাদেশের যেকোনো জায়গায় যেখানেই যান না কেন সেখানে যদি 4g কানেকশন থাকে তাহলে ফোরজি ছাড়া থ্রিজি আসবে না ।

তো আমরা অনেক সময় গেম খেলি গেম খেলতে খেলতে 4g থেকে 3g হয়ে গেলে পিঙ্ক অনেক বেশি হয়ে যায়। অথবা কেউ আবার এমন কোন এক জায়গায় বা কোন আত্মীয়র বাসায়  বেড়াতে গেছে যেখানে 4g কানেকশন আছে কিন্তু 4g নেটওয়ার্ক পাচ্ছে না। তো আমরা এই অ্যাপটির মাধ্যমে সেখানে 4g  কানেকশন উপভোগ করতে পারব ।

তার আগে একটা কথা বলে রাখি এই অ্যাপটি চালাতে হলে আপনাকে অবশ্যই আপনার ফোন এবং সিম উভয় 4g থাকা লাগবে। যদি আপনার ফোন থ্রিজি বা আপনার সিমটি যদি থ্রিজি হয়ে থাকে তাহলে আপনি এই সেটিংস টি করতে পারবেন না।

তো এই অ্যাপটির কিছু সুবিধা আবার অসুবিধা রয়েছে। যারা গেম খেলে তাদের অনেক সুবিধা । আর যারা গেম বাদে শুধু ইন্টারনেট ব্রাউজ করে তাদের জন্য একটু অসুবিধা রয়েছে । যেগুলো আমি নিচে বলে দিচ্ছি ।

১. আপনার ফোনে কোন কল আসবে না।
২. আপনার ফোন থেকে অন্য কোন ফোনে কল যাবে না।
৩. আপনি কোন USSD কোড ডায়াল করতে পারবেন না।

তো বুঝতে পারছেন যারা গেম খেলে তাদের জন্য কত সুবিধা অর্থাৎ গেম খেলার সময় কেউ কল দিতে পারবে না । আর কেউ কল না দিলে গেম খেলতে কোন অসুবিধা হবে না। তো চলুন দেখে নেয়া যাক কিভাবে সেটিংস টি করবেন।

প্রথমে প্লে স্টোরে যান যাওয়ার পর সার্চ করুন Only 4g mode। সার্চ করলে লিস্টের প্রথমেই যে অ্যাপটি থাকবে সেই অ্যাপটি ইনস্টল করুন । আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনশটটি দেখুন।

অ্যাপটি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন ।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন


ওপেন করার পর নিচের স্টেপগুলো ফলো করুন।

Step 1

Step 2

Step 3

আপনার ফোনটি এন্ড্রয়েড ভার্সন যদি 9 অথবা 10 হয় তাহলে Method 1 সিলেক্ট করবেন ।
আর যদি আপনার ফোন অ্যান্ড্রয়েড 11 অথবা 12 হয় তাহলে Method 2সিলেক্ট করবেন ।

এখন আপনার ফোনটি যদি দুয়াল সিম সাপোর্টেড হয় তাহলে এখান থেকে Phone 0 অর্থাৎ Sim 1 আর Phone 1 মানে অর্থাৎ sim 2 ।

এখন Only 4g করার জন্য নিচের স্টেপ গুলো  ফলো করুন ।

Step 1

Step 2

ব্যাস কাজ শেষ এখন আপনি যেখানেই যান না কেন 4g থেকে 3g বা 2g হবে না ।

এখন দেখাবো 4g mode কিভাবে বন্ধ করবেন ।
প্রথমে আপনি আপনার ফোনের সেটিং অপশনে যান সেটিং অপশনে যাওয়ার পর নিচের স্টেপগুলো ফলো করুন ।
Step 1

Step 2
Step 3
Step 4
LTE/3g/2g সিলেক্ট করলে আপনি আগের অবস্থায় ফিরে আসবেন । তখন আপনার ফোনে কল ঢুকবে আবার আপনার ফোন থেকে কল যাবে।
 
তো আশা করি আপনাদের আর্টিকেলটি ভালো লেগেছে । আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো আরটিকেল নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ